মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে গাভী কিনতে ঋণের চেক বিতরণ করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে গ্রামাঞ্চলের অসহায় মানুষের আর্থিক উন্নয়ন করার মধ্যে দিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় ভিত্তিক নানা কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছেন।’

বৃহস্পতিবার (৩ মার্চ-২০২২) বেলা সাড়ে ১১ টার দিকে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় অধিদপ্তরের আওতায় দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাভী কিনতে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, ‘সারা দেশের মধ্যে এ প্রকল্প মণিরামপুর উপজেলায় এবং মেহেরপুর উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। গাভী কেনার পর দুধ প্রক্রিয়াজাত করতে উপজেলার ভান্ডারিয়া মোড় এলাকায় প্রাথমকি পর্যায়ে মিল্কভিটার ফ্যাক্টরি স্থাপনে অর্থ বরাদ্দ হয়েছে। প্রকল্প সফল হলে পরবর্তিতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তিনি এ সময় হুশিয়ারি করে বলেন- ঋণের টাকা অন্য কাজে ব্যয় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান (এনডিসি) বলেন, ‘এ প্রকল্প সফল হলে এই এলাকার কৃতী সন্তান প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য স্যারের মুখ উজ্জ্বল হবে। একই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকার সাফল্যের আরও একধাপ এগিয়ে যাবে।’

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবং মিল্কমিভটার ম্যানেজারের মাধ্যমে সুবিধাভোগীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেভাবেই হোক প্রকল্প সফল করতে এ এলাকার সুবিধাভোগীদের বিশেষভাবে উদ্যোগী হতে হবে।’

এর আগে শুভেচ্ছা বক্তব্যে প্রকল্প পরিচালক মিজানুর রহমান বলেন, ‘প্রকল্পে ৪৯ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এ উপজেলার ২ হাজার ৫০০ জনকে এর প্রকল্পের আওতায় আনা হয়েছে। কয়েকটি ধাপে সুবিধাভোগীদের বিশেষ প্রশিক্ষণের পর ঋনের চেক বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায় ৫০০ জন সুবিধাবোগীদের চেক দেওয়া হবে। তাদের কার্যক্রম শেষ হলে পরবর্তি ধাপে আবারও ঋণ সুবিধা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ১৫০ জনের মাঝে ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরন করা হয়। প্রতিজন ১ লাখ ৫ হাজার টাকা ঋণ সুবিধা পেয়েছেন। এরমধ্যে ৮০ হাজার টাকায় গাভী কিনতে পারবে, আর বাকী টাকায় গাভী পালনে খাদ্য কিনতে হবে।’

উপজেলা সমবায় কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুজার সিদ্দিকী, মিল্কভিটার ম্যানেজার ডা. আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মে খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

নকশা না মেনে গড়ে তোলা ৩৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক

নকশা না মেনে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিতবিস্তারিত পড়ুন

জুলাই-আগস্টের অপরাধের সঙ্গে হাসিনার সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে

‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে প্রধান আসামি শেখ হাসিনাসহ তার অধস্তন সাবেকবিস্তারিত পড়ুন

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে অব্যাহতি

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • ‘পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব’ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • শিগগিরই বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ
  • লাখ টাকা সম্মানী ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা, বললেন এটা হবে কেন?
  • রেকর্ড উচ্চতায় সোনার দাম, প্রভাব পড়বে বাংলাদেশেও!
  • টিউলিপ প্রকাশ্যে বলছেন বাংলাদেশি নন, তথ্যপ্রমাণ বলছে ভিন্ন কথা
  • চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই: প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত
  • চীনে এবার আম, আগামী বছর যাবে কাঁঠাল
  • ‘সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না’
  • রিজার্ভ বেড়ে দাঁড়ালো পৌনে ২৭ বিলিয়ন ডলারে
  • রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ালো ইসি
  • বিচার ব্যবস্থাকে আরো সহজ করতে হবে: আইন উপদেষ্টা