রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে প্রাণসায়র খালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : “ছাত্র-জনতার অঙ্গিকার, প্রাণসায়ের খালের সংস্কার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলার প্রাণসায়র খাল পরিচ্ছন্নতা/সংস্কার অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বিশ্ব যুব দিবসে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রাণসায়র খাল পরিচ্ছন্নতা/সংস্কার অভিযানের উদ্বোধন করেন।

উল্লেখ্য যে, সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল বহু বছর ধরে দখল ও দূষণের শিকার। দীর্ঘ খালটি শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খালটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার জন্য এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসন। বিশ্ব যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসক নিজেই খালের দখলমুক্ত ও পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।

তিনি আরও বলেন, এই অভিযান শুধু আজকের জন্য নয়, আমরা নিয়মিতভাবে খালটি পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করবো। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকদের এই বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার এই মহতী উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামীতে শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, যুব উন্নয়ন সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীব কুমার দাস, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইখতেখার আলী, বিশিষ্ট সমাজসেবক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিশিষ্ট সমাজসেবক খায়রুল মোজাফ্ফার মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সবুর, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল রিপন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, গ্রীণ হার্ট কমিউিনিটির উপদেষ্টা তৈয়েব হাসান বাবু, আব্দুস সামাদ, গ্রীণ হার্ট কমিউিনিটির সভাপতি গোলাম রসুল রাজ, সাধারণ সম্পাদক শেখ তাহসিন হাসান, আতিকুজ্জামান শাহেদ, মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আ.স.ম আব্দুর রবসহ সরকারি কর্মকর্তা, সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, গ্রীণ হার্ট কমিউিনিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা একযোগে এই অভিযানে অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা পৌরসভার নারকেলতলা হতে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন খাল পাড় এলাকায় জেলার প্রাণসায়র খাল পরিচ্ছন্নতা/সংস্কার অভিযান পরিচালনা করেন গ্রীণ হার্ট কমিউিনিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার নেতৃত্বে গ্রীণ হার্ট কমিউিনিটির সদস্যরা এবং এলাকা ভাগ করে সকলে মিলে খালের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ করেন এবং খাল থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

একই রকম সংবাদ সমূহ

বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: সাবেক এমপি হাবিব

কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলের নেতাকর্মীদের শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনধি:কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিতর্কিত শিক্ষক মুকুলের বিরুদ্ধে ডিসি’র কাছে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক আজহারুজ্জামান মুকুলের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় এডাব এর বাৎসরিক সাধারন সভা ২৪
  • উদারতার আয়োজ‌নে স্মরনসভা অনু‌ষ্ঠিত
  • উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত
  • তালায় হাব এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পন্য আটক
  • দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন
  • দেবহাটায় নারী অধিকার উন্নয়ন সংস্থার কমিটি গঠন
  • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারীদের উঠান বৈঠক ও আলোচনা সভা
  • ব্যবসা-বানিজ্যে অসহযোগিতা করলে আমরা একা নয়, ভারতও ক্ষতিগ্রস্থ হবে— জেনারেল (অবঃ) সাখাওয়াত
  • শ্যামনগরে তরুণদের দক্ষতা উন্নয়নে ভিবিডি’র দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে : সাতক্ষীরায় উপদেষ্টা সাখাওয়াত