সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় আ.লীগের শান্তি সমাবেশ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় শান্তি ও উন্নয়ন প্রচার সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দরা।

শনিবার (২৮) অক্টোবর সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সহধর্মিণী নাসরীন খান লিপি, আ.লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, অধ্যাপক এমএ কালাম, রবিউল হাসান, ডালিম হোসেন, পৌর আ.লীগের সভাপতি আজিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ইমরান হোসেন, সাবেক ইউপি সদম্য মারুফ হোসেন, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাইমসহ আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি সমাবেশ সঞ্চালনা করেন।

অপরদিকে বিকেলে কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন এর নেতৃত্বে কলারোয়া সরকারী ফুলবল মাঠে এক শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, মাহবুবর রহমান মফে, সোহেল রানা, মাহফুজুর রহমান নিশান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, আসলামুল ইসলাম আসলাম, মনিরুল ইসলাম, আ.লীগ নেতা হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর
জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিঠুসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন। তখনি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে বিএনপি-জামায়াত বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন দেশের উন্নয়ন হয়, তখনি স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আবার দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনাকে বিদেশি অপশক্তি দিয়ে কখনো ধ্বংস করা
যাবে না। শেখ হাসিনা এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, আন্দোলনের নামে সমাবেশ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন ঘটানো যাবে না আওয়ামী লীগ জনগণের ভাগ্যন্নোয়নের রাজনীতি করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। আওয়ামীলীগের শেকড় অনেক গভীরে। আওয়ামীলীগ দেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছে, শান্তি এনে দিয়েছে, স্বাধীনতা বিরোধীদের রক্ত চক্ষুকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভয় পাই না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৌকা প্রতীকের প্রার্থী স্বপনের সমর্থকদের অবরোধ বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: বিএনপি’র ডাকা অবরোধের বিরুদ্ধে কলারোয়ায় আ’লীগের শান্তি মিছিল ওবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অনলাইন নিবন্ধন উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজের আসন্ন সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অনলাইন নিবন্ধনবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় দারুস সুন্নাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় দারুস সুন্নাহ প্রি-ক্যাডেট মাদরাসাবিস্তারিত পড়ুন

  • হারিয়ে যাচ্ছে কলারোয়ার সেই টালি শিল্প
  • কলারোয়ায় মৌমাছির মত গাছিরা রস সংগ্রহে ব্যস্ত
  • বঙ্গবন্ধুর সমাধিতে সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী স্বপনের শ্রদ্ধা নিবেদন
  • সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থী স্বপনসহ ১২ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল
  • সাতক্ষীরার চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা
  • কলারোয়া এসিল্যান্ড অফিসে রহস্যজনক চুরি, খোয়া যায়নি কিছুই
  • সাতক্ষীরার ৪টি আসনে মনোনয়নপত্র দাখিল ৩৭টি, সর্বোচ্চ সাতক্ষীরা-১ এ
  • কলারোয়ায় সাংবাদিক সাজেদের পুত্র সোহেল রানার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
  • কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • তালায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে মতবিনিময়ন সভা
  • সাতক্ষীরা-১ আসনে মুস্তফা লুৎফুল্লাহ’র মনোনয়নপত্র জমা
  • কলারোয়ায় এসেই ফুলেল ভালোবাসায় সিক্ত ফিরোজ আহম্মেদ স্বপন
  • error: Content is protected !!