শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহজালাল বিমানবন্দরে অর্ধকোটি টাকার সোনাসহ গ্রেপ্তার ২

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে কর্মরত এক কফিশপ স্টাফ এবং যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছে ৫টি সোনার বার এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন বিমানবন্দরে এরোস নামের কফিশপের স্টাফ জাভেদ ও যাত্রী বেলায়েত মোল্লা। ঢাকার মিরপুরের অধিবাসী জাভেদ ও বেলায়েত মাদারীপুরের কালকিনির বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে ইকে-৫৮২ ফ্লাইটযোগে বেলায়েত মোল্লা ঢাকায় অবতরণ করেন। এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রী বেলায়েত বিমান থেকে নামার পর থেকেই নজরে রাখছিল এপিবিএন। এ সময় তিনি আগমনি ইমিগ্রেশনে না গিয়ে ওপরে ডিপার্চার এলাকায় প্যাসেঞ্জার ওয়েটিং এলাকায় ঘোরাফেরা করেন। ফোনে যোগাযোগ করেন এরোস নামের কফিশপের স্টাফ জাভেদের সঙ্গে। সোনার বারগুলো জাভেদকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়ার জন্য হ্যান্ড ওভার করেন যাত্রী বেলায়েত। এরপর অ্যারাইভাল ইমিগ্রেশনের কার্যক্রম শুরু করেন। কফিশপ এরোসের স্টাফ জাভেদ এ সময় বার গুলি নিয়ে বের হওয়ার চেষ্টা করলে কাস্টমস চ্যানেলের পর বেলা ১২টায় তাকে আটক করে এয়ারপোর্ট এপিবিএন গোয়েন্দা দল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জাভেদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সোনা পাচারের চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং যাত্রীর পরিচয়ও নিশ্চিত করেন। পরে ওই যাত্রীও কাস্টমস গ্রিন চ্যানেল পার করলে তাকে আটক করা হয়। এ সময় দুজনেই যোগসাজশে সোনা পাচারের চেষ্টার কথা স্বীকার করেন। পরবর্তী সময়ে তাদের তল্লাশি করে ৫টি সোনার বার এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৬৭৯ গ্রাম সোনা পাওয়া যায়। যার বর্তমান বাজারমূল্য ৫৩ লাখ টাকা।

জাভেদ জানান, প্রতিটি সোনার বার পাচারে সহায়তায় তিনি ৫ হাজার টাকা করে পাবেন চুক্তিতে এ কাজে সহায়তা করছিলেন। যাত্রী বেলায়েত মোল্লার পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায় তিনি একজন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। প্রতিমাসেই তার দুবাই যাওয়া আসার প্রমাণ পাওয়া যায়।
উভয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

সরদার জিল্লুর, কলারোয়া: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সাতক্ষীরার কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

বেগম রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী

সমাজে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক তুলেবিস্তারিত পড়ুন

বেগম রোকেয়ার স্বপ্নপূরণ করছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়ার স্বপ্নপূরণে সক্ষম হয়েছে বাংলাদেশ। বিশ্ব সংকটবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কদমতলা বাজারে আসাদুজ্জামান বাবুর নির্বাচনী সভা অনুষ্ঠিত
  • সংবাদ নির্মাণ, সাংবাদিকতা ও শিশু অধিকার বিষয়ে সাতক্ষীরায় তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টে গলফারদের প্রাণের মেলা
  • কলারোয়ায় সাংবাদিক আতাউর রহমানের মায়ের চতুর্থ মৃত্যুবাষিকী
  • কালিগঞ্জের কৃষ্ণনগর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • মনিরামপুরে বিল্ডিংয়ের ছাদ ধ্বসে এক কন্ট্রাক্টরের মৃত্যু
  • কলারোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্লিনিকের ওটি ভষ্মিভূত
  • কলারোয়া কৃষি অফিস ঘুরে গেলেন নেদারল্যান্ডস রিসোর্স সেন্টারের প্রতিনিধি তাজিন বৌম
  • একযোগে সকল থানার ওসি রদবদলের মধ্যে রয়েছে যশোরের ৫ থানার ওসি
  • কলারোয়া প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল ইমলামের মতবিনিময়
  • কলারোয়া প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত
  • নড়াইলে ভোঁদড় দিয়ে মাছ শিকার ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে তারা
  • error: Content is protected !!