রবিবার, মার্চ ১৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুর ও রাজগঞ্জের পশুহাটে শেষ মুহুর্তে ক্রেতাদের উপচে পড়া ভিড়

দরজায় কড়া নাড়ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদের আর মাত্র তিন দিন বাকি। ঐতিহ্যবাহী মণিরামপুর ও রাজগঞ্জ পশু হাটে বিক্রির উদ্দেশ্যে এবার প্রচুর পশু উঠানো হয়েছে।

এবছর শুরু থেকেই মণিরামপুর ও রাজগঞ্জ পশুহাট ছিলো দেশী গরু ও ছাগলের দখলে। তবে, এর আগের হাটগুলোয় পশু ক্রেতার সংখ্যা কম থাকলেও, ঈদ সন্নিকটে আসায় সোমবার (৪ জুলাই) রাজগঞ্জ ও মঙ্গলবার (০৫ জুলাই) মণিরামপুর পশুহাটে যেয়ে দেখা যায় বিক্রির জন্য উঠানো হয়েছে প্রচুর গরু ও ছাগল। ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। শেষ মুহুর্তে কোরবানির পশু বেচাকেনা করতে আসা ক্রেতা-বিক্রেতাদের পদচারনা ও দরদামে সকাল থেকে এরিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) মুখরিত ছিলো পশুহাট এলাকা। এসব ক্রেতা ও বিক্রেতারা দেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন বলে জানা গেছে।

মণিরামপুর পশু হাটের কয়েকজন বিক্রেতা বলেছেন- এবছর ৫০ হাজার থেকে ১ লক্ষ্য টাকার মধ্যের ক্রেতারাই বেশি। দেখা গেছে- মণিরামপুর ও রাজগঞ্জ পশুহাটে বাইরের ও অভ্যন্তরীন ক্রেতা-বিক্রেতাদের আগমনে শেষ মুহুর্তে জমে ওঠেছে কোরবানির পশু বেচাকেনা। ভাব বুঝে বিক্রেতারাও হাটে মাঝারি আকারের দেশী জাতের গরু ও ছাগল বিক্রির জন্য বেশি নিয়ে এসেছেন। এদিকে বিগত কয়েক হাটে আশানুরুপভাবে কোরবানির পশু বেচাকেনা না হলেও, শেষ মুহুর্তে বেচাকেনা জমে ওঠায় স্বস্তি ফিরেছে খামারী ও ব্যবসায়ীদের মধ্যে। পশুহাটে ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রেখেই দিনভর বিক্রি হচ্ছে কোরবানির পশু। অন্যদিকে স্বল্প বাজেটে কোরবানির ক্ষেত্রে খাসি ছাগল বিক্রি হয়েছে তুলনামূলক বেশি। ৮ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা দামের খাসি ছাগল বেশি বিক্রি হয়েছে বেশি।

মঙ্গলবার (০৫ জুলাই) বিকালে মণিরামপুর পশুহাটের গরু ক্রেতা মো. আশরাফুল ইসলাম (৪০) বলেন- এ হাটে প্রচুর গরু উঠেছে। এর মধ্যে থেকেই বাজেট অনুযায়ী গরু কিনেছি এবং গরু কিনতে পেরে ভালো লাগছে। এরকম আরও একজন ক্রেতা বলেন- এখনো গরু কিনতে পারিনি। তবে, কিনে ফেলবো ইনশাল্লাহ। রাজগঞ্জ পশুহাটের ইজারাদার ইমরান খান জানান- কোরবানির ঈদকে ঘিরে হাটের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক বাড়ানো হয়েছে। সার্বক্ষনিক স্বেচ্ছাসেবকরা হাটের ভিতর ঘুরে ঘুরে সার্বিক পরিস্থিতি নজরে রাখছে। এছাড়া হাটের বর্তমান পরিবেশ ক্রেতা ও বিক্রেতা বান্ধব রয়েছে। পুলিশের সদস্যরা পশুহাটে রয়েছেন।

আগামী রবিবার (১০ জুলাই) পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষনা করা হয়েছে। সেক্ষেত্রে ঈদের আগে অর্থাৎ বৃহস্পতিবার রাজগঞ্জে ও শনিবার মণিরামপুরে আর একটি করে পশুহাট হবে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে বালতির পানিতে পড়ে আরশি খাতুন নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরের খেদাপাড়ায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারের তেলের ডিপোতে অগ্নিকাণ্ডেরবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে কলেজ শিক্ষক আলমের ইন্তেকাল, শোক প্রকাশ

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া সুবজপল্লী মহাবিদ্যালয়ের ইংরেজী প্রভাষক শাহবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে গোয়ালের তালা ভেঙ্গে বিধবা নারীর ৬ গরু চুরি
  • যশোরের রাজগঞ্জে বোতল সয়াবিন তেল খুলে অতিরিক্ত দামে বিক্রি!
  • যশোর-খোরদো রোডে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রীরা
  • মনিরামপুরে রমজানকে স্বাগত জানিয়ে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান
  • কলারোয়ায় এই প্রথম অনুষ্ঠিত হলো ডে-নাইট ভলিবল টুর্নামেন্টে
  • যশোরের রাজগঞ্জে রাস্তার পাশের মৃত কৃষ্ণচুড়া গাছ যেনো মরণ ফাঁদ
  • মনিরামপুরের রাজগঞ্জ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • মনিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
  • মনিরামপুরে বাঁধ ভেঙে প্লাবিত প্রায় ১২ শ’ বিঘা ফসলি জমি
  • যশোরের রাজগঞ্জ হাইস্কুলের শিক্ষক সাগরের ই*ন্তে*কা*ল, শোক প্রকাশ
  • যশোরের রাজগঞ্জে ব্যবসায়ী জাহাঙ্গীরের ই*ন্তে*কা*ল
  • মনিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানাসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু