রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীর সদর আসনের নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবুকে ফুলেল শুভেচ্ছায় বরণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীর-২ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান বাবু মানুষের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে মো: আসাদুজ্জামান বাবু দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নিজ নির্বাচনী এলাকায় পৌছানোর সময় পাটকেলঘাটা কুমিরা এলাকায় সাতক্ষীরা সদরের দলীয় হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। মঙ্গলবার হেমন্তের বিকেলে প্রায় আড়াই হাজার মোটরসাইকেলে পাঁচ সহ¯্রাধিক মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করতে হাজির হন পাটকেলঘাটায়। কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আসাদুজ্জামান বাবুকে নৌকা প্রতীক প্রদান করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সকল নেতা-কর্মী, পৌরসভার সকল ওয়ার্ডের নেতা-কর্মীরা এসময় বিভিন্ন যানবাহনের মাধ্যমে হাজির হন পাটকেলঘাটার কুমিরা এলাকায়। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা প্রিয় নেতার আগমনের প্রতীক্ষায় ছিলেন আওয়ামী লীগ, যুব লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসময় বরণ উৎসবে মেতে ওঠেন। কুমিরা থেকে জনতার বহর নিয়ে সাতক্ষীরা সদর আসনের নৌকার মাঝি আসাদুজ্জামান বাবু মিলিত হন শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সবুজ চত্ত¡রে। এসময় পুষ্প বৃষ্টি আর ফুলে ফুলে ভরে যায় নৌকার মাঝি আসাদুজ্জামান বাবুর বহণকারী হুডখোলা কার। নৌকার মাঝি আসাদুজ্জামান বাবু জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অতীতের সকল দ্বিধা-দ্বন্দ, মান-অভিমান ভুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং নৌকা প্রতীকের কর্মী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান অসলে, যুগ্ম সম্পাদক এনসান বাহার বুলবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাশেদুজ্জামান রাশি, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নিলিপ কুমার মল্লিক, প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক মমিনুর রহমান, ইউপি মেম্বর কোরবান আলী, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আহমাদুল কবির বাবু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সানা, আ.লীগ নেতা মনিরুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইদ্রিস আলী বাবুসহ ঝাউডাঙ্গা, লাবসা, বল্লি, ফিংড়ী, ধুলিহর, ব্রহ্মরাজপুর, আলীপুর, শিবপুর, আগরদাড়ি, বাঁশদহা, কুশখালি, বৈকারী, ঘোনা, সাতক্ষীরা পৌর সভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

শহীদ জিয়ার জন্মদিনে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়ানুষ্ঠান

ফিরোজ হোসেন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত থেকে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসবিস্তারিত পড়ুন

  • ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
  • অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা পুলিশ সুপারের কম্বল বিতরণ
  • সাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচনকে ঘিরে তুমুল উদ্দীপনা
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
  • দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
  • ঝাউডাঙ্গায় জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • ব্লু পেপার চালু রাখার দাবিতে সাতক্ষীরায় আইনজীবীদের কর্মবিরতি, ভোগান্তিতে সেবাগ্রহীতারা