শাহীনা রব স্মৃতি পদক পেলেন যারা
মনিরুল ইসলাম ভূঁইয়া : সংবাদপত্র বিনির্মাণে দেশগ্রাম এবং শাহীনা রব স্মৃতি পদক-২০২৩ প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা আজ বিকাল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শাহীনা রব স্মৃতি পদক এর প্রতিষ্ঠাতা এবং দেশগ্রাম মিডিয়া সেন্টার এর চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক, সাবেক হুইপ, ধর্মমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ লিভারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল-আজাদ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির সাবেক মহাসচিব অধ্যক্ষ মোহা. শেখ সাদী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশগ্রাম মিডিয়া সেন্টারের সিনিয়র উপদেষ্টা কবি সৈয়দ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আমিনুল কাদের মির্জা, শিক্ষাবিদ ডক্টর ইয়াহ্ইয়া মান্নান, রাজনীতিবিদ জাহিদুর রহমান, সাংবাদিক ও সংগঠক জিএম শাজাহান, অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, কবি ফজলুল হক মিলন, কবি মুজিবর রহমান বকুল, কবি কাউসার হোসেন সুইট, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক ডাক্তার জাকির হোসেন, সাংবাদিক তানজিদ আহমেদ, সফল উদ্যোক্তা রাইদা ইসলাম, কবি সালমা জাহান সনিয়া, কবি একরামুল হক সেলিম। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক একরামুল হক সেলিম এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ইয়াহ্ইয়া মান্নান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ এবং জাতির কল্যাণে সংবাদপত্র বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। শাহীনা রব স্মৃতি পদক তার কাছে সবচেয়ে ভালো একটা অনুষ্ঠান এবং স্মৃতি পদক বলে ব্যক্ত করেন। তিনি দেশ গ্রাম মেডিয়া সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠক শাহাবুদ্দিন শিহাব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোল্লা বাহাউদ্দিন বাপ্পি, সুজন হাসান, তানজিদ আহমেদ, সিনথিয়া জারা,নাঈম ইসলাম, মনিরুল ইসলাম ভূঁইয়া এবং আব্বাস উদ্দিন।
শাহীনা রব স্মৃতি পদক-২০২৩ প্রাপ্তরা হলেন -আজীবন সম্মাননা -অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, শিক্ষা বিস্তারে – অধ্যক্ষ মোহা. শেখ সাদী, চিকিৎসা বিজ্ঞানে -অধ্যাপক ডাক্তার মোঃ আমিনুল কাদের মির্জা, ইতিহাস গবেষণায় -আলহাজ্ব নূর হোসাইন মোল্লা, সাহিত্য গবেষণায় -ডক্টর ইয়াহ্ইয়া মান্নান,শিক্ষানুরাগীতে – লোকমান হেকিম, সিটি সাংবাদিকতায় -জিএম শাজাহান, রাজনীতিতে -জাহিদুর রহমান, সাহিত্য গবেষণায় -হাবীবাহ্ নাসরীন, ইসলামী সংস্কৃতিতে – রাকিবুল এহসান মিনার, কবিতায় – সালমান হাবীব, সমাজ সেবায় -এম এ হান্নান চেয়ারম্যান, জাতীয় বীর ও সমাজ সেবায় -বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জনসভায় -বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সমাজসেবায় -ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসাইন ভূঁইয়া স্বপন, বাংলা সাহিত্যে – কবি ফজলুল হক মিলন, মফস্বল সাংবাদিকতায় – ইসমাইল হোসেন হাওলাদার, আবৃত্তি ও কবিতায় – কবি মুজিবর রহমান বকুল, মিডিয়া কনসালট্যান্ট- কাউসার হোসেন সুইট, কবিতা সাহিত্যে -কবি সালমা জাহান সনিয়া, তরুণ ফিচার লেখক – তানজিদ শুভ্র, কবিতায় – রকিবুল হাসান রিজন, ক্রাইম রিপোর্টিং – মোল্লা বাহাউদ্দীন বাপ্পি, কবিতায় -সানজিদা আক্তার, তরুণ সফল উদ্যোক্তা -রাইদা ইসলাম, উপস্থাপনায় -নুরুল ইসলাম খান মামুন, রাজনীতি ও শিক্ষানুরাগী -সাইফুর রহমান তৌহিদ, বিনোদন সংগঠক -শেখ মোহাম্মদ সুমন, শিক্ষকতায় -একরামুল হক সেলিম, অনলাইন সাংবাদিকতায় -মনিরুল ইসলাম ভূঁইয়া, কুরআন শিক্ষায় -মাওলানা রাজিয়া সুলতানা, জনশক্তি রপ্তানিতে -কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, ছাত্র রাজনীতিতে -রাকিবুল হাসান সানী, ক্রীড়াঙ্গনে -নোমান আল হাসান,জেলা সাংবাদিকতায় -শেখ আশরাফুল ইসলাম সজীব, দেশগ্রামের বিশেষ অবদানে -সিনথিয়া জারা,ব্লাড ডোনার সংগঠক -মিলন আল মামুন খান। মিডিয়া পার্টনার হিসেবে ছিল- এ এম টিভি এবং টপ বিডি নিউজ ২৪।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)