শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দুর্নীতির কোন শব্দ থাকবে না। দুর্নীতি হলো সমাজের ক্যান্সার। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্নীতি। আর্থিক দুর্নীতিই শুধু দুর্নীতি নয়। অর্পিত দায়িত্ব পালন না করলেও তাকে দুর্নীতি বলে। দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিরোধ করতে পারলেই সকল ক্ষেত্রে সফলতা আসবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবি ও সাহিত্যিক প্রভাষক আব্দুল ওহাব আজাদ প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহা: আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, বিএডিসি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। মডারেটর এর দায়িত্ব পালন করেন সাকিবুর রহমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, রেবেকা সুলতানা, এড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, কাজী শাহাবুদ্দীন, এনামুল কবির খান প্রমুখ।
সপ্তাহ ব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
ফাইনালে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেয় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিপক্ষ দলে অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল: স্বাধীন বিচার বিভাগই দুর্নীতি দমন নিশ্চিত করতে পারে।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পিআর পদ্ধতির দাবীতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত

পিআর পদ্ধিতে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টবর বিকালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের জনসচেতনতা তৈরিতে প্রচারনা কার্যক্রম পরিচালনায়বিস্তারিত পড়ুন

ব্যতিক্রমী সাজে দেবহাটায় সুশীলন দিবসের আনন্দ র‌্যালী

দেবহাটা প্রতিনিধি: কেউ সেজেছেন পাঁচারকারী, কেউবা আবার উদ্ধারকারী। কেউ সেজেছেন জনপ্রতিনিধি, কেউবাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
  • ৫ দফা দাবিতে সাতক্ষীরায় ২ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন
  • সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন ও হাত ধোয়া প্রদর্শনী
  • হ্যান্ডবল খেলায় কলারোয়ার মেয়েরা ৩ বার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরা সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি
  • দুলাল চন্দ্র দাশ সভাপতি, কার্তিক দাশ সাধারণ সম্পাদক বিধান দাস সাংগঠনিক সম্পাদক
  • সাতক্ষীরায় চোখের ছানি অপারেশন ও চক্ষু শিবির ক্যাম্পের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
  • পারুলিয়া জামায়াতের নির্বাচনী পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন
  • সাতক্ষীরায় চোরাচালানের নতুন কৌশল: খৈলের নিচে ৭ কোটি টাকার ভারতীয় পোশাক ও মাদক
  • তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত