মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া কৃষি অফিসের চরম দুর্নীতি, পৌনে ৮ লাখ টাকার ৪ লাখ টাকাই গায়েব!

সরকারিভাবে দেয়ার কথা প্রায় সাড়ে চার হাজার টাকার কৃষি পণ্য, অথচ কৃষকদের দেয়া হলো হাজার দুয়েক টাকার কষি উপকরণ বা পন্য সামগ্রী। এতে মোট ৭ লাখ ৭০ হাজার টাকার কৃষি পণ্যের মধ্যে ৪ লাখ টাকা গায়েব করে দেয়া হয়েছে।

বালিশ কান্ডের মতো এবার কৃষকদের দেয়া কষি উপকরণের ক্ষেত্রে এমন চরম দুর্নীতি ফুঁটে উঠেছে।
সাতক্ষীরার কলারোয়ায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে প্রদানকৃত পণ্যে তুঘলকি ওই কান্ড হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অধীনে ইফনাপ প্রকল্পের বসতবাড়ির আঙিনা, বসতবাড়ি সংলগ্ন পতিত জমি, বসতবাড়ির অন্যান্য ও অব্যবহৃত স্থানে পারিবারিক পুষ্টিবাগান প্রদর্শনী স্থাপনের জন্য কৃষকপ্রতি ৮ রকমের বিভিন্ন কষি উপকরণ বিতরণের নির্দেশনা প্রদান করা হয়।
ইফনাপ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী স্বাক্ষরিত গত ৩ নভেম্বরের ভাংতি বিবরণীর ওই চিঠিতে জনপ্রতি কৃষকের দেড় শতক জমিতে ওই পণ্য সামগ্রী বিতরণের জন্য মোট ৪৪০০ টাকা বরাদ্দ প্রদান করা হয়। চিঠিতে ওই বরাদ্দের পাশাপাশি অতিরিক্ত একটি করে পানির ঝাঁঝরি প্রকল্প সদর দপ্তর থেকে সরবরাহের করার কথাও উল্লেখ করা হয়।
ইফনাপ প্রকল্পের ওই চিঠির আলোকে সাতক্ষীরার কলারোয়া উপজেলা কৃষি অফিস এখন পর্যন্ত ১৭৫ জন প্রান্তিক কৃষকের মাঝে পণ্য সামগ্রী বিতরণ করেছে বলে জানা গেছে।

গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে কৃষি অফিসারের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকার ১৭৫ জন প্রদর্শনী কৃষক বা চাষির মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়। কিন্তু বিতরণকৃত পণ্যের মূল্য তালিকায় চরম দুর্নীতির চিত্র ফুঁটে উঠেছে।

কৃষি উপকরণ বা পণ্য সামগ্রী পাওয়া কয়েকজন প্রান্তিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ইফনাপ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে তাদেরকে দেয়া হয়েছে জনপ্রতি ২ কেজি জিপ সার, পটাশ ৫ কেজি, ইউরিয়া ৫ কেজি, ঢেপ সার ৫ কেজি, জৈব সার ৫ কেজি, প্লাস্টিক পট ১টা, নেট ২৫ হাত, বিভিন্ন শাক সবজির বীজ ২২ প্যাকেট, ১টি করে লিচু, পেয়ারা, কুল ও ডালিমের চারা এবং ২টি লেবুর চারা। প্রদানকৃত ছয়টি গাছের চারা অত্যন্ত ছোট, পাটকাঠির মতো চিকন ও মৃতপ্রায়।
স্থানীয় বাজারে একাধিক দোকানে খোঁজ নিয়ে যে মূল্য তালিকা জানা গেছে তাতে ফুঁটে উঠেছে উপজেলা কৃষি অফিসের অর্থনৈতিক চরম দুর্নীতির চিত্র।

বর্তমান বাজার দর অনুযায়ী প্রদানকৃত ২ কেজি জীপ সারের মূল্য ৭৫ টাকা, ৫ কেজি পটাশের দাম ১২৫ টাকা, ৫ কেজি ইউরিয়ার দাম ১০৫ টাকা, ৫ কেজি ঢেপ সারের দাম ১০০ টাকা, ৫ কেজি জৈব সারের দাম ৬০ টাকা, একটি প্লাস্টিকের পটের দাম সর্বোচ্চ ৭০ টাকা, ২৫ হাত নেটের দাম ২৫০ টাকা, বিভিন্ন শাক সবজির বীজ ২২ প্যাকেটের দাম সর্বোচ্চ ৮০০ টাকা, ছয়টি গাছের চারার দাম ৫০০ টাকা। সবমিলিয়ে প্রদানকৃত পণ্যের সর্বমোট মূল্য ২০৮৫ টাকা। অথচ জনপ্রতি উপকরণ সামগ্রী দেয়ার কথা ৪৪০০ টাকার। এতে কৃষকপ্রতি উপজেলা কৃষি অফিস থেকে ২৩১৫ টাকার তছরুপ করা হয়েছে। আর ১৭৫ জন কৃষকের বিপরীতে জনপ্রতি ২৩১৫ টাকা করে মোট ৪ লাখ ৫ হাজার ১২৫ টাকা তছরুপ করা হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত ১৭৫ জন কৃষকের জন প্রতি ৪৪০০ টাকা হারে মোট ৭ লাখ ৭০ হাজার টাকার কৃষি উপকরণ দেয়ার কথা থাকলেও প্রায় ৪ লাখ টাকার বেশি উধাও করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কৃষি সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি জানান, সরকার প্রদত্ত প্রায় সাড়ে চার হাজার টাকার পণ্যের বিপরীতে দেয়া হয়েছে হাজার দুয়েক টাকার কষি উপকরণ বা পণ্য সামগ্রী। বাকি টাকার কোন হদিস নাই। এতে ৪ লাখ টাকার অধিক দুর্নীতি করা হয়েছে।

এ বিষয়ে মোবাইল ফোনে কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাসের কাছে জানতে চাইলে তিনি পাল্টা কি কি উপকরণ দেয়া হয়েছে জানতে চান। উপকরণের তালিকা তাকে জানালে তখন তিনি বলেন, আমি ঢাকায় আছি পরশুদিন অফিসে আসেন, কথা বলবো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম জানান, আমি বিষয়ট দেখবো। আপনারা সাতক্ষীরার ডিডি সাহেবের সাথে কথা বলতে পারেন।

এ বিষয়ে মোবাইল ফোনে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, বিভিন্ন ভ্যাট, ব্যক্তিগত আয়কর, অডিট খরচ ও অন্যান্য পারপাচে টাকা খরচ হয়। তাই ১৯-২০ হতে পারে।
অডিটের জন্য খরচ লাগে কিনা জানতে চাইলে তিনি বলেন, অডিটে খরচ লাগে, বিভিন্ন পারপাচে খরচ লাগে।
বিভিন্ন উপকরণের দাম বাড়তে পারে এমনটি ডিডি সাইফুল ইসলাম বললে তাকে প্রশ্ন করা হয় গত ১৫-২০ দিনের মধ্যে কোন জিনিসের কি ডাবল দাম হয়েছে কিনা? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেন, পরে কথা হবে।

এদিকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যখন সামগ্রিকভাবে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে প্রচেষ্টা চালানো হচ্ছে তখন কলারোয়া উপজেলা কৃষি অফিসের তুঘলকি এই চরম দুর্নীতি কান্ডে প্রান্তিক কৃষক, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি ও সচেতন মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এবার কলারোয়ায় মজসিদের ডিজিটাল সাইন বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ভেসে উঠলো!

এবার মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠলো।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইসলামী আন্দোলনের ৮ নং কেরালকাতা ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী আন্দোলন সাতক্ষীরার কলারোয়া উপজেলা শাখার ৮ নংবিস্তারিত পড়ুন

মাদকমুক্ত সমাজ গড়তে যুব তরুণদের ক্রীড়ামুখী হতে হবে- সাবেক এমপি হাবিব 

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইসলামী আন্দোলনের ৭ নং চন্দনপুর ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
  • কলারোয়ায় ধর্ষন মামলার তিন স্বাক্ষীসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ
  • কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন
  • কলারোয়ায় ঠান্ডাজড়িত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৫ জন
  • কলারোয়ায় ধর্ষন মামলার তিন স্বাক্ষীসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলার অভিযোগ
  • কলারোয়ায় টিটিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
  • ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ
  • কলারোয়ায় ওসমান আলী নূরানী এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
  • কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
  • কলারোয়া পাইলট হাইস্কুলে নবীন বরণ ও বই উৎসব
  • কলারোয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • নতুন বই মাতোয়ারা কলারোয়ার প্রাথমিকের শিক্ষার্থীরা