শনিবার, নভেম্বর ৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বর্ষা মৌসুমের টমেটো চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বর্ষা মৌসুমের টমেটো চাষে সফলতা পাওয়ায় আগ্রহ বেড়েছে কলারোয়া উপজেলার বাঁটরা গ্রামের কৃষকদের।

জানা গেছে, অসময়ে টমেটো চাষে দাম ভালো পাওয়ায় জয়নগর ইউনিয়নের বাঁটরা গ্রামের কৃষকদের আগ্রহ বেড়েছে। গত বছরের তুলনায় এবার ওই অঞ্চলে দ্বিগুন হারে বেড়েছে টমেটো চাষী। তবে অন্যান্য চাষের তুলনায় টমেটো চাষে দ্বিগুন লাভ হলেও চাষাবাদ ও ফলন ব্যয়ও কম নয়। তবুও পিছপা হচ্ছেন না কৃষকেরা।

টমেটো চাষীরা জানান, বছরের এই সময়টা এলেই শুরু হয়ে যায় টমেটো চাষের প্রক্রিয়া। বাঁশ খুঁটি পলিথিন দিয়ে টমেটো গাছের ছাউনি তৈরীর কাজ করা হয়। এমনি মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়েছে বাঁটরা গ্রামের রাস্তার দুই ধারে। ছাউনি তৈরীর কাজ প্রায় শেষ। চারা রোপনের জন্য তৈরী করা হচ্ছে রোপনকৃত স্থান। ইতোমধ্যে কোন কোন জমিতে টমেটোর চারা রোপন করা হয়েছে বা হচ্ছে।
বাঁটরা গ্রামের চাষীদের এ সাফল্যে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন টমেটো চাষে।

বাঁটরা গ্রামের টমেটো চাষি আব্দুল আলীম বলেন, তিনি প্রায় ২.৫ বিঘা জমিতে বর্ষা মৌসুমের টমেটো বারি-৮ জাতের আবাদ করেছেন। তার জমিতে টমেটোর চারা গাছ রোপনের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানিয়েছেন, বর্ষা মৌসুমের টমেটো চাষের ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে। বিঘা প্রতি টমেটো চাষে খরচ পড়ে ১.৫/২ লক্ষ টাকা।

টমেটো চাষে বড় সমস্য কী জানতে চাইলে আব্দুল আলীম জানান, টমেটো গাছের গোড়া পঁচা রোগ ও প্রচণ্ড রোদে তুলশি পড়ে গাছ মারা যেতে পারে।

তিনি আরও জানিয়েছেন, সরকার থেকে এবছর বারি-৮ জাতের টমেটোর বীজ দিয়েছে। টমেটো চাষীদের মতো আমরাও পেয়েছি।

তবে আর্থিক ভাবে সাহায্য পেলে চাষের পরিমাণ বাড়াবে বলে জানিয়েছেন আব্দুল আলীম সহ অনেকে।

এছাড়া একই এলাকার আকবর আলী জানান, তিনি ১বিঘা জমিতে বারি-৮ জাতের টমেটো চাষ করেছেন।

কৃষক পর্যায়ের বাঁটরা এলাকার টমেটো চাষীদের দাবি- সরকারি ভাবে আর্থিক সাহায্য পেলে তারা সঠিক সময়ে এবং টমেটো চাষের পরিমাণ বাড়াবে বলে জানিয়েছেন।
বিভিন্ন এনজিও সংস্থা থেকে চড়া সুদে ঝণ নিয়ে টমেটো চাষ করছেন। তাই সরকারি ভর্তুকি বা কৃষি ঝণের দাবি করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী জানান, কলারোয়ার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে বর্ষা মৌসুমের টমেটো চাষের আগ্রহ বেড়েছে অনেক গুন। এলাকার মাটি টমেটো চাষের উপযোগী ও লাভজনক হওয়ায় কৃষকদের টমেটো চাষে উদ্বুদ্ধ করছেন তারা।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমের জন্য উদ্ভাবিত বারি-৪ ও বারি-৮ জাতের টমেটো চাষ করতে পরামর্শ দিয়েছেন তারা। সাদা পলিথিনের ছাউনি দিয়ে বর্ষা মৌসুমে টমেটো চাষ খুবই সহজ।

উপজেলা কৃষি অফিস টমেটো চাষিদের প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা দেয়ার প্রত্যয় ব্যক্ত করে সরকারি ভাবে প্রান্তিক টমেটো চাষীদের মধ্য বারি-৮ জাতের টমেটোর বীজ বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেড়েছে কুলের চাষ

কলারোয়ায় এবার ব্যাপক কুলের চাষ করা হয়েছে। ভিটামিন-এ ও ভিটামিন-সি সমৃদ্ধ সুস্বাদুবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা
  • কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা হলেন আসাদুজ্জামান ফারুকী
  • কলারোয়ায় কৃষি ব্যাংকের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে বাইসাইকেলে বিতরণ
  • কলারোয়ার বোয়ালিয়ায় ফুটবল টুর্নামেন্টে হঠাৎগঞ্জ চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় অসহায় মুদি দোকানীকে মুদিপণ্য দিলেন গদখালী প্রবাসী মানবতা কল্যাণ সংঘ
  • কলারোয়ার কেঁড়াগাছিতে রাতব্যাপী ১৬দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে শ্যামনগরের শিরোপা জয়
  • কলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নের
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • কলারোয়ায় হাবিবুল ইসলাম কলেজে মতবিনিময় সভায় কলেজ পরিদর্শক
  • শেখ হাসিনার গাড়িবহর মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দমিছিল