মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আহবায়ক কমিটির আহবায়কের অনুপস্থিতি?

কলারোয়ার জয়নগর বদরুন্নেছা বালিকা বিদ্যালয়ের কমিটি গঠনে ব্যাপক অনিয়ম

সাতক্ষীরার কলারোয়ার জয়নগর বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১৮ সেপ্টেম্বর) ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী তামিমা সুলতানা ওরফে বৃষ্টির পিতা অভিভাবক সদস্য আসমত আলী বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় করোনার কারণে নিয়মিত কমিটি করতে না পারায় আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত হন কলারোয়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব নজরুল সাহেব এর স্ত্রী। তিনি বর্তমানে প্রায় ৩ মাস আগে থেকে আমেরিকায় মেয়ের বাসায় অবস্থান করছেন। এরই মধ্যে আহবায়কের অনুপস্থিতিতে স্কুলের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস অত্যন্ত গোপনে, নিজের সুবিধার্থে, কোন প্রচার প্রচারণা ছাড়ায়, অভিভাবক সমাবেশ না করে, গোপনে পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে, কোন মাইকিং ছাড়াই পূর্ব পরিকল্পিতভাবে নিজের মনোনীত প্রার্থীদের নিকট গোপনে মনোনয়ন পত্র বিক্রি করেন।

এছাড়া গোপানে মনোনয়নপত্র বিক্রি, প্রার্থী যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের সময় অতিবাহিত হওয়ার পর বিনা প্রতিদন্দিতা দেখিয়ে অত্যন্ত গোপনে অভিভাবক সদস্য নির্বাচিত করে পকেটস্থ একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যেকোন সময় স্কুল ও এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসি আশংকা প্রকাশ করছে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস আগামীতে ওই স্কুলে নবসৃষ্ট ৪টি কর্মচারী পদে পাতানো নিয়োগ বোর্ড করে নিজের স্বার্থ হাসিল করার লক্ষ্যে এ ধরণের পকেটস্থ কমিটি গঠন করে প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট করেছেন। আর এ সাজানো কমিটির গঠনের জন্য অদৃশ্য কারণে সর্বক্ষেত্রে সহযোগিতা করেছেন কমিটির গঠনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপাইভাইজার তাপস কুমার। যা সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে গঠিত হয়েছে।

তাই উক্ত ম্যানেজিং কমিটি স্থগিত করে নতুন করে প্রচার-প্রচারণার মাধ্যমে নিয়মানুযায়ী পুনরায় কমিটি গঠন করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন স্কুলের অন্যান্য অভিভাবক গন সহ অভিযোগকারী।

প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার যথাক্রমে জানান, সব কিছু নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার ধানদিয়া চৌরাস্তায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: মাদক মুক্ত সমাজ গড়ি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবিস্তারিত পড়ুন

পেশাদারিত্বের সাথে মানবসেবা করতে চাই: সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, আমরা পেশাদারিত্বের সাথে মানবসেবা করতেবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো বাজার কমিটির নির্বাচন।। সভাপতি বজলু, সম্পাদক আনারুল

কামরুল হাসান।। কলারোয়া উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়নের রাজধানী খ্যাত খোরদো বাজারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় থানা পুলিশের সাথে সুধীজনদের মতবিনিমেষ সভা
  • কলারোয়ার মডেল মসজিদ: উদ্বোধন হয়েছে আড়াই বছর আগে, ‘অসম্পন্ন’ এখনো; ছাগল-কুকুরের বিচরণ!
  • কলারোয়ায় বিএসএইচ সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়া হাই -স্কুল নির্বাচনী পরীক্ষা-২৪ এর ফলাফল প্রকাশ
  • কলারোয়ায় বাজারের জননী আইস এন্ড কোল্ডস্টোরেজে ১ লাখ টাকা জরিমানা
  • কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুল স্মরণসভা ও দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলি ও মহেন্দ্র ক্ষতিগ্রস্ত
  • কলারোয়ার বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে ছাত্রদল নেতাদের মতবিনিময়
  • কলারোয়ায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন
  • কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের মতবিনিময়