মঙ্গলবার, মে ১৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না, কিন্তু এখন আমি ভয়ংকর

ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও রাজপথে ফিরে এসেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (১৩ এপ্রিল) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শাহবাজ শরিফের মতো চোর-ডাকাতের কাছে পরমাণু অস্ত্র নিরাপদ নয়।

তবে তার এই বক্তব্য নাকচ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার ইমরানের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন।

এর আগে বুধবার পেশোয়ারে রোডশোতে ইমরান খান বলেন, ‘শাহবাজ শরিফের মতো চোর-ডাকাতের দল কীভাবে পরমাণু অস্ত্র সামলাবে? তাদের হাতে এগুলো নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিন ইমরান খান আরও বলেন, ‘আমেরিকা, আমাদের তোমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। তুমি কে আমাদের ক্ষমা করার? তুমি এই দাস, এই শরিফ, এই জারদারির সঙ্গে থেকেই অভ্যস্ত।’

ইমরানের ওই বক্তব্যের জবাবে মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক সম্পদ কোনো একক ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না। আমাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো হুমকি নেই এবং রাজনৈতিক বক্তব্যে এমন বিষয় টেনে আনা উচিত নয়।’

এদিকে, পেশোয়ারে বিস্ফোরক ভাষণের শুরুতেই জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইমরান খান।
বলেন, পাকিস্তানে যেকোনো প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলে মিষ্টি বিতরণ করা হত। অথচ তার ক্ষেত্রে সবাই যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছে, তা দেশটির ইতিহাসে বিরল।

এরপর বিরোধীদের উদ্দেশে বার্তা দিয়ে ইমরান বলেন, ‘আমি যখন সরকারে ছিলাম, তখন ভয়ংকর ছিলাম না। কিন্তু এখন আমি ভয়ংকর।’

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্রের আমদানি করা সরকার আখ্যা দিয়ে ক্রিকেট মাঠের একসময়ের দাপুটে এই খেলোয়াড় বলেন, নতুন সরকারকে পাকিস্তানের জনগণ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মানুষ যুক্তরাষ্ট্রের দাসত্ব মেনে নেবে নাকি প্রকৃত স্বাধীনতা চায়, তা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন ইমরান খান।

ইমরান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তার ছেলে জামিনে রয়েছেন। পাকিস্তান মুসলিম লীগের প্রধান নওয়াজ শরিফও দুর্নীতির দায়ে অভিযুক্ত। তার পুরো পরিবার দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তাদের প্রতিহত করার ডাক দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

নিজ দেশকে প্রশংসায় ভাসালেন, যা বললেন এরদোগান

তুরস্ক এমন একটি দেশ হয়ে উঠেছে যাকে বিশ্ব শান্তি, কূটনীতি, বিশ্বব্যাপী সাহায্য,বিস্তারিত পড়ুন

যুদ্ধ করলো ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের!

দুই পারমাণবিক শক্তিধর দেশের হঠাৎ সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার আকাশ।বিস্তারিত পড়ুন

ভারতের বিরুদ্ধে অপারেশনের বিস্তারিত জানালো পাকিস্তান

ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিস্তারিত জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ভারতের বিরুদ্ধে ১৯বিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব
  • ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যা জানা জরুরি
  • ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিলো পাকিস্তান
  • ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা
  • ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র
  • ভারত-পাকিস্তান নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা করতে রাজি: রুবিও
  • বিকেল ৫টা থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
  • ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান
  • ভারত-পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি: ট্রাম্প
  • ‘যখন ভারতে হামলা করব, পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি
  • পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠলো ভারত
  • বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া