আশাশুনির আনুলিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১


আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আইন আদালত অমান্য করে জমি দখলের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে সোসাল মিডিয়ায় ক‚রুচিপূর্ণ অপপ্রচার ও মারপিট করে এক নারীকে আহত করা হয়েছে।
রবিবার বিকালে ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মির্জাপুর মৌজায় বিএস ৪৬ নং খতিয়ানের মালিক আশরাফ উদ্দিন গাজী ৭/১০/১৮ তাং ৪০ শতক জমি হেবা দলিল করে দেন ৩ পুত্রের নামে।
দলিল বুনিয়াদে ৩ পুত্র সাতক্ষীরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে হয়ে মামলা করলে বিজ্ঞ আদালত শুনানী অন্তে কাগজপত্র পর্যালোচনা করে বাদী পক্ষের নামে রায় ও ডিগ্রী প্রদান করেন। বাদী হেলাল উদ্দিন দিং ডিগ্রী বুনিয়াদে নামজারী মামলা করলে সহকারী কমিশনার (ভ‚মি) আশাশুনি তাদের নামে নাম পত্তন করেন। তখন তারা হালসন পর্যন্ত জমির খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। এতকিছুর পরও কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি লোভ লালসার বশবর্তী হয়ে উক্ত জমি জবর দখলের ষড়যন্ত্র শুরু করেন। এরই অংশ হিসাবে তারা হেলাল ও সরকারি চাকরী জনিত কারণে ভিন্ন জেলায় অবস্থানকারী আকরামকে জড়িয়ে সোস্যাল মিডিয়ায় ক‚রুচিপূর্ণ স্টাটার্স দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করলে তারা ২৯/৮/২১ তাং আশাশুনি থানায় ১৩৮২ নং জিডি এবং খুলনা থানায় ১৬৭২ নং জিডি করেন। কিন্তু তারা থেমে থাকেননি বরং গোপনে গোপনে প্রতিপক্ষকে ঘায়েল করতে ষড়যন্ত্র অব্যাহত রাখে এবং ৪/৩/২২ তাং বিভিন্ন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় আবারো গ্রামে না আসা আকরামসহ তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চরম ভাবে মান সম্মান হানিকর প্রচার শুরু করে।
বিষয়টি নিয়ে বিব্রত হেলাল দিং আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলে প্রতিপক্ষ আরও উশৃংখল হয়ে নানাভাবে হুমকী ধামকী দিতে থাকে। এমনকি রবিবার (৫ মার্চ) বিকালে আকরামের বোন মাকছুরা পানি আনতে গেলে পথে প্রতিপক্ষ রাসেলের মা ও মিলনের স্ত্রী তাকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এমনকি প্রতিপক্ষরা আকরাম দিংকে পথে বের হলে খুন জখম করার হুমকী প্রদান করে। ফলে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে তারা পুলিশ সুপার ও ওসি আশাশুনির কাছে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য দাবী জানিয়েছেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
