রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নবায়নযোগ্য জ্বালানি অভিযাত্রা

সাতক্ষীরায় ২০২৫ সালে নবায়নযোগ্য শক্তির পথে বাধা দূর করার আহ্বান

নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে “স্বদেশ সাতক্ষীরা,” “ক্লিন,” এবং “বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)” এর একটি জোট এর উদ্যোগে সারা দেশের মানুষকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের পথে সকল বাধা বিপত্তি দূর করতে এবং নতুন বছরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে শহিদ আঃ রাজ্জাক পার্কে সকাল ১০ টায় ভিন্নধর্মী এই প্রচারাভিযান আয়োজন করা হয়।

বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি গ্রহণের পথে বহু বছর ধরে বিভিন্ন বাধা বিদ্যমান। এই বাধাগুলোর মধ্যে রয়েছে জটিল অনুমোদন প্রক্রিয়া, আর্থিক সীমাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা এবং নীতিমালার ঘাটতি। সাতক্ষীরার এই উদ্যোগ শুধু বাধাগুলো শনাক্ত করেই ক্ষান্ত হয়নি, বরং এগুলো সমাধানের জন্য নির্দিষ্ট দাবিও উত্থাপন করেছে।

একটি কেন্দ্রীয় অনুমোদন প্রক্রিয়া ব্যবস্থা স্থাপনের দাবি জানানো হয়েছে, যা নবায়নযোগ্য শক্তি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়াকে দ্রুত এবং সহজতর করবে। এই উদ্যোগটি ব্যবস্থাগত বিলম্ব দূর করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে, স্মার্ট গ্রিড এবং নেট এনার্জি মিটারিং (এনইএম) এর মাধ্যমে নবায়নযোগ্য শক্তি জাতীয় গ্রিডে আরও কার্যকরভাবে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাতীয় বিদ্যুৎ বাজেটের অন্তত ২০% নবায়নযোগ্য শক্তির জন্য বরাদ্দের দাবি এই প্রচারণার অন্যতম প্রধান অঙ্গ। এই বাজেট উন্নত প্রযুক্তি উন্নয়ন, গবেষণা, এবং টেকসই প্রকল্প বাস্তবায়নে নিশ্চিত ভূমিকা রাখবে।

অর্থায়ন সংকট দূর করার লক্ষ্যে দেশীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নবায়নযোগ্য শক্তিতে অন্তত ২৫% অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণের দাবি জানানো হয়েছে। এই উদ্যোগ সোলার, উইন্ড এবং অন্যান্য টেকসই শক্তি প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় মূলধন সরবরাহ নিশ্চিত করবে। একই সঙ্গে, নবায়নযোগ্য শক্তি সরঞ্জামের উপর আমদানি শুল্ক এবং ট্যারিফ কমানোর দাবিও তোলা হয়েছে, যাতে এই প্রযুক্তি আরও সাশ্রয়ী এবং সহজলভ্য হয়।

এছাড়াও সকল নবায়নযোগ্য এবং জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে “নো ইলেক্ট্রিসিটি নো পে” নীতি দ্রুত চালুর দাবী করা হয়। এই নীতি গ্রহণের ফলে ক্যাপাসিটি চার্জের বোঝা থেকে আমরা অচিরেই বেরিয়ে আসতে পারবো।

বিদ্যুৎ বিলিংয়ে ন্যায্যতার জন্য “বিদ্যুৎ না থাকলে বিল নয়” নীতি চালুর দাবিও অন্যতম। এই নীতি গ্রাহকদের সঠিক সেবার নিশ্চয়তা প্রদান করবে এবং সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করবে।

স্বদেশ সাতক্ষীরার নির্বাহী প্রধান মাধব চন্দ্র দত্ত বলেন, এই প্রচারাভিযান খুলনা বিভাগ এবং বাংলাদেশের মানুষের জন্য একটি টেকসই, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়াতে প্রতিশ্রুতি বদ্ধ। জনগণ, নীতিনির্ধারক, এবং বিশেষজ্ঞদের একত্রিত করে এটি নবায়নযোগ্য জ্বালানির জন্য একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ। প্রচারাভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা ভুমিহিন কমিটির আঃ সামাদ,মফিজুল রহমান,কওসার আলী, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান , স্বপন পান্ডে, যুব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মাইদা রহমান, মাহাবুবুর রহমান, সাংবাদিক, উন্নয়ন কর্মী সহ বিভিন্ন পর্যায়ের মানুষ।

২০২৫ সালে, এই প্রচারণার মাধ্যমে শুধুমাত্র সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের জন্য একটি নতুন দিনের সূচনা। নবায়নযোগ্য শক্তির মাধ্যমে একটি পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য আমাদের সবার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

হাবিবুর রহমান সোহাগ,সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নিয়ে চক্রান্ত, বিচারের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরা শহরে সড়কের উপর অবৈধ পার্কিং, বাড়ছে যানজটের ভোগান্তি
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন
  • সাতক্ষীরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি
  • সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ডাক
  • শ্যামনগরের পথশিশু তামিমকে সাতক্ষীরা শিশু পরিবারে হস্তান্তর
  • মুন্সিপাড়ায় সততা এন্টারপ্রাইজ এন্ড ট্রেডিংয়ের উদ্বোধন
  • কলারোয়ায় ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
  • সাতক্ষীরার রসুলপুরে মা মটরস ৮ দলীয় গাদন খেলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় অসহায় বৃদ্ধ মোমিন উদ্দীনের দেখার কেউ নেই, সরকারের সু-দৃষ্টি কামনা
  • জমকালো আয়োজনে তারুণ্য যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় প্রান গেলো ভ্যান চালকের