বুধবার, মে ২২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবি ছাত্রহলে একাধিকবার চুরি, দায় নিতে অস্বীকৃতি প্রশাসনের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একমাত্র ছাত্র হল শহীদ মসিয়ূর রহমান হলে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। গতকাল ছাত্রহল থেকে কম্পিউটার চুরির অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং শহীদ মসিয়ূর রহমান হলের ৪১৪ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী আসিব হাসান। ইতিপূর্বেও করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছোট-বড় মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী আসিব হাসান জানান, আমি গতকাল আনুমানিক দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসি হল থেকে আমার গুরুত্বপূর্ণ কিছু জিনিস ও কম্পিউটার নিতে। কিন্তু কক্ষে প্রবেশ করতে গিয়ে দেখি ভিতর থেকে দরজা লাগানো এবং জানালা দিয়ে দেখি পিছনের দরজা খোলা। পরে হল কর্তৃপক্ষের সহায়তায় কক্ষের পেছনের বেলকনি দিয়ে প্রবেশ করে দেখি পুরো কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় আছে এবং আমার কম্পিউটারটি নেই। কেউ একজন পিছনের দরজা খুলে চুরি করেছে এবং ভিতর থেকে সামনের দরজা লাগিয়ে দিয়ে গিয়েছে। এই ঘটনার পর কম্পিউটার চুরির লিখিত অভিযোগ দিই।

চুরির বিষয়ে তদন্ত করার লক্ষে ইতোমধ্যে সহকারী প্রভোষ্ট ড. সুজন চৌধুরীকে আহবায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত কমিটির অন্যান্যরা হলেন- সহকারী প্রভোষ্ট মো. হাবিবুর রহমান, রনি মল্লিক, মো. ওয়াহিদুজ্জামান ও তরুন সেন। এছাড়াও প্রভোষ্টের কার্যালয় থেকে প্রভোষ্ট ড. নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল হলের সীমানা প্রাচীরের বিতর থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থার নিকট হস্তান্তর করা হয়।

এই বিষয়ে হল প্রভোষ্ট ড. নাজমুল হাসান বলেন, গতকাল চুরির অভিযোগ আসার পরপরই আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও আমরা হলের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছি এবং পুরো হল সিসি টিভি ক্যামেরার আওতায় আনার জন্য আরো ৩০ টি সিসিটিভি ক্যামেরা সংযোজনের জন্য আবেদন করেছি। চুরির বিষয়ে তিনি আরও বলেন, আমরা হল বন্ধের আগেই নোটিশ দিয়েছিলাম সবার কক্ষ থেকে মূল্যবান সামগ্রীগুলো নিয়ে যেতে। এরপর ঘূর্ণিঝড় আম্পানের কারণে হলের দরজা জানালার ক্ষতি হওয়ায় সকল আবাসিক শিক্ষার্থীকে বলা হয়েছে প্রভোষ্ট অফিসে স্বীয় কক্ষের চাবি জমা দেওয়া ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা এখনও তা করে নাই। এই চুরির ঘটনার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের জন্য আমার সমবেদনা রইল। খুব দ্রুত ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে আর্থিকভাবে সহযোগিতা বা ক্ষতিপূরণ দেওয়া হবে কি’না জানতে চাইলে তিনি বলেন, আর্থিকভাবে সহযোগিতা করার কোন সুযোগ আমাদের নেই। যেহেতু আমরা আগে থেকেই কয়েকবার নোটিশ দিয়েছি যাতে শিক্ষার্থীরা তাদের মূলাবান জিনিসপত্র নিয়ে যায়। এরপরও যদি তারা সেগুলো না নিয়ে যায় এবং আমাদের অবহিত না করে কক্ষে কম্পিউটারের মত মূল্যবান জিনিস রেখে যায় সেই দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নয়। এরকম অনাকাঙ্খিত ঘটনার পুণরাবৃত্তি যেন না ঘটে সেই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি।

হলে চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর প্রতিবেদন আসলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। এছাড়াও হলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করার সাথে আমরা শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্র তাদের সাথে নিয়ে যাওয়ার নোটিশ দিয়েছি, এরপরও কেউ যদি তার মূল্যবান জিনিসপত্র না নিয়ে যায় সে দায়ভার তাকেই নিতে হবে ।

এছাড়াও দায়িত্বরত গার্ডদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে উপাচার্য জানান, আমরা সঠিক জানি না ঠিক কবে এই চুরির ঘটনা ঘটেছে। আর যেহেতু একটি নিদিষ্ট সময় পরপর দায়িত্বরত আনসারদের দায়িত্ব পরিবর্তন হয় তাই আমরা এই ব্যাপারে এখনই কোন সিদ্ধান্ত নিতে পারি না। এছাড়াও যদি কোনো আনসার সদস্য ঘটনার সাথে জড়িত থাকে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে সরাসরি কোন পদক্ষেপ নিতে পারে না। আমাদের প্রশাসন যেটা পারবে তা হল তার বিরুদ্ধে লিখিত অভিযোগ হেডকোয়ার্টারে দেওয়া, বাদ বাকি তাদের দায়িত্ব।

উল্লেখ্য যে, এর আগেও করোনাকালীন সময়ে যবিপ্রবির ছাত্র হলে ছোটখাটো চুরির ঘটনা ঘঠেছে। শিক্ষার্থীদের দাবি, ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে। এছাড়াও যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে করতে গেলে বিভিন্ন নিয়মরীতি ও ফর্মালিটিস মেনে প্রবেশ করতে হয় এবং আবাসিক হলের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত সেখানে এধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ইতিমধ্যে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা হল প্রশাসনের নির্বিকারতা ও নিরাপত্তা প্রদানে অপারগতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে, চলছে আলোচনা সমালোচনা সহ বিরূপ মন্তব্য । এই ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতি পূরণের দাবি করেছে ভুক্তভুগি ও সাধারণ শিক্ষার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

যশোরের মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যুবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু

হেলাল উদ্দিন, মণিরামপুর : যশোরের মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২)বিস্তারিত পড়ুন

আমের বিপুল সমাহারে জমজমাট কলারোয়ার বেলতলা পাইকারি আমবাজার

শেখ জিল্লু, কলারোয়া: সাতক্ষীরা ও যশোর জেলার প্রবেশদ্বারে মহাসড়কের উভয় পাশে গড়ে উঠেছেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে অসহায়ের ভ্যান চুরি, দিশেহারা পরিবার
  • কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • দীপশিখার আলোকবর্তিকা: কলাপাড়ার পাখীমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়
  • বেনাপোলে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মায়ানমার নাগরিকসহ আটক-৪
  • যশোরের রাজগঞ্জে পুলিশ সেজে ডাকাতির সময়, আসল পুলিশের হাতে এক যুবক আটক
  • রাজগঞ্জে নিত্যপণ্যের পাশাপাশি অতিরিক্ত দামের ওষুধ কিনতে বিপাকে অল্প আয়ের মানুষ
  • বেনাপোলে বন্ধ থাকবে পাঁচ দিন আমদানি-রপ্তানি, তিন দিন যাতায়াত
  • শার্শা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দলে প্রতিপক্ষের হামলায় সাবেক চেয়ারম্যান সহ ১০জন আহত
  • যশোরের রাজগঞ্জে ধান ক্ষেতে মেসকাত হত্যা, ভাড়াটিয়া খুনী শাহীন আটক, চাকু উদ্ধার
  • যশোরের রাজগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
  • বিজয়ের লক্ষে ভোটারদের দ্বারে দ্বারে দ্বারে শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন
  • এসএসসিতে পাশের হার ৮৩.০৪ শতাংশ, এগিয়ে ছাত্রীরা, শীর্ষে যশোর বোর্ড