রবিবার, মে ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘোড়া প্রতীক

যশোরের কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজের পক্ষে গণজোয়ার

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮মে কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

৮মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পক্ষে উপজেলা ব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১টি পৌর সভা ও ১১টি ইউনিয়ন নিয়ে কেশবপুর উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ২০ হাজার ৯৫৭। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১১ ৭ শত ৬৫ এবং মহিলা ভোটার ১লাখ ৯ হাজার ১শত ৬৫। ভোট কেন্দ্র হলো ৯৫ টি। ভোট কক্ষের সংখ্য ৬৩৫ টি। যার মধ্যে স্থায়ী কক্ষ ৫৮০টি এবং অস্থায়ী কক্ষ ৫৫টি।

কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা (শালিক পাখি), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু (দোয়াত কলম), উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না (হেলিকপ্টার), ঔষধ ব্যবসায়ী ইমদাদুল হক রিপন (আনারস), আওয়ামী লীগনেতা ওবায়দুর রহমান (জোড়া ফুল) ও আওয়ামী লীগনেতা এস এম মাহাবুবুর রহমান উজ্জল (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক (মার্কা উড়োজাহাজ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা (মাইক), আব্দুল্লাহ আল মামুন মার্কা (তালা), গাজী মনিরুজ্জামান (টিউবওয়েল) ও সুমন সাহা (চশমা)।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল (ফুটবল) ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম (কলস)।

তৃণমূল আওয়ামী লীগ, কৃষক, শ্রমিক ও অসহায় দরিদ্র ভোটারদের বন্ধু উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজকে ঐক্যবদ্ধভাবে ঘোড়া প্রতীকে ভোট দেবেন বলে এলাকাবাসি জানিয়েছেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার খান জানান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পক্ষে উপজেলা ব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাঁর বিজয় অনেকটা সুনিশ্চিত।
উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী জানান, ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমানের পক্ষে তৃণমূল আওয়ামী লীগ জেগে উঠেছে। তিনিও তার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারনিং অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

যশোরের পুলিশ সুপর প্রলয় কুমার জোয়াদ্দার জানান, নির্বাচনে কেশবপুর উপজেলা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কেশবপুরে থানার ওসি-সহ ৩জনের বিরুদ্ধে আদালতে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে প্রভাবশালী একজন জনপ্রতিনিধির প্ররোচনায় নব-নির্বাচিতবিস্তারিত পড়ুন

কেশবপুরে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে- রফিকুল হাসান

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় ভাবে ছোট খাটো বিরোধ নিস্পত্তি করতে পারে গ্রাম আদালত।বিস্তারিত পড়ুন

  • কেশবপুরে মফিজুর চেয়ারম্যান, মামুন ও রাবেয়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত
  • কেশবপুরে বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সভা
  • কেশবপুরে পিপাসিত মানুষের মাঝে ঠান্ডা পানি দিলো খেলাঘর আসর
  • কেশবপুরে গণসংযোগ করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজ
  • কেশবপুরে আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • কেশবপুরের খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
  • কেশবপুরে এক ব্যবসায়ীকে মারপিট করায় টিপুসহ তিন জনের নামে মামলা গ্রেফতার ২
  • কেশবপুরে ভোরের সাথী ও উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • প্রেসক্লাব কেশবপুর’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে টিয়েন্স‘র উদ্যোগে সেমিনার
  • কেশবপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত