শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল গণি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

শুক্রবার বিকালে আসরের নামাজের পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে আলহাজ্ব আব্দুল গণির দাফন সম্পন্ন হয়।

বিকাল ৪ টার দিকে আলহাজ্ব আব্দুল গণির মরদেহবাহী এ্যাম্বুলেন্স দেবহাটার চাঁদপুরে তার বাড়ীতে পৌছালে আত্মীয় স্বজন ও রণাঙ্গনের সঙ্গী বীর মুক্তিযোদ্ধাদের কান্না ও আহাজারীতে শোকাবহ হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে তার বাসভবন সংলগ্ন রাইস মিল চত্বরে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সদস্যরা। গার্ড অব অনার শেষে বাদ আসর সেখানেই জানাযা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযা নামাজে ও পাশে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে, আলহাজ্ব আব্দুল গণি’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা।

আলহাজ্ব আব্দুল গণি দেবহাটা উপজেলা পরিষদের পরপর ২ বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নির্বাচিত দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।
গত ঈদুল আযহার সময় থেকে আলহাজ আব্দুল গনির শারীরিক অসুস্থতা দেখা দিলে ৪ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎকরা জানান, তার ফুসফুসে ইনফেনশন আছে। পরে তাকে পরীক্ষা করার পরে ৬ আগস্ট করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ৭ আগস্ট ভোর রাতে মৃত্যুবরণ করেন।
তার এই মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

কর্মময় জীবনে আব্দুল গনি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি অত্যন্ত সৎ, নির্ভিক ও অন্যায়ের প্রতিবাদকারী ছিলেন।

তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি।
এই কর্মময় জীবনে তিনি ইউনিয়ন এবং উপজেলার অনেক উন্নয়নে অবদান রেখেছেন।

এছাড়া তিনি তার ব্যক্তিগত অর্থে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ বিভিন্ন অসহায় মানুষকে সহযোগীতা করে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের যাওয়ার সময় কলারোয়া সীমান্তে বাংলাদেশি যুবক আটক

দীপক শেঠ, কলারোয়া: অবৈধপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক আবুল কাশেমের শ্বশুরের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাফেজ কল্যাণ পরিষদের সম্মেলন ও কমিটি গঠন

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা জেলা হাফেজ কল্যাণ পরিষদের সাতক্ষীরা সদর এবং সাতক্ষীরা পৌরবিস্তারিত পড়ুন

  • ভোমরা কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধেও ঘুষ দাবির অভিযোগ
  • সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের ৫টি পাতা গায়েব, ইউপি চেয়ারম্যানসহ আটক ৫
  • কুদ্দুস আলী মোড়ল পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী নির্বাচিত
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত
  • সাংবাদিক আবুল কাশেমের শ^শুরের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক জ্ঞাপন
  • সাতক্ষীরা প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক সাহেদ আলম
  • এইচএসসি’তে পাস করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান বাংলাদেশ নারী ফুটবল দলের আফিদা খন্দকার প্রান্তি
  • দেবহাটায় জামাত কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
  • সাতক্ষীরায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন
  • জা.বি এলামনাই এসোসিয়েশন সাতক্ষীরা শাখার কমিটি গঠন ও জাবিয়ান মিলনমেলা
  • ” লিডার্স এর আয়োজনে শ্যামনগরে গ্রামীন নারী কৃষি মেলা ২০২৪ উদযাপন”
  • সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বার্ষিক দ্বীনি মাহফিল ১৭ অক্টোবর