মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি একজন পরিবহন শ্রমিক

ব্যাগটা গুছিয়ে রেখো,ভোরে বেরিয়ে যেতে হবে। পারলে তুমিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যেও বলেই শুয়ে পড়লাম। খুব ভোরে ফ্রেশ হয়ে মায়ের দোয়া নিয়ে ব্যাগটা হাতে বেরিয়ে যাবো এমন সময় জাহানারা বললো বাসায় বাজার নেই। জাহানারা আমার সহধর্মিণী,আমাদের ১ বছরের খোকা ফাইয়াজ বাবু। মানিব্যাগ থেকে ২’শ টাকা বউটার হাতে দিয়ে বললাম আজ এটুকু দিয়েই চেষ্টা করে নাও। আসার সময় আমি কিছু নিয়ে আসবো। বউ আমার একটা হাসি দিয়ে বললো, ” সাবধানে যেও”। মুচকি হাসি দিয়ে বিদায় নিলাম।

সকাল ৫:৩০মিঃ। দিনের প্রথম টিপে আমার গাড়ির সিরিয়াল।খোকনরে সাতে নিয়ে গাড়ি ধুয়ে নিয়ে লাইনে লাগিয়ে দিলাম।খোকন আমার হেলপার,বয়সে তাগড়া যুবক।ওর বাবা চলে যাওয়ার পর থেকে আমার সাথেই কাজ করে। সময় মতো কয়েকজন যাত্রী নিয়ে সাতক্ষীরা কাউন্টার থেকে ছেড়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিছুদূর আসতেই বৃষ্টি শুরু হলো,রাস্তার উপর থাকা মাটিতে গাড়ির পেছনের চাকা স্লিপ করছে।কোনো মতে জায়গাটা পার হয়ে কলারোয়া কাউন্টারে পৌঁছালাম।বএদিকে সুপারভাইজার যাত্রী উঠানোর কাজে ব্যস্ত,আমি কয়েকটা পান নিয়ে স্টিয়ারিং হাতে গাড়ি ছেড়ে দিলাম।

যশোর পৌঁছাতেই জাহানারার ফোন। বললো,মায়ের ঔষধ ফুরিয়ে গেছে সকালে। ঔষধ না কিনলে দুপুরে খেতে পারবেনা। বন্ধু রফিকদের ঔষধের দোকান আছে, বউরে বললাম ফোন করে দিচ্ছি তুমি গিয়ে ঔষধ নিয়ে এসো।ফোন কেটে দিয়ে পুনরায় কোচ-৭৫৭ ছেড়ে দিলাম। আপাতত যাত্রী ওঠা-নামার ঝামেলা শেষ,এবার সোজা ফেরিঘাট যেতে হবে। ওদিকে খোকন বলেই চলেছে ” ওস্তাদ বাঁ চাপে, বাম্পারে ওস্তাদ, বরাবর বরাবর, সিরিয়াল “। ডারবি ধরিয়ে সুপারভাইজার ইঞ্জিন কভারের উপর বসে, শাবুদ্দীন ভাই বাড়ির কি অবস্থা?
– এই মোটামুটি,জানিস তো মায়ের অসুখ, ছেলেটা ছোট। ( ও বেশ অনেকদিন ধরে আমার গাড়িতে আছে,এজন্য বাড়ি সম্পর্কে কিছুটা জানে)।
– ভাই,করোনা তো বাড়তেছে।লকডাউন পড়লে কি করবা?
– কি জানিহ

দুপুর ১২ঃ৩০ টায় ফেরিঘাটে পৌঁছে খোকনরে গাড়ি টানতে বলে কিছু খাওয়া দাওয়া সেরে পেছন সিটে গিয়ে রেস্ট নিলাম। ফেরি পার হয়ে গাবতলী পৌঁছাতে বিকাল ৫ টা বেজে গেল।
বউরে ফোন দিলাম,সারাদিনের খোঁজ নিলাম।
– বাড়ি আসার সময় বাবুর জন্য দুধ নিয়ে আইসো।আর মনে করে গাড়ি ছাড়ার আগে খেয়ে নিও।
– আচ্ছা ঠিক আছে, রাখি।

খেয়ে রাত ৮ টায় যথারীতি কাউন্টারে গাড়ি লাগিয়ে দিলাম। ২৫ জন যাত্রী নিয়ে ৮ঃ৩০ টায় শ্যামলী থেকে রওনা হলাম। এর মধ্যে এক যাত্রীর মা মারা গেছে, তাই বাড়ি ফিরছে। ইঞ্জিন কভারে বসেছিল বলে দু’টো কথা বলে সান্ত্বনা দিতে পারলাম।সান্ত্বনা দিয়েওবা কি লাভ,আসলে যার যায় সেই বোঝে।এরকম কতশত যাত্রী বাপ-মা-ভাই মারা যায়।

এদিকে খোকন বললো, ওস্তাদ পরশু থেকে লকডাউন পড়ছে ৭ দিনের।
– কি বলিস তুই?
– হ, ওস্তাদ। খবরে বলছে,আমি এফএমে শুনলাম।
– ( চিন্তার এক ঘনকালো আকাশ মাথায় ভেঙ্গে পড়লো)
– ও ওস্তাদ, কি ভাবেন?
– কিছু না রে।( সপ্তাহে ৩০০ টাকা সমিতির কিস্তি, বাবুর ৫০০ টাকার দুধ, মায়ের ২৫০ টাকার ঔষধ, সংসারের খরচ কিভাবে চলবে)

রাত ০১ঃ৩০ টা, ফেরিতে গাড়ি উঠলে চিন্তাকে দূরে রাখতে ইঞ্জিন কভারে গা এলিয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। এরপর সোজা শেষ গন্তব্য সাতক্ষীরা। গাড়ি কাউন্টারে রেখে বুকভরা দীর্ঘ শ্বাস নিয়ে বাড়ির পথে চললাম।এর আগে ছেলের জন্য দুধ,বউয়ের জন্য কিছু জিনিস ও বাজার নিয়ে নিলাম।

মারে বললাম,মা একটু বেশি করে দোয়া করে দাও।জাহানারা ও জাহানারা…..
কোথায় গেলে… ওদিকে ছেলেটা ঘরে কাঁদছে। বাবু কাঁদছে,খেয়াল করো তাড়াতাড়ি। আমি ফ্রেশ হয়ে আসছি, খেয়ে একটু ঘুমাতে হবে গো।

পরদিন শুনলাম লকডাউন আরো বাড়বে… সাপ্তাহিক খরচের দুশ্চিন্তা মাথায় চেপে বসলো… এভাবে সপ্তাহ পার হয়ে গেল… আবার লকডাউন পড়লো… এরপর আবার যদি লকডাউন পড়ে তবে শিওর আবার ঋণ করতে হবে। এদিকে কোনো ত্রাণও মিলছে না।

এসব দুশ্চিন্তায় আল্লাহকে স্মরণ করেই বউরে বললাম রিজিকের মালিক তো আল্লাহ। তিনি যা ভাল মনে করেন; চিন্তা করো না জাহানারা, আল্লাহ ভরসা।

আমি শাবুদ্দীন।
আমি একজন পরিবহন শ্রমিক।

লেখক :
এ টি এম মাহফুজ
শিক্ষার্থী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান

কলারোয়ায় টাস্কফোর্স এর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় ধানদিয়া রয়েল যুব সংঘেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা

কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • কলারোয়ায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর রথযাত্রা উৎসব
  • কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল
  • কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভা*রতীয় মালামাল জব্দ
  • কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
  • কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
  • কলারোয়ার কাজিরহাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপি নেতা গাজী আক্তারুলের
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ উদ্ধার
  • কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ঘোনাকে হারিয়ে স্বাগতিকদের জয়