শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এ বছর ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, রেফাত হোসেন মিরাজ, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না।
স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু।
অনুষ্ঠান আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, প্যারামেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ার, বেসরকারী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, শেকড়ের সন্ধানে প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান মায়া, মডার্ণ হাসপাতালের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম-আহবায়ক অহেদুর রহমান অন্তু, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রাহাদুল হাসান সুজন, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাছুম বিল্লাহ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কোষাধক্ষ্য সঞ্জয় কুমার দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, সাংবাদিক পরেশ দেবনাথ,সোহেল পারভেজ, আব্দুল করিম, এম এ রহমান, আক্তার হোসেন, আব্দুল খালেক,
সালাম মুর্শীদি, নারগিস পারভীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণার পর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে এবিজিকে ফাযিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী আলামিন নিয়োগ পেলেও যোগদানে বাঁঁধা

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে অভিযোগের শেষবিস্তারিত পড়ুন

কাজী রওনকুল ইসলাম শ্রাবনের পৃষ্ঠপোষকতায় কেশবপুর বিএনপি’র নেতাকর্মীদেরকে নিয়ে ঈদ পূর্ণমিলনী

সোহেল পারভেজ, কেশবপুর: যশোর-৬ আসনের মাটি কাজী শ্রাবণের ঘাটি এমন স্লোগানে মুখরিতবিস্তারিত পড়ুন

কেশবপুরে এবি পার্টির আহবায়ক কমিটি গঠণ ও মতবিনিময় সভা

সোহেল পারভেজ, কেশবপুর: সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ও নতুন বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে শহিদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত
  • কেশবপুরে এবি পার্টির উদ্যোগে ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • কেশবপুরে পরিত্রাণ এর উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
  • কেশবপুরে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃ*ত্যু
  • কেশবপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারণা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহাফিল
  • কেশবপুরে গৌরীঘোনায় জামায়াতের ইফতার মাহাফিল
  • কেশবপুরে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় এই প্রথম অনুষ্ঠিত হলো ডে-নাইট ভলিবল টুর্নামেন্টে
  • কেশবপরে জমির মালিকদের নিজ খরচে পানি সেচ, সরকারি সহযোগিতার আহ্বান
  • কেশবপরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও কর্মিসভা অনুষ্ঠিত
  • সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট নেই অথচ করতেন অপারেশন!
  • কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ