শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লবণ পানির আগ্রাসন থেকে মুক্তি চায় উপকূলবাসি, ফিরতে চায় কৃষিতে

মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবন উপকূল খুলনার কয়রা পাউবোর বেঁড়িবাধ ছিদ্র করে অবৈধ পাইপ দিয়ে এলাকায় কৃষি জমিতে লবণ পানি উত্তোলন করে চিংড়ী চাষ করায় দিন দিন কৃষি জমির লবণাক্ততা বৃদ্ধি পাওয়া, ফসলের চাষের অনুপোযোগী হয়ে পড়া, বেঁড়িবাঁধকেও আরও বেশি দুর্বল করে তুলা এবং লবণ পানির প্রভাবে জীব-বৈচিত্র্যকে ধ্বংস হওয়ার কারণে এলাকাবাসী লবণ পানির আগ্রাসন থেকে মুক্তি চায়। লবণ পানি উত্তোলন বন্ধে দীর্ঘদিন ধরে দাবি ও আন্দোলন করে আসছে । তারা লবণ পানি উত্তোলন বন্ধ করে কৃষি কাজে ফিরতে চান।

জানা যায়, উপকূলীয় এই অঞ্চলে নব্বইয়ের দশকে
বীজ বুনলে সোনার ফসল ফলত, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ছিল। কিন্তু পাউবোর বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে অবৈধ ভাবে লবণ পানি উত্তোলন করে ঘের ব্যবসার কারণে এই উপকূলের মানুষ নব্বইয়ের দশকে কৃষি থেকে উৎখাত হতে থাকে, ভূমিহীন হয়ে যেতে থাকে প্রান্তিক কৃষক, বেকার হয়ে পড়ে বর্গা চাষি ও কৃষি শ্রমিক।

স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় বসতি স্থাপন করছে।জনগণের দাবির প্রেক্ষিতে স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের হস্তক্ষেপে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি গত ১৮ জানুয়ারি দুপুরে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নয়ানী গ্রামে বেঁড়িবাঁধ ছিদ্র করে অবৈধ পাইপ বসিয়ে লবণ পানি উত্তোলন বন্ধ করেন। এসময় তারা পাইপ গুলো ভেঙ্গে দেন। এর আগে গত বছর ১নং ওয়ার্ডের গিলাবাড়ী সিংড়ের চর লবণ পানি উত্তোলন করেন।

পাউবো সূত্রে জানা যায় , কয়রা উপজেলায় লবণ পানির চিংড়ি ঘেরের সংখ্যা ৪,২০০ টি, যার আয়তন প্রায় ৩,৭০০ হেক্টর।

কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের আবুল হোসেন
বলেন, ১০ বিঘার একটি চিংড়ি ঘেরে সারা বছর একজন কর্মচারী হলেও চলে। কিন্তু ১০ বিঘার কৃষি জমিতে এক মাস ৩৩ জন লোক কাজ করতে পারে। বর্ষাকালে জমি চাষ, ধান লাগানো, ঘাস বাছা, ধান কাটা ও মাড়াই করার জন্য তিন জন মানুষের ৩ মাস ভালোমতো কাজ হয়। চিংড়ি ঘেরে ৩৩ জন লোকের কাজ একজন মানুষ করছে। এর ফলে ৩২ জন মানুষকে কাজের জন্য পেশা পরিবর্তন করে অন্য এলাকায় কাজের জন্য যেতে হচ্ছে। কৃষি কাজ ছেড়ে মানুষ এখন দূর দূরান্তের ইটভাটায়, মাটির কাজ, ভ্যান চালানোসহ বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছে। বছরে নয় মাস পুরুষদের বাইরে থাকতে হচ্ছে। ফলে অভিভাবকশূন্য পরিবারগুলোর সব দায়িত্ব পড়ছে নারীদের উপর। কাজের জন্য বাইরে থাকা পুরুষেরা সময় মত সাংসারিক খরচ বাড়িতে পাঠাতে পারছে না। ফলে নারীদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

মহেশ্বরীপুর ইউনিয়নের কৃষক শাহাবুদ্দিন বলেন, লবণ ফসলের জন্য ক্ষতিকর। লবণের সঙ্গে যুদ্ধ করেই টিকে আছি। আমাদের অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই। আগে মাছ চাষ করতাম এখন ২ বছর ধান চাষ করছি ভাল ফলনও পাচ্ছি। লবণ পানি বন্ধ হলে সোনার ফসল ফলতো।

শাহাবুদ্দিনের প্রতিবেশী আসমা আক্তার এলাকা থেকে চলে যেতে চান। তিনি বলেন, এখানে জীবনযাপন খুব কঠিন। দুটি শিশুসন্তান অসুস্থ হয়ে পড়েছে। লবণাক্ততার সঙ্গে যুদ্ধ করে আর টিকতে পারছি না। এলাকা লবণ পানি মুক্ত হলে সকলে জীবন জীবিকার ব্যাপক পরিবর্তন আসবে।

মহেশ্বরীপুর গ্রামের রাজা গাজী বলেন,লবণের আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য স্থানীয় মানুষেরা আবার তাদের পূর্ব পুরুষের পেশা তথা কৃষি কাজের দিকে ঝুঁকে পড়তে চান। লবণ পানির ঘের শুধুমাত্র কৃষি পেশাকে বিলুপ্তির দিকে ঠেলে দেয়নি বরং জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ।

স্থানীয় কৃষক শামছুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে কৃষি জমিতে লবণ পানি উঠিয়ে চিংড়ি চাষ করার ফলে জমির মাটিতে লবণাক্ততা বেড়েছে। জমির লবণাক্ততা কাটতে একটু সময় লাগবে। কয়েকটি বর্ষা মৌসুম গেলে জমির মাটির উপরের অংশ ধুয়ে আস্তে আস্তে জমির লবণাক্ততা কেটে যাবে।”তারপর ফসল ভালো ফসল হবে। লবণ পানির আগ্রাসন থেকে বাঁচতে পারবো।

নাম না প্রকাশ করার স্বার্থে একাধিক ব্যক্তি জানায়, উপজেলার প্রভাবশালীরা ঘের ব্যবসার সাথে জড়িত।তারা তাদের নিজ স্বার্থের কারণে পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধের রাস্তা কেটে প্লাস্টিকের পাইপ বসিয়ে লবণ পানি উত্তোলন করে ঘের ব্যবসা চালু রেখেছে। তাই লবণ পানি বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ কয়েক বার রেজুলেশন হলেও লবণ পানি বন্ধ হচ্ছে না। অবৈধ পাইপ অপসারণ করে লবণ পানি মুক্ত পরিবেশে যাতে ফিরে পায় তার আশা করছে এলাকাবাসি।

মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারী বলেন, নদনদীতে অস্বাভাবিক লবণাক্ততার প্রভাবে পাল্টে যাচ্ছে মহেশ্বরীপুরসহ পুরো উপকূলের পানি, মাটি ও পরিবেশের গুণগত চরিত্র। মানুষের সুপেয় পানির যেমন অভাব দেখা দিচ্ছে, তেমনি কৃষি, মৎস্য চাষ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। মহেশ্বরীপুর ইউনিয়নে কয়েকটি ওয়ার্ডে প্রথমে লবণ পানি উত্তোলন বন্ধ করা হয়েছে। পর্যায় ক্রমে ইউনিয়নটি লবণ পানি মুক্ত করা হবে।সকলের সম্মিলিতভাবে মহেশ্বরীপুরের মতো উপজেলার স্বার্থে লবণ পানি উত্তোলন বন্ধ করা উচিত।

পাউবোর খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘ওই লবণ পানি বন্ধ হওয়া উচিত বেঁড়িবাধ রক্ষা ও ওই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে। আমরা এলাকায় আমরা বেঁড়িবাধ কেটে লবণ পানি তুলতে নিষেধাজ্ঞা দিয়েছি। বেড়িবাঁধ ছিদ্র না করতে বারবার মাইকিং করেছি। স্থানীয় প্রশাসন সহ সকলকে উদ্যোগ গ্রহণ করা উচিত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো:
কামাল হোসেন বলেন এর কাছে জানতে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।অফিসে গেলে তাকে পাওয়া যায়নি।

খুলনা-৬ আসননের নবনির্বাচিত সংসদ সদস্য মো: রশীদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি নিজেই দীর্ঘ দিন লবণ পানি বিরোধী আন্দোলনের সাথে সংযুক্ত থাকার কথা উল্লেখ করে বলেন,মিষ্টি পানির আধারগুলোতেও লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি ভয়াবহ বার্তা।লবণ ফসলের ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সমস্যা প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। বাধাগ্রস্ত হবে উপকূল কেন্দ্রিক সরকারের সকল এসডিজি অর্জন।এলাকার সার্বিক উন্নয়ন বিবেচনায় উন্নয়নের স্বার্থে এ অবস্থার পরিবর্তন দরকার। এজন্য লবণ পানি মুক্ত করে মানুষের সুন্দর বসবাসের জন্য উপযোগী করে তুলতে হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) : ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসাবিস্তারিত পড়ুন

পক্ষপাতদুষ্ট হয়ে কাজ না করলে কারও কোনো সমস্যা হবে না : এনবিআর কর্মকর্তাদের অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার করা এবং বন্দরের কার্যক্রম চালুবিস্তারিত পড়ুন

রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন,গতবারের চেয়ে রাজস্ববিস্তারিত পড়ুন

  • সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা
  • ‘অনুকূল পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত
  • প্রতিবেশীদের দিকে ‘নিবিড় নজর’ রাখি, ‘ত্রিপক্ষীয় বৈঠক’ নিয়ে জয়সওয়াল
  • একনেকে ১৭ প্রকল্প অনুমোদন, বরাদ্দ ৮ হাজার ৯৭৪ কোটি টাকা
  • গুমের সঙ্গে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা: গুম কমিশনের প্রতিবেদন
  • উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
  • ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান
  • শাহরুখের মান্নাত নিয়ে দুঃসংবাদ
  • বাংলাদেশের জন্য আরও ৬১১৮ কোটি টাকার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক
  • বাংলাদেশকে ১৫ হাজার ৮৮৮ কোটি টাকা ঋণ দিলো এডিবি
  • ভারতের মুসলিম নাগরিকদের ‘অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে নয়াদিল্লি’
  • ১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা: এনবিআর