‘চিরচেনা মুস্তাফিজ কে দেখল আইপিএল’


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আজ চমৎকার পারফরমেন্স করেছেন ব্যাটসম্যান জস বাটলার এবং মোস্তাফিজুর রহমান। আইপিএলে আজ ব্যক্তিগত প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন জস বাটলার। অন্যদিকে বল হাতে আগুন ঝরিয়েছেন মোস্তাফিজুর রহমান।
এই দুইজনের দুর্দান্ত পারফরম্যান্সে আজ সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬৫ রানে হারিয়েছে রাজস্থান রয়েলস। হায়দ্রাবাদের বিপক্ষে আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৬ বলে ১০ চার ও ৫ ছয়ে শতক হাঁকান জস বাটলার।
নামের পাশে মোটেও সুবিচার করতে পারছিলেন না কাটার মাস্টার , আজ সেই চীর-চেনা মুস্তাফিজকে দেখল আইপিএল। এরপর বল হাতে ৪ ওভার বোলিং করে ২০ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ম্যাচ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জস বাটলারকে অভিনন্দন জানিয়েছেন সতীর্থ মোস্তাফিজুর রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ মোস্তাফিজুর রহমান লেখেন, “It’s always pleasure to remain in the winning side ; contribute with the ball.
A perfect example of team-effort. Congratulations Jos Buttler for his maiden T20 Ton. Well batted Jos bhai. #Hallabol #RoyalsFamily #IPL2021”

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
