বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৫ দফা দাবি ও কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ৫ দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে পোস্ট অফিসের সামনে আয়োজিত এক সমাবেশে ৫দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু।
৫দফা দাবির মধ্যে আছে- ১. বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কারাবন্দী ও বিএনপি নেতৃবৃন্দের নামে দায়ের করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে, ২. ২০১৫ সালের ১৪জুলাই ২৭ রমজান রাতে কলারোয়া সোনালী ব্যাংকে ডাকাতি ও ডাবল মার্ডার ঘটনায় সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে, ৩. শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় ১২বছর পর অস্ত্র মামলার আলামত যাদের কাছ থেকে জব্দ দেখানো হয়েছিলো তাদের গ্রেফতার কারণ অস্ত্র আইনে পজিশন এন্ড কন্ট্রোল যাদের কাছে তারাই আসামি, ৪. বিএনপির মিছিলে বোমা হামলার জন্য তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা তৈরির সময় বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয় আ.লীগ নেতা শুকর আলী আর আহত বোম তৈরির কারিগর আলিম, আনছার ডাকাত ও নওফেলদের গ্রেফতার করে ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে হবে, ৫. শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় মিথ্যা স্বাক্ষী দিয়ে যারা বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবসহ উপজেলা ও পৌর বিএনপির প্রায় ৫০জনকে সাজা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে সেইসব ব্যক্তিদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে আছে তাদের পদত্যাগ করতে হবে, যেমন- উপজেলা পরিষদ, পৌরসভা, গার্লস পাইলট হাইস্কুল, কয়লা হাইস্কুল, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, কলারোয়া পাইলট হাইস্কুল, মুরারীকাটি হাইস্কুল ও ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশন।

৫দফা দাবির পাশাপাশি বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চু আগামি দুদিনের কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ আগস্ট সোমবার উল্লেখিত ৫দফা দাবি সম্বলিত স্মারকলিপি কলারোয়ার ইউএনও, ওসি, সাতক্ষীরার ডিসি ও এসপি বরাবর প্রদান, একইদিন বিকেলে কলারোয়ায় সাবেক এমপি হাবিবের বাসভবনে সংবাদ সম্মেলন, ২০ আগস্ট মঙ্গলবার একই দাবি নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা সদরে সংবাদ সম্মেলন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকী, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হোসেন ও ইব্রাহিম হোসেন, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক শওকত হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাজু, আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ ও আবু জাফর, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদস্য সচিব মোজাফফার হোসেন, বিএনপি নেতা মাহফুজার রহমান খান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, এমএ রব শাহীন, মীর রফিকুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, নাছির উদ্দীন, মোখলেছুর রহমান, রওশন আলী, নূর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক মোশারফ হোসেন, পৌর আহবায়ক আব্দুস সালাম দিলু, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল, সদস্য সচিব সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দীন পারভেজ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কৃষি ব্যাংকের তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রাহক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

বেত্রবতী হাইস্কুলে শিক্ষকের বিদায় সংবর্ধনা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতবিস্তারিত পড়ুন

কলারোয়ার নবাগত প্রাথমিক শিক্ষা অফিসারকে শুভেচ্ছা জানালেন শিক্ষকরা

জুলফিকার আলী কলারোয়া: কলারোয়ায় সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সাথেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেরালকাতায় ডিডিপি’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
  • কলারোয়ায় ‘জীবন পরিবর্তনে হজ্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও হজ্ব ওরিয়েন্টেশন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ)উদযাপন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় দুই মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা
  • সাতক্ষীরায় শিশু পাচার হ্রাস বিষয়ে অ্যাডভোকেসি সভা
  • কলারোয়ায় টাকা না পেয়ে বছরের পর বছর ঘুরছেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের গ্রাহকরা, ক্ষোভ
  • কলারোয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে প্রীতি ফুটবল ম্যাচ
  • অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম
  • কলারোয়ায় নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে সৌজন্য মতবিনিময়
  • কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন বিএনপির সম্মেলন