শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণিল আয়োজনে সাতক্ষীরার নলকুড়া তরুণ সংঘ’র মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস’ ২০২২ উদযাপন উপলক্ষে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সাতক্ষীরা সদরের নলকুড়া তরুণ সংঘ’র আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও দিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে সকাল থেকে দিনব্যাপি বিভিন্ন খেলাধুুলা শেষে সন্ধ্যায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রা’র সাতক্ষীরা ব্যুরো চীফ, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস ২৪.নিউজ deshtimes24.news এর সম্পাদক, নলকুড়া তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং নলকুড়া নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক শেখ আমিনুর হোসেনের সভাপতিত্বে এবং জজকোর্টের অতিরিক্ত পিপি ও নলকূড়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জজকোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ।

অনুষ্ঠানে শুরুতেই মাস্ক বিতরণসহ হেন্ডসেনিটাইজার ব্যবহারের মধ্যে দিয়ে নলকুড়া গ্রামের কৃতিসন্তান ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেন, কাজী আব্দুল মালেক সোনা সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিঃ শামস ইসতিয়াক শোভন, জয়েন্ট সেক্রেটারি, রোটারী ক্লাব, জাহাঙ্গীরনগর, বাঁকা ও চেয়ারম্যান, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন, নলকুড়া নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আলমগীর হোসেন, ১৩ নং লাবসা ইউপির ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ ফজর আলী।

সাবেক ইউপি সদস্য ও নলকুড়া তরুণ সংঘের উপদেষ্টা গোলাম কিবরিয়া বাবু, নলকুড়া তরুণ সংঘ’র সহ-সভাপতি ও নলকুড়া গ্রামের কৃতি সন্তান মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহারের জ্যেষ্ঠ পুত্র শেখ এ কে এম আলিম আল রাজী, নলকুড়া তরুণ সংঘ’র প্রতিষ্ঠাতা সদস্য শেখ সাইফুল ইসলাম হারুণ, অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলকুড়া তরুণ সংঘের প্রচার সম্পাদক সাংবাদিক মাহফুজুল ইসলাম আক্কাজ, নলকুড়া তরুণ সংঘ’র সহ-সভাপতি শেখ মাগফুর রহমান, যুগ্ম সম্পাদক সাংবাদিক খন্দকার আনিসুর রহমান তাজু।

নলকুড়া তরুণ সংঘ’র তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ নাইম হাসান মানিক, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক (২) শেখ শাহরুল শাকিব, লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নলকুড়া তরুণ সংঘের যুগ্ম সম্পাদক শেখ রিজভী আহম্মেদ, নলকুড়া তরুন সংঘের সহ- সাধারন সম্পাদক শেখ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর আলীম হাসান, দপ্তর সম্পাদক শেখ মেহেদী হাসান মুকুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল মতিন, সহ-প্রচার সম্পাদক মোঃ মুশফিকুর রহমান রিজভী, অর্থ সম্পাদক শেখ আরিফুল হাসান, সহ সমাজ কল্যাণ সম্পাদক (১) মীর সোহেল হাসান, সহ সমাজ কল্যাণ সম্পাদক (২) খন্দকার তৌকির রহমান, শেখ আজমল হোসেন, রকি, এজাজ, আবিদ, আহসান, হৃদয় প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। তাঁর স্বপ্ন বাস্তবে রুপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবো স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষদের নিয়ে।

সম্মাননা প্রাপ্ত নক্ষত্র মানুষ হিসেবে সংবর্ধনা দেওয়া হয় সাবেক জেলা ডেপুটি কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেনের পরিবারকে, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধদের সংবর্ধনা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সব শেষে পরিবেশিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

একই রকম সংবাদ সমূহ

জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা: সাতক্ষীরার উপকূলে বাড়ছে দ্বৈত সংকট

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল সাতক্ষীরা। সুন্দরবনের সন্নিকটে এই অঞ্চলটি শুধুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন, যুবদলের ৬ নেতাকর্মীর যোগদান

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

স্বদেশ’র আয়োজনে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থাবিস্তারিত পড়ুন

  • বল্লিতে বিএনপি নেতা কর্মির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিছিল
  • সাতক্ষীরা কালেক্টরেট স্কুলে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • পরীক্ষার হলে অসুস্থ হয়ে সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রীর মৃত্যু
  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ
  • সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট
  • তদবির ছাড়া সুযোগ হয়না সাতক্ষীরার বয়সভিত্তিক ক্রিকেট দলে, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট
  • সাতক্ষীরা জেলায় জলাবদ্ধতা প্রধান কারণ অপরিকল্পিত মৎস্য ঘের
  • সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি গ্রে*প্তা*র
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
  • সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি ক্ষতিপূরণে অবস্থান কর্মসূচি ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরা পৌরসভার জরাজীর্ণ সড়কে জনভোগান্তি, সংস্কারের দাবি
  • সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন