শনিবার, মে ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ কাজ করতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতীকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন।
সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকহানাদার বাহিনীর কবল থেকে দেশকে শত্রু মুক্ত করে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত, শোষনমুক্ত, অসাম্প্রদায়িক এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী সমবায় ভিত্তিক আত্বনির্ভরশীল উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে যখন বিশাল কর্মযজ্ঞ শুরু করে যুদ্ধ বিদ্ধস্ত দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক এমনই সময়ে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তথা স্বাধীনতা বিরোধী পাকহানাদার বাহিনীর এদেশীয় দোসর ও ক্ষমতালোভী একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মম ও নিষ্ঠুরভাবে ওই ষড়যন্ত্রকারীরা হত্যা করে ক্ষমতা দখল করে। এ দেশে তারা স্বৈরশাসন ব্যবস্থা কায়েম করে দীর্ঘ ২৪ বছর ক্ষমতা আকড়ে ধরে রাখে এবং দেশের গণতন্ত্র ও শাসন ব্যবস্থা তথা অর্থনীতিকে ধ্বংস করে এক নৈরাজ্যময় শাসন ব্যবস্থা কায়েম করে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্ব দিয়ে দীর্ঘ ২৪ বছর পর দেশ পরিচালনার দায়িত্ব পান। মাত্র পাঁচ বছর দেশ পরিচালনার পর আবার তিনি ক্ষমতা হারান। দেশের উন্নয়ন অগ্রযাত্রা আবারও থমকে যায়। ২০০৮ সালের নির্বাচনে পুনরায় নিরংকুশ সংখ্যাগরিষ্টতা পেয়ে বাংলাদেশ আওয়ামীলীগ বিজয়ী হন। শেখ হাসিনার সরকার আবার ক্ষমতাসীন হন। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে এখন বিবেচিত হয়েছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তথা দেশের মেহনতি মানুষের সমবায় ভিত্তিক আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সকলকে সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২০ পালন উপলক্ষ্যে শনিবার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন।

উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার অরুন কুমার কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আকতার, উপজেলা আওয়ামীলীগ নেতা জি.এম মজিদ,এ্যাড. বশির আহম্মেদ খান, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাধারন সম্পাদক মোতাহার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শাহাদাত বরনকারী সকলের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

এরপর স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মমন্ত্রণালয়ের অনুদানের চেক ও গাছের চারা ও সেলাই মেসিন বিতরণ করে অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ।

এর আগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপজেলা চত্বরের শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মণিরামপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানান হয়।

অন্যদিকে, উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

এ সময় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সব দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

টানা তিন দিন ধরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের রাস্তায় অবস্থান কর্মসূচিবিস্তারিত পড়ুন

আকাশেই খুলে পড়ে বিমানের চাকা, নিরাপদে অবতরণে প্রশংসায় ক্যাপ্টেন

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পেছনের ল্যান্ডিং গিয়ারের একটিবিস্তারিত পড়ুন

তথ্য উপদেষ্টার অনুরোধের পর ছাড়া পেলেন বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারীবিস্তারিত পড়ুন

  • কয়েক মাসে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, শ্রম বাজার খুলতে ৩ শর্ত
  • প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
  • মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল
  • গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না: ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ
  • সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হবে শিগগিরই : প্রেস সচিব
  • সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা: গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ ভাতার সুপারিশ
  • দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও ও এনসিপি নেতাকে দুদকে তলব
  • রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
  • ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে: ফয়েজ আহমদ
  • বিডিআর বিদ্রোহ: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ২৭ জন
  • চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে: প্রধান উপদেষ্টা
  • ‘জোবাইদা রহমানকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছিল’ : খোকন