রাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির ১১টি পদের সকল সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষ্যে রবিবার রাত ৮টায় রাজগঞ্জ মিলনায়তনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত দুই বছর মেয়াদী নিয়মিত কমিটির সদস্যদের নাম প্রকাশ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. আব্দুল লতিফ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষনাসহ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত টিএন্ডটি কর্মকর্তা আব্দুল মাজিদ চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কফিল উদ্দিন আহম্মেদ, মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ মিকাইল হোসেন, রাজগঞ্জ এবিএস ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুল হক তুহিন।
এছাড়া বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল মোমিন, আওয়ামীলীগ নেতা সরদার আলাউদ্দিন, রোহিতা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন হোসেন লিটন, সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম রসুল চন্টা, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি এমএম ইমরান খান পান্না, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিটন মিয়া, এএসআই ইমরান হোসেন, ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আক্তার হোসেন, রাজগঞ্জ বালিকা বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান শিবলী, সমাজসেবক মোঃ আব্দুল আজিজ, সাবেক রিপোর্টার মোঃ আকবার হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার সুধী সমাজ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি এসএম রবিউল ইসলাম (দৈনিক সমাজের কথা), সহ-সভাপতি মোঃ মাহাদী হাসান (দৈনিক সমাজের কথা), সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন (দৈনিক স্পন্দন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন (দৈনিক যশোর), কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান (দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন (দৈনিক নওয়াপাড়া), প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী (দৈনিক প্রতিদিনের কথা), আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (দৈনিক যশোর), নির্বাহী সদস্য মোঃ শাহিনুর রহমান (দৈনিক কল্যাণ), মোঃ সাইফুল ইসলাম (সাপ্তাহিক বজ্রকলম) ও মোঃ হাবিবুর রহমান (সাপ্তাহিক বজ্রকলম)। নবনির্বাচিত সকলকে পর্যায়ক্রমে ফুলেরমালা দিয়ে বরন করা হয়।
এ নির্বাচনে, সহকারি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাজগঞ্জ প্রেসক্লাবের ৫জন দাতা সদস্য। যথাক্রমে- যশোর জেলা আইনশৃংখলা রক্ষা কমিটির সদস্য সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম চাকলাদার, সমাজসেবক মোঃ ইকবাল হাসান শাহিন ও হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)