সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাক্তার সংকটে কলারোয়া হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত

মোস্তফা হোসেন বাবলু: সাতক্ষীরার কলারোয়া উপজেলা হাসপাতালে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। উপজেলার সাড়ে ৩ লক্ষ লোকের একমাত্র চিকিৎসা সেবার কেন্দ্র হল এই হাসপাতাল। তবে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৩৩ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে মাত্র ৫ জন ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা চলছে। এতে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। মাসের পর মাস এমন বেহাল অবস্থা চললেও সমাধানের আলো দেখা যাচ্ছে না এই হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা হাসপাতাল ও ইউনিয়নের ক্লিনিকের সহকারী সার্জন, মেডিক্যাল অফিসার, ডেন্টাল সার্জন, বিশেষজ্ঞ চিকিৎসক, গাইনি ও শিশু চিকিৎসক, ১২টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসারসহ অন্যান্য বিভাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পদ রয়েছে ৩৩ টি।

এদের মধ্যে ইউনিয়ন বর্তমানে ০৮ জন কর্মরত আছেন। এদের মধ্যে ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮ জন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। এদের একজন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (টিএইচও), দুজন মেডিক্যাল অফিসার ও একজন বিডিএস ডেন্টাল সার্জন। তবে টিএইচও’কে সর্বদা প্রশাসনিক ও দাফতরিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। আর শুধুমাত্র দাঁতের চিকিৎসায় নিয়োজিত থাকেন ডেন্টাল সার্জন। ফলে মাত্র ৫ জন মেডিক্যাল অফিসার দিয়েই সামগ্রিক চিকিৎসাসেবা করাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

হাসপাতাল সূত্র আরও জানায়,৫ জনের মধ্যে ২ জন চিকিৎসক হলেন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম ও ১জন টিএইচও ডাক্তার মাহবুবুর রহমান সান্টু।

আর ৩ জন চিকিৎসক নিয়মিত আউটডোর চিকিৎসা, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা, জরুরি বিভাগসহ সামগ্রিক চিকিৎসাসেবা দিচ্ছেন।মাঝে মধ্যে আউটডোরে রোগীর সংখ্যা অতিরিক্ত হলে দু’জন ডাক্তারের পাশাপাশি টিএইচও’কেও আউটডোরে চিকিৎসাসেবা দিতে দেখা যায়। তাদের (ডাক্তার) বিশেষ কারণে ছুটিতে থাকলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। সবমিলিয়ে এই সরকারি হাসপাতালে ডাক্তার নিয়োগ জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম বলেন, চিকিৎসক সংকটে রোগীরা যেমন বিড়ম্বনায় পড়ছেন ঠিক তেমনি নিজেরাও ভোগান্তি পড়ছি। এখানে ডাক্তার পদায়নের বিকল্প নেই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার মাহবুবর রহমান বলেন, ‘ডাক্তার ছাড়া আমরা চলতে পারছি না। জরুরি ভিত্তিতে এখানে ডাক্তার প্রয়োজন।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নিয়ামত আলী, মোজাম্মেল হক,হাসিনা বানুসহ অনেকে জানান- সরকারি হাসপাতালে এসেছেন বড় ডাক্তার দেখাবেন বলে। কিন্তু ডাক্তার সংকট চরমে। হাসপাতাল ছাড়া বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা নেওয়ার অন্যতম উপযুক্ত জায়গা হলো ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো।

সাধারণ রোগীরা জানান, হাসপাতালে ওয়ার্ড বয়, নার্স দিয়ে চলছে কাটা-ছেঁড়া ব্যান্ডেজের কাজ। সিজারসহ অন্যান্য অপারেশন বন্ধ রয়েছে। এক্সরে, প্যাথলজি চলছে ধুকে ধুকে।মাসের পর মাস এই সংকট থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিষয়টি উদ্বেগজনক। বিষয়টি নিরসনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ববান হওয়ার অনুরোধ জানিয়েছে সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠনের শেকড় শিক্ষকের হাতে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার জয়নগর ইউনিয়নে বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর

হাবিবুর রহমান রনি: কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে ইয়ামিন স্পোটিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • ইসলামী বাংকের অবৈধ বিনিয়োগ ও নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সেমিফাইনালে উন্নীত
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা
  • ছয় দফা দাবিতে কলারোয়ায় স্বাস্থ্য সহকারীদের আন্দোলন অব্যাহত
  • কলারোয়াতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে ওয়েলডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু!
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ভারতীয় মদসহ ১০ লক্ষ টাকার মালামাল আটক
  • কলারোয়ায় সাদা পলিথিনের সেডে টমেটো চাষে সাফল্যের জোয়ার
  • কলারোয়ায় সাংবাদিক আরিফ মাহমুদের মায়ের মৃত্যুতে শোক
  • সাংবাদিক আরিফ মাহমুদের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক