সোমবার, মে ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নারী নেতৃবৃন্দের পাশে দাঁড়ানোর অঙ্গিকার সেঁজুতি এমপির

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী নেতৃবৃন্দের দু:খ-কষ্ট, মান-অভিমানের কথা শুনলেন এবং পাশে দাড়িয়ে একসাথে কাজ করার অঙ্গিকার করলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়স্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একাধিক নারী নেত্রী দলে পাওয়া না পাওয়া দু:খ, কষ্ট, মান অভিমানের কথা এবং বিপদে পাশে না দাড়ানোর বিষয়টি তুলে ধরেন।

সভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহানা মহিদ বুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্রে সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের এসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. শাহনেওয়াজ পারভীন মিলি, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবী, যুব মহিলা লীগের সহ সভাপতি নাহিদা পান্না, যুবমহিলা লীগের ফারহা দিবা খান সাথী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, মহিলা শ্রমিক লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, যুব মহিলা লীগের সুফিয়া জামান দোলন, তানজিলা বেগম, আওয়ামী লীগ নেত্রী নাসিমা খাতুন ও পারভীন আক্তার প্রমুখ।

সভায় এড. শাহনেওয়াজ পারভীন মিলি বলেন, নারী সংগঠনগুলো দেশের মানুষের জন্য কাজ করতে পারে তার সুযোগ করে দিতে হবে। সাতক্ষীরার নারীরা বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত। নারী এমপি নারী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ও গতিশীল কতে যে উদ্দ্যোগ নিয়েছেন এতে নারীরা উপকৃত হবে এবং এগিয়ে যাবে। আমাদের বিভেদ দুর করে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আমরা বেশি দিন নেতৃত্বে থাকবো না। সেজন্য আমাদের নতুন নেতৃত্বে গড়তে হবে।

জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি বলেন, সংরক্ষিত এমপি যে উদ্যোগ নিয়েছেন এটি খুবই মহতী উদ্যোগ। তনি নারীদের নিয়ে কাজ শুরু করছেন। আমাদের দলের কিছু নেতৃবৃন্দ আছে তারা একাই সব কিছু হতে চান। নারীদের সুযোগ দেওয়া হয় কম। নারীদের কাজের সুযোগ দিতে হবে এবং কাজের মূল্যয়ন করতে হবে।

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী বলেন, নারী নেতৃবৃন্দকে এক জায়গায় করা হয়েছে সেজন্য আয়োজকদের ধন্যবাদ। ঐকবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে চাই। শুধু নেতৃত্বে থাকলে হবে না, কর্মী তৈরী করতে হবে।

মহিলা শ্রমিক লীগের সভাপতি জিএম স্পর্শ বলেন, অন্য সংগঠনগুলো তাদের নারীদের কাজে লাগাচ্ছে। আমাদের নারীদেরকে কাজে লাগাতে হবে। বিএনপি-জামাত ধর্মকে কাজে লাগিয়ে নারীদের বোঝাতে পারে। আমরা পারবো না কেন। যারা বিপদে পড়ে তাদের পাশে দাড়াতে হবে। বিভিন্ন সংস্থার মাধ্যমে নারীদের কাজে লাগাতে হবে। সংগঠনের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে অসুস্থ প্রতিযোগিতা থাকলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবী বলেন, কৃষক লীগের সবাই আপনাদের সাথে আছি। আপনাদের সাথে সমন্বয় করে কাজ করবো।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, বর্তমান আওয়াম লীগ সরকার নারীদের অনেক কাজের সুযোগ করে দিয়েছেন। নারীদের নিয়ে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। সব ভেধাভেদ ভুলে সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে চাই। আমারও অনেক মান অভিমান ছিলো। আমি সেগুলো ভুলে কাজ করেছি। অভিমান করে বসে থাকলে অযোগ্য-অদক্ষ ও দুষ্ট লোকেরা চেয়ার দখল করে নেয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু:খের কাছে আমাদের দু:খ কিছুই না। তিনি তার পরিবারের সবাইকে হারিয়েছেন। তারপরও তিনি দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা সবাইকে সম্মান দেবো। কাউকে অসম্মানিত করবো না। নারী কর্মীদের বড় করে বসার আয়োজন করবো। প্রতিটি ইউনিয়নে কমিটি আছে কিনা দেখতে হবে। যেখানে কমিটি নেই সেখানে কমিটি করে মহিলা দলগুলোকে চাঙ্গা করতে হবে। সরকারের উন্নয়ন নারীদের মাধম্যে ছড়িয়ে দিতে হবে। আমার ডাকে আসার জন্য ধন্য বসাইকে ধন্যবাদ জানাচ্ছি। নারীদের ঐক্যবদ্ধ করে নারী জাগরনের সৃষ্টি করবো। আওয়ামী রাজনীতির সাথে যুক্ত নারীদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরী করা হবে। যার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের নিজে কাজ করবো। সুখে-দু:খে নারী নেতৃবৃন্দের পাশে থাকার আশ্বাস দেন। এসময় তিনি নারী নেতৃবৃন্দের প্রতি মান অভিমান ভুলে দলের জন্য কাজ করার আহবান জানান।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। যে দেশের প্রধানমন্ত্রী নারী। বঙ্গবন্ধু কন্যা প্রধান শেখ হাসিনার নারীদের আত্মসামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। পুরুষের পাশাপাশি দেশ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের এগিয়ে নিতে সাতক্ষীরা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল সহযোগিতা করবো।

একই রকম সংবাদ সমূহ

এমপি আনোয়ারুল আজিমের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবিপ্রধান

ভারতে চিকিৎসা নিতে যাওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে আরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের সংবাদ সংগ্রহ করতে যেয়ে ৩ সংবাদকর্মী অবরুদ্ধ ও লাঞ্ছিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ছবি, ভিডিও ধারণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইআরআই’র আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক’

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর আয়োজনে ‘তর্কেবিস্তারিত পড়ুন

  • কলকাতায় ডাক্তার দেখাতে বেরিয়ে আর ফেরেননি বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম
  • তালায় চিংড়ি মাছ প্রতীকের নির্বাচনী জনসভা
  • আশাশুনি পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা মেডিকেল এর সামনে বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট
  • আশাশুনির দুর্গাপুর ও কুল্যায় ঘোড়া প্রতীকের শেষ জনসভা
  • কলারোয়ায় বড়-ছোট’র লড়াইয়ে ‘লাল্টু’ নিশ্চিত উপজেলা চেয়ারম্যান!
  • আমের বিপুল সমাহারে জমজমাট কলারোয়ার বেলতলা পাইকারি আমবাজার
  • আশাশুনি উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর বিরামহীন প্রচারণায় উৎতপ্ত ভোটের মাঠ
  • ঘুষ ছাড়া মেলে না অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রির ড্রাগ লাইসেন্স; নেপথ্যে অফিস সহকারী আলমগীর ও সুমন
  • সাতক্ষীরার কাটিয়ায় বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা উদ্বোধণ
  • নাগিরক নেতা আবুল কালাম আজাদের সুস্থতা কামনায় সিপিএ’র বিবৃতি
  • নড়াইলের আর এক আতঙ্কিত জনপদের নাম লোহাগড়া