রবিবার, মার্চ ৩০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপ নিশ্চিত হলো যাদের, কাছাকাছি আছে যারা

ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে মাঠে নামার আগেই বিশ্বকাপ নিশ্চিত হওয়ার খবর পেয়েছিলো আর্জেন্টিনা। উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ ড্র হওয়ার পরই। লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বের চতুর্থ দল হিসেবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপ নিশ্চিত করে তারা।

আর্জেন্টিনার আগের রাতেই উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে এশিয়া থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে ইরান। সবার আগে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় জাপানের। এরপর নিশ্চিত করে নিউজিল্যান্ড।

২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ হবে ৪৮ দলের। যার ফলে আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবারের বিশ্বকাপে বাছাই পর্বও হচ্ছে ভিনভাবে। কারণ, ৪৮ দলের মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলবে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তাদের বাছাই পর্ব খেলতে হবে না। বাকি ৪৫ দল নির্ধারিত হবে বাছাই পর্বের মাধ্যমে।

সব মিলিয়ে মোট সাত দলের এখনও পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। সঙ্গে বাছাই পর্ব থেকে জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনা।

তবে, বিশ্বকাপ এখনও নিশ্চিত না হলেও সুবিধাজনক অবস্থানে আছে বেশ কিছু দেশ। এশিয়ায় অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান। পরের রাউন্ডেই হয়তো এরা বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে। আফ্রিকান অঞ্চলে সুবিধাজনক অবস্থানে আছে আলজেরিয়া, মিশর এবং মরক্কো।

জেনে নেয়া যাক কোন অঞ্চল থেকে কতটা দল বিশ্বকাপে সুযোগ পাবে

এশিয়া

তৃতীয় রাউন্ডের তিন গ্রুপ থেকে সেরা ২টি করে ৬টি দল যাবে বিশ্বকাপে। তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে চতুর্থ রাউন্ড। সেখানে ২ গ্রুপের সেরা দুটি দল বিশ্বকাপে খেলবে সরাসরি। দ্বিতীয় হওয়া দল দুটি খেলবে কনফেডারেশন্স প্লে-অফের যোগ্যতা অর্জনের জন্য।

এ হিসেবে এরই মধ্যে জাপান এবং ইরান বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখনো বাকি ছয়টি দল। উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সুবিধাজনক স্থানে আছে। তিন বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে সংযুক্ত আরব আমিরাত, জার্ডান, ইরাক, ওমান, সৌদি আরব ও ইন্দোনেশিয়ারও।

আফ্রিকা

মোট ৯টি দল সুযোগ পাবে বিশ্বকাপে। দলগুলোকে ৯ গ্রুপের শীর্ষ ৯টি দল সরাসরি খেলবে বিশ্বকাপে সুযোগ পাবে। ১০ ম্যাচের গ্রুপ পর্বের ৬টি করে ম্যাচ শেষ হয়েছে। যেখানে গ্রুপের শীর্ষে আছে মিসর, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, মরক্কো, আইভরিকোস্ট, আলজেরিয়া, তিউনিসিয়া ও ঘানা।

কনকাকাফ

এই অঞ্চল থেকে তিন দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। অন্যদের মধ্যে কোস্টারিকা, জ্যামাইকা এবং হন্ডুরাসের মতো দলগুলো বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য লড়াই করবে। তৃতীয় রাউন্ডে তিন গ্রুপ চ্যাম্পিয়ন সুযোগ পাবে বিশ্বকাপে। এখনো দ্বিতীয় রাউন্ডই শেষ হয়নি।

লাতিন আমেরিকা

এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ৬টি দল। এরই মধ্যে আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে। বাকি পাঁচ জায়গার লড়াইয়ে কাগজে-কলমে টিকে আছে ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে ও কলম্বিয়ার মত দলগুলে।

ওশেনিয়া

এই অঞ্চল থেকে একটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, যেটি পেয়েছে নিউজিল্যান্ড। নিউ ক্যালেডোনিয়া আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে, যা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে।

ইউরোপ

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ এবার সবচেয়ে পিছিয়ে। মাত্রই শুরু হলো এ মহাদেশের বাছাই পর্বে। মোট ১৬টি দল সুযোগ পাবে ইউরোপ থেকে। এই ১৬টি স্থানের জন্য ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়ছে দলগুলো। তবে মার্চে মাত্র ৬টি গ্রুপের খেলাই শুরু হয়েছে। বাকি ছয় গ্রুপের খেলা শুরু হবে সেপ্টেম্বরে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডা. মাহমুদুল হাসান পলাশের ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী পেলেন চিকিৎসা সেবা

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষেবিস্তারিত পড়ুন

‘ইনশাআল্লাহ জুনে ফিরছি’—বলে চলে গেলেন হামজা

গেল ১৭ মার্চ হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশেরবিস্তারিত পড়ুন

তামিম ধূমপায়ী, তাকে আমরা ধূমপান করতে দিচ্ছি না– বললেন ডাক্তার

তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর থেকে হাসপাতালেই আছেন। তবে তিনি ঈদের আগেইবিস্তারিত পড়ুন

  • একাধিক সুযোগ হাতছাড়া, ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো হামজাদের
  • তামিমকে দেখতে হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা
  • ভালো খেলেও ভারতের বিপক্ষে ড্র হামজা চৌধুরীর বাংলাদেশের
  • ঢাকায় আনা হলো তামিম ইকবালকে
  • ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম
  • ৪৮ ঘণ্টা কোথাও স্থানান্তর করা যাবে না তামিমকে
  • মাঠে তামিমের কী হয়েছিলো, যা জানা গেলো
  • ‘সাকিবকে দলে নেওয়ার পরিকল্পনা নেই’
  • জাতীয় খেলোয়াড় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ৩ ছাত্রীকে সংবর্ধনা
  • হামজা চৌধুরী ইপিএল মাতানো ফুটবলার : জামাল ভূঁইয়া
  • বিশ্বতারকা ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের নাগরিক, খেলবেন লাল-সবুজের জার্সিতে