শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস- জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করি এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করি, তবেই তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। তাই সবাইকে অঙ্গীকার করতে হবে সোনার বাংলা গড়াতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার। দেশের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে কাজ করতে হবে, যাতে করে ৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশের সুফল তারা ভোগ করতে পারে। আর তা করতে পারলেই বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। বঙ্গবন্ধু আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ ধারন করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে।

আজ রাজধানীর পানি ভবনের সম্মেলনকক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত “১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী” এবং “২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীনতা,একটি লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নের রোল মডেলের মর্যাদা। তিনি দিয়েছেন শত বছরের উন্নয়ন পরিকল্পনা “ডেল্টা প্লান-২১০০”। দেশ আমাদের, আর শত বছরের পরিকল্পনাও আমাদের জন্য। ডেল্টা প্লান বাস্তবায়নে সবাইকে আরো দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ হতে হবে। দেশ অনেক এগিয়েছে আরো এগিয়ে যাবে সমৃদ্ধির শিখরে। এখনো দেশ বিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে,তাদের চোখে দেশের উন্নয়ন দেখা যায় না। তারা দেশের উন্নয়ন মেনে নিতে পারে না। দেশ বিরোধী চক্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশ বিরোধী সকল অপতৎপরতা রুখে দিতে হবে; কোনো লাঠি বা অস্ত্র দিয়ে নয় বরং সততা আন্তরিকতার সহিত নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুষ্ঠু পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়নের কারণে গত ১৩ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে। এ অর্জন ধরে রেখে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধশালী হবে দেশ। দেশের মানুষের ভাগ্যোন্নয়নই বঙ্গবন্ধু কন্যার প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন এবং সততার সাথে দায়িত্ব পালন করুন। আপনার আস্থা ও সততা আপনার সন্তানকে দিবে সমৃদ্ধশালী দেশের নাগরীক হওয়ার মর্যাদা, বলেন প্রতিমন্ত্রী।

সংগঠনের সভাপতি ড. প্রকৌশলী মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ,বাংলাদেশ আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: মাহফুজুর রহমান।

সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণাবিস্তারিত পড়ুন

ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিথ্যা তথ্য প্রতিরোধ ও নৈতিক মান বজায়বিস্তারিত পড়ুন

২০১৮’র প্রহসনের নির্বাচনের আগে গোপন বৈঠক হয় যেখানে

রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায়বিস্তারিত পড়ুন

  • সংসদ নির্বাচনে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান
  • ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো মামলায় প্রথম সাজা শেখ হাসিনার
  • ২০১৮ সংসদ নির্বাচন : রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি
  • ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি
  • সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি
  • জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গু*লি ছোড়া হয়
  • ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ‘আ.লীগ কখনই শোধরাবে না, সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে’
  • জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহবান প্রধান উপদেষ্টার
  • নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
  • কর্মস্থল থেকে উধাও : চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • খালেদা জিয়া হচ্ছেন রাষ্ট্রপতি? পিনাকীর পোস্টে আলোড়ন