কলারোয়া আলিয়া মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি


ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষা ব্যবস্থার উপরে। আমাদের দেশের সাধারণ শিক্ষা মানুষদেরকে মানুষ বানাতে ব্যর্থ হয়েছে বিধায় আমাদেরকে আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে আসতে হবে, ভূমিকা রাখতে হবে। মনে রাখবেন রবের নামে যে পড়া হবে সেটাই হবে কল্যাণ ও কার্যকর।”
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার কামিল তাফসীর সবক দান ও আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমাদের দেশটাকে আমরা ইসলামি শিক্ষা দিয়ে সাজাই, আমাদের প্রতিষ্ঠানগুলো সাজাই নৈতিকতার বলয়ে তাকওয়া দিয়ে। তাহলেই আমাদের প্রত্যাশিত জাতি আমরা উপহার দিতে পারব।”
রবিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে সবক দেন আগড়দাড়ী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুফতি মুহাদ্দিস মোঃ রবিউল বাশার।
অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।
মাদ্রাসাটির সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমদ, কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল বারী, প্রধান অতিথি’র প্রোটোকল অফিসার প্রফেসর মোঃ গোলাম আজম, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আহমদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, বুরুজবাগান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল হোসেন, সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম, রহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল্লাহ, বসতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জহুরুল ইসলাম, কামারালি দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা মোঃ ওসমান গনী, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কামরুজ্জামান, সরসকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মুজিবর রহমান, বসন্তপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুর ইসলাম, সিংহলাল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আব্দুল মুনায়েম, জেআর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মো: একেএম কোরবান আলী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আলতাফ হোসেন, অধ্যাপক শাজাহান কবির, প্রভাষক হাফিজুর রহমান প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন
রাসেল হোসেন: কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্তচিন্তার মানুষ : সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিববিস্তারিত পড়ুন

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন
রাসেল হোসেন ও সাজিদুল করিম তপু: কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন