শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ব্যাডমিন্টন টুনার্মেন্টের পুরস্কার বিতরন

ফকিরহাটে মুজিব জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০বছর পূর্তিতে উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ব্যাডমিন্টন টুনার্মেন্ট-২০২১ এবং উপজেলা অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন-২০২০ এর পুরস্কার বিতরন অনুষ্ঠান বুধবার রাত ১১টায় উপজেলা পরিষদ চত্তরে জাকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলায় মানুষের আত্মশক্তি বৃদ্ধি করে। খেলাধুলা পারে একটি মানুষকে সুস্থ সবল জীবন গড়তে। আপনাদের সন্তান সহ যুবসমাজ-কে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে হলে তাদেরকে খেলাধুলায় মনোযোগী করে গড়ে তুলার জন্য তিনি সকলের প্রতি উদ্যাত্ব আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও বাগেরহাটের সহকারি জেলা দায়রা জজ মোঃ খুরশিদ আলম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এলজিইডির নিবার্হী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, সহকারী জজ মোঃ ইমরান হোসেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহা. মুছাব্বেরুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নিবার্হী অফিসার মোসাঃ মাফফারা তাসমিন, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুর আনাম, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, রেজাউল করিম ফকির, খান শামীম জামান পলাশ, মোঃ শহীদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, কাজি মোঃ মহসিন ও এ্যাডঃ হীটলার গোলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস, শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, প্রাণী সম্পদ অফিসার ডা: পুষ্পেন শিকদার, ডা: শাহরিয়ার শামিম, সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী সহ অসংথ্য ক্রীড়ামোদী দর্শক।

ফকিরহাটে পঞ্চম দিনেও উৎসব মূখর পরিবেশে করোনার টিকা গ্রহন

ফকিরহাটে কোভিড-১৯ এর টিকা প্রদান উৎসবের পঞ্চম দিন অতিবাহিত হয়েছে। মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো: কামাল হোসেন এদিন অর্থাৎ বৃহস্পতিবারে অন্যান্য দিনের মত উৎসব মূখর পরিবেশে ৭৫৬জন টিকা গ্রহন করেছে। এ পর্যন্ত মোট ৫দিনে ফকিরহাটে টিকা গ্রহন করেছেন মোট ১হাজার ৪শত ৯০জন। অত্র উপজেলায় প্রথম ধাপে কোভিড-১৯ এর ভ্যাকসিন এসেছে মোট ৪হাজার ৮শত। এরমধ্যে ২হাজার ৪শত জনকে টিকা প্রদান করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।

ফকিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তিুতি সভা

ফকিরহাট উপজেলা অডিটলিয়ামে বৃহস্পতিবার বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঐতিহাসিক ৭ই মার্চ ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালণের লক্ষ্যে প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুলা খানম, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, মো: ইউনুস আলী শেখ, মো:শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার অশীষ কুমার নন্দী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, পল্লী বিদ্যুতের ডিজিএম, এস এম আহসানুল করিম সহ বিভিন্ন কর্মকর্তা শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার ১৪০ ভেন্যুকেন্দ্রের সবগুলোই বাতিল

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ১৪০টি ভেন্যুকেন্দ্রের সবগুলোই বাতিল করছে যশোর শিক্ষাবোর্ড। একইসঙ্গেবিস্তারিত পড়ুন

৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪টি : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যেবিস্তারিত পড়ুন

  • মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হাঁড়িভর্তি ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা
  • আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল
  • পিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ: সালাহউদ্দিন
  • যাদের সদ্যজন্ম কিংবা স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও আজ বিএনপির সমালোচনা করে- মির্জা ফখরুল
  • গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ: মিয়া গোলাম পরওয়ার
  • নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি
  • নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে : বদিউল আলম মজুমদার
  • পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ : শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ
  • নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে
  • কলারোয়ার ক্ষেত্রপাড়া সারকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল ভেঙ্গে চুরি
  • বিসিবির নির্বাচনে জিতলে ক্রিকেট ছাড়বেন তামিম