শুক্রবার, জুন ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

দীপক শেঠ, কলারোয়া : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কলারোয়া উপজেলা শাখার আয়োজনে নানান আয়োজনে পালন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ঐতিহাসিক ফুটবল মাঠে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর হাতেগড়া সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের অর্জন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ।

সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসস্তুপ থেকে উঠে এসে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পর তাঁর সুযোগ্য কন্যা গনতন্ত্রের পূজারী শেখ হাসিনার নেতৃত্ব এই দলের নেতা কর্মীদের প্রেরণার উৎস এবং সংগঠনকে করেছে সমৃদ্ধ।

তিনি- আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সকল অপশক্তিকে প্রতিহত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় তৃণমুল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ.ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাবেক যুগ্ম আহবায়ক এসএম আলতাফ হোসেন লাল্টু, যুবলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম এ কালাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, প্রবীন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, ক.পা.ই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, আওয়ামী লীগ নেতা এমপি’র পিএস আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, আব্দুল জলিল, শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাহানাজ নাজনীন খুকু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা বেগম কাজল, আওয়ামী লীগ নেতা পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, মেজবাহ উদ্দীন নিলু, আকিমুদ্দীন আকি, আ’লীগ নেতা পবিত্র সাহা, যুবলীগ নেতা আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু, সাঈদ হোসেন, শ্রমিক লীগ নেতা আ.রহিম, মঞ্জুরুল ইসলাম মিঠু, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, ওসমান গনি, মাস্টার নাজমুল ঢালী, নয়ন হোসেন, রিপন হোসেন, আফজাল ফুয়াদ অভি, মারুফ হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন যুবলীগ নেতা শহিদ আলী ও শেখ মাসুমুজ্জামান মাসুম। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভামঞ্চে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার মজনু চৌধুরীর ভাই রজনু চৌধুরী আর নেই

কলারোয়ার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা রাশেদুর রহমান খান চৌধুরী রজনুবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনের বিদায় সংবর্ধনা

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম, খতিব,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় আবারো দেখা মিললো রাসেলস ভাইপার সাপ
  • কলারোয়ার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত, পাল্টাপাল্টি অভিযোগ
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • কলারোয়ায় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ইউএনও অফিসের অফিস সহায়ক আবুল হাসান
  • কলারোয়ায় যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • কলারোয়ায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো ইজিবাইক, আহত ৫
  • কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় শিশু সহ ৫ জন আহত
  • কলারোয়ায় যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সাতক্ষীরার ৩ ছাত্রনেতা
  • কলারোয়ায় আবারো দেখা মিললো রাসেলস ভাইপার সাপ!
  • কলারোয়ায় দুম্বার গোস্ত দিয়ে ১৪ গ্রামের বয়স্কদের খাওয়ালেন ইউপি চেয়ারম্যান