রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রূপগঞ্জে রংধনুর রফিকের নির্দেশে শিশুহত্যার অভিযোগ

নারায়নগঞ্জের রূপগঞ্জে নামমাত্র মূল্যে বসতভিটা বিক্রি না করায় শিশুহত্যার অভিযোগ উঠেছে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাইমিজানুর রহমানের বিরুদ্ধে। ওসমান গণি স্বাধীন নামে৯ বছর বয়সী ওইশিশুর পরিবার বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জাতীয়প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিতএক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।

পরিবারেরদাবি, শিশুটিকে হত্যা করা হয়। পরেমরদেহ যাতে শনাক্ত নাহয় এজন্য থেঁতলে দেওয়া হয় তার মুখ, এসিডে ঝলসে দেওয়া হয়শরীর। এমনকি লাশ গুম করতেহত্যার পর মরদেহ ফেলেদেওয়া হয় বালু নদীতে।

হত্যাকারীরাপ্রভাবশালী জানিয়ে শিশুর বাবা দাবি করেন, রফিক এলাকায় প্রভাবশালী। তার রয়েছে বিশালসন্ত্রাসী বাহিনী। তার কারণে হত্যামামলা না নিয়ে একটিঅপমৃত্যুর মামলা দায়ের করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এঅবস্থায় হত্যাকারীদের বিচারের দাবিতে আহাজারি করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপকামনা করেছেন ভুক্তভোগীর পরিবার।

সংবাদসম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত শিশু স্বাধীনেরবাবা শাহিনুর রহমান শাহীন, মা উম্মে হানিমুন্নী ও দাদা রেজাউলকরিম। তারা নারায়ণগঞ্জ জেলাররূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামের বাসিন্দা।

বাবাশাহিনুর রহমান শাহীন বলেন, ‘গত ৪ ডিসেম্বরইদারকান্দি গ্রামে নির্মাণাধীন ব্রিজের নিচে বালু নদীথেকে ৯ বছরের একটিশিশুর লাশ উদ্ধার করাহয়। আমি সেই শিশুটিরহতভাগ্য পিতা। আমার অবুঝ সন্তানেরমৃত্যুটি স্বাভাবিক ছিল না, তাকেনৃশংসভাবে খুন করে লাশগুম করার উদ্দেশে নদীতেফেলে দেওয়া হয়।’ প্রভাবশালীর নির্দেশেশিশু স্বাধীনকে হত্যা করা হয়েছে উল্লেখকরে তিনি বলেন, ‘আমারসন্তানের হত্যাকারী আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংধনু গ্রুপেরমালিক রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকও তার ভাই মিজানুররহমান ওরফে কুত্তা মিজান।তারা এত প্রভাবশালী যে, সন্তানকে কবর দেওয়ার পরআমরা বাড়িতে থাকতে পারি না। আরবিচার কিভাবে পাব?’

তাদের লোকজন আমার সন্তানের হত্যাকান্ডনিয়ে কথা বললে আমাদেরকেওমেরে ফেলার হুমকি দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বাড়িতেপাহারা বসিয়েছে।

নিজেদেরজীবন বাঁচাতে বাড়ি থেকে আমরাপালিয়ে বেড়াচ্ছি। সন্তান হত্যার বিচার পেতে আমরা মামলাওকরতে পারিনি, থানা পুলিশ তাদেরবিরুদ্ধে মামলা না দিয়ে অপমৃত্যুরমামলার পরামর্শ দেয়।’

হত্যাকাণ্ডেরকারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘রংধনুগ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম গত ২ মাসআগে আমাদের বাড়ি নামমাত্র দামেকিনতে তার বোনকে পাঠান।তার সঙ্গে আরেকজন মহিলাও ছিল। তারা আমাদেরবাড়িটি রফিকুল ইসলাম কিনতে চান বলে জানালেআমার বাবা রেজাউল করিমবলেন, বাড়ি বিক্রি করলেআমরা থাকবো কই। তারপরও যদিকখনো বিক্রি করি আমি নিজেইরফিক সাহেবের বাড়িতে গিয়ে দিয়ে আসব, তোমাদের আর কষ্ট করেআসতে হবে না।’

বাড়িবিক্রি করতে রাজি নাহওয়ার পর থেকে রফিকুলইসলাম ক্যাডার বাহিনী দিয়ে হামলা, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি শুরু করেন বলেজানান তিনি। তিনি বলেন, ‘তারাএকাধিকবার আমাদের বাড়িতে হামলা করেছে। আমাদের দোকানে দুই দফা হামলাও আমার বাবা এবংআমার ওপর হামলা করে।পরে আমার নাওড়া পাড়ারমোদি দোকানটি বন্ধ করে দিয়েছে।তারপরও আমরা বাড়িটি বিক্রিকরতে রাজি হয়নি।’

শাহীনবলেন, ‘আমার সন্তানকে হত্যারএক সপ্তাহ আগে রফিকুলের ভাইমিজানুর রহমান উচিত শিক্ষা দিবেনবলে বাড়িতে এসে হুমকি দিয়েযান। ঠিক এক সপ্তাহপরে আমার সন্তানটি নিখোঁজহয়। এরপর আমরা স্বাধীনেরবীভৎস লাশ পাই। আমাদেরবাড়িটি রফিকুল ইসলামকে দিয়ে দিলে আমারশিশু সন্তানটির এমন করুণ পরিণতিহত না। রফিকুল ইসলামআমার জায়গার জন্য এমন জঘন্যকাজ করবেন, সেটা বুঝতে পারলেঅনেক আগেই বাড়িটা দিয়েদিতাম।’

তিনিআরো বলেন, ‘শিশু সন্তানের লাশযাতে শনাক্ত না করা যায়, সেজন্য পুরো মুখ থেঁতলেদেওয়া হয়েছে। পুরো শরীর এসিডজাতীয় কিছু দিয়ে ঝলসেদেওয়া হয়েছে। আমরা পরনের প্যান্টদেখে ওসমান গণিকে শনাক্ত করি। গত ১ডিসেম্বর সন্ধ্যায় আমার স্বাধীন নিখোঁজহলে আত্মীয় স্বজনরা মিলে অনেক খোঁজাখুজিরপরও তাকে পাইনি। এরপররাত আটটার দিকে তার সন্ধানচেয়ে মাইকিং শুরু করলে রফিকুলইসলামের লোকজন বাধা দেয়। তারাবলে, রফিকুল ইসলামের নির্দেশ এ বিষয়ে কোনমাইকিং করা যাবে না।’

এছাড়া রফিকুল ইসলামের লোকজন লাশ উদ্ধারের আগেপর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে থাকে বলেজানান শাহীন। ‘একবার বলে অমুক জায়গায়দেখছি, আবার বলে অন্যজায়গায় দেখেছি। এখন তারা সবজায়গায় বলে বেড়াচ্ছে আমারসুস্থ-সবল সন্তানটি নাকিপ্রতিবন্ধী ছিল। সে পানিতেপড়ে মরে গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ

অদ্য ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

পুরো পৃথিবী শেখ হাসিনার অপরাধ দেখছে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

গত ১৫ বছরে স্বৈরাচারের জননী (শেখ হাসিনা) অনেক উন্নয়নের গল্প বানিয়েছিলেন। এবিস্তারিত পড়ুন

দুর্দান্ত জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়ে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • শহিদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটা থানা ওসি হযরত আলী
  • দেবহাটায় গাজীরহাটে জামায়াতের ফুটবল টুর্নামেন্ট
  • কলারোয়ায় ‘জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন সফল করতে কর্মশালা
  • কলারোয়া‌ পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে গুনিজন সংবর্ধনা
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • মনিরামপুরে সাবেক এমপি ইয়াকুব আলীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
  • দেশের সব বেসরকারি স্কুল-কলেজের সভাপতি অপসারণ
  • দেবহাটায় ভিক্ষুক পুনঃবাসন প্রকল্পে গবাদী পশু প্রদান
  • সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক
  • শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দুই মন্ত্রীকে
  • সরকার কোটা সংস্কারের পক্ষে একমত : আইনমন্ত্রী