কলারোয়ায় মাছ উৎপাদন হচ্ছে ৮ হাজার মেট্রিক টন
সাতক্ষীরার কলারোয়া উপজেলা মৎস্য অফিস থেকে এবার ৫২৭জন চাষীকে ৫০লক্ষ টাকা দেয়া হয়েছে। এই উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৫ হাজার মেট্রিক টন, সেখানে উৎপাদন হয় ৮হাজার মেট্রিক টন মাছ। বাকী ৩ হাজার মেট্রিক টন মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হয়ে থাকে। এতে করে চাষীরা ব্যাপক ভাবে লাভবান হয়ে থাকে।
এই উপজেলার আয়তন ২৩২.৬৪ বর্গ কিলোমিটার, জন সংখ্যা ২৩৭৫০০জন, ইউনিয়ন ১২টিসহ পৌরসভা ১টি, গ্রামের সংখ্যা ১৪০টি, মৌজা রয়েছে-১২৭টি, জলাশয়ের মোট আয়তন ৪৩১৪.৬৮ হেক্টর, পুকুরের সংখ্যা ৮৪৯০টি, পুকুরের আয়তন ১০৩৬.৫ হেক্টর, জলমহাল রয়েছে-৩টি, নদীর আয়তন ৭০ হেক্টর, খালের সংখ্যা ৯টি, খালের আয়তন ৮০ হেক্টর, প্লাবনভুমির সংখ্যা ৮টি, প্লাবনভুমির আয়তন ৩২০.০হেক্টর, গলদা ঘেরের সংখ্যা ৪৭৫টি, গলদা ঘেরের আয়কন ৬৩১ হেক্টর, মৎস্য ঘেরের সংখ্যা ২৯৮০টি, মৎস্য ঘেরের আয়তন ১৯৯৭.৪৭ হেক্টর, মৎস্যজীবীর সংখ্যা ২২৮৮জন, মৎস্য চাষীর সংখ্যা ৮২০০জন, কার্প হ্যাচারীর সংখ্যা ২টি, মনোসেক্স হ্যাচারীর সংখ্যা ১৫টি, কার্প নার্সারীর সংখ্যা ১৪১টি রয়েছে।
বুধবার বিকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল জানান-উপজেলার সকল মৎস্য চাষীদের মাছ চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক চাষীকে সনদপত্র প্রদান করা হয়। মৎস্য চাষীদের ঘেরের মাটি ও পানি পরিক্ষা করা হয়। চাষীদের জাল, মাছের খাদ্য প্রদর্শীনসহ অন্যন্যে উপকরণ দিয়ে সহায়তা করা হয়। এছাড়া মাছ চাষীদের ব্যাংক থেকে ঋণ প্রাপ্তির জন্য সহায়তা প্রদান করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)