সোমবার, মে ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; শুক্রবারেও দেখা যেতে পারে

দেশের প্রতিটি বিভাগে আকাশ মেঘলা এবং এসব অঞ্চলের কোথাও কোথাও গুঁড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এই অধিদফতর তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে।

তাতে আরও বলা হয়েছে, ঢাকা শহরে তাপমাত্রার পরিমাণ সর্বোচ্চ ২০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ময়মনসিংহ সদরে সর্বোচ্চ ১৯.৩ ডিগ্রি তাপমাত্রা হতে পারে। অন্যদিকে এই শহরের তাপমাত্রা সর্বনিম্ন কমতে পারে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

তুলনামূলকভাবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর। এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

রাজশাহী শহরে সর্বোচ্চ ২০.৬ ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রার পরিমাণ। পাশের বিভাগ রংপুরের শহর এলাকায় রাজশাহী সদরের চেয়ে তাপমাত্রা বেশি হতে পারে; সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ২২ ও ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

সর্বোচ্চ ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে খুলনা শহের। বিপরীতে তাপমাত্রা সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এই শহরে।

বরিশাল সদরে সর্বোচ্চ ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আর সিলেট শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ২১.৭ ও ১৩.৫ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে আকাশ মেঘলা। যা শুক্রবার পর্যন্ত থাকতে পারে। এরপর আকাশ পরিষ্কার হলেও তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আর ১২ ফেব্রুয়ারির পর আরেকটি শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীতে আকাশ মেঘলা ছিল। দুপুরের পর রাজধানীসহ দেশের অনেক জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার কোথাও হালকা থেকে মাঝারি। এদিন সূর্য দেখা না যাওয়ায় দিনের তাপমাত্রা কম ছিল। এর পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় শৈত্যপ্রবাহ কেটে গিয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ

সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ)বিস্তারিত পড়ুন

চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

চিকিৎসকদের নিজের দায়িত্ব, সৃজনশীলতা, মননশীলতা ও সক্ষমতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করতে হবেবিস্তারিত পড়ুন

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতেবিস্তারিত পড়ুন

  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
  • ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব
  • ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা
  • ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার
  • ‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক : বিএনপি
  • বিএনপির সমাবেশে তামিম ইকবাল, রাজনীতিতে পদার্পণের ইঙ্গিত?
  • আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত: নুর
  • আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
  • সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আ.লীগের কার্যক্রম