বুধবার, মে ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের বই উৎসব উদযাপন

সাতক্ষীরা জেলা জুড়ে উৎসবমূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে জেলার প্রাথমিকে ২ লক্ষ ৮৮৩ এবং মাধ্যমিকে দুই লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন বই তুলে দিতে বর্ণিল আয়োজন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়

সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো: নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো: আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, মুন্নাফ মন্ডল, সাবেক অভিভাবক সদস্য আব্দুল জব্বার, সহকারী শিক্ষক মো: হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুণ কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, অভিভাবক মো: শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা

সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও পাঠদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাসের সভাপতিত্বে ও মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও: মো: মনোয়ার হোসেন ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সাতক্ষীরা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সমাজ সেবক মো: আবিদার রহমান প্রমুখ।
এদিকে কলারোয়া আলিয়া মাদরাসায় ‘পাঠ্যপুস্তক উৎসবে নুতন বই পেয়ে উচ্ছ¡সিত কোমলমতি শিক্ষার্থীরা। আনন্দে মেতে ওঠে তারা। এদিন সকাল ১১টায় কলারোয়া আলিয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক উৎসবে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন কলারোয়া ইউআরসি ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব ও অভিভাবক বদরুজ্জামান লাল্টু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মহিদুর রহমান।

তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো: মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মহাসেনুল হাবিব মিন্টু, মুনসুর আলী, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মাদ মোল্ল্যা প্রমুখ।

সাতক্ষীরা জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১০৯৫টি। এসব প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ ৮৮৩ শিক্ষার্থীদের মাঝে ১০ লক্ষ ৩৩ হাজার ৫৫৮টি বই তুলে দেওয়ার পরিকল্পনা থেকে এই বই উৎসবের আয়োজন করা হয়।

এদিকে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫৯৫টি। এরমধ্যে জেলায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩১১টি, মাদ্রাসা ২১৪টি, স্কুল এন্ড কলেজ ১২টি এবং কলেজ ৫৮টি।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার জানান, রবিবার বছরের প্রথম দিনে জেলায় ২লাখ ৮০ হাজার শিক্ষার্থীর হাতে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকটি স্কুলে বই উৎসব পালিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে, কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে স্মার্টবিস্তারিত পড়ুন

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

“বাঁচিয়ে রাখি মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেডক্রস ওবিস্তারিত পড়ুন

  • ভগ্নদশায় দাঁড়িয়ে আছে কলারোয়ার ঐতিহাসিক মঠবাড়ি মন্দির
  • সাতক্ষীরায় প্রতিবেশীর ভবনের গাঁ ঘেষে প্রাচীর নির্মান বন্ধের দাবি
  • অবশেষে সাতক্ষীরায় স্বস্তির বৃষ্টি
  • তালায় কাপ পিরিচ প্রতীকের মোটরসাইকেল শোডাউন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা
  • আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে খাজরা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা
  • সাতক্ষীরায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে প্রান গেল ছোটভাইয়ের
  • স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা
  • সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন
  • সাতক্ষীরায় বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই সাবেক র‌্যাব সদস্য খুন
  • তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥ সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা
  • সাতক্ষীরায় প্রতিপক্ষ প্রার্থীর হুমকির প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন