করোনাকালে
লকডাউনে কলারোয়ায় ইউপি নির্বাচনে প্রচারণায় বিপাকে প্রার্থী-কর্মীরা
একে তো করোনা, তার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে চলছে লকডাউন। মোটরসাইকেলসহ সকল যানবাহন চলাচল বন্ধ, অফিস-দোকানপাট বন্ধ। জরুরী ছাড়া মানুষের বাইরে আসা, জনসমাগম, ভিড় করাও নিষেধ। এরই মাঝে আগামি ২১ জুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০ টিতে ইউপি নির্বাচন। যেনো মরার উপর খাঁড়ার ঘা।
নির্বাচনী বৈতরণী পার হতে যখন প্রার্থীদের দৌড়ঝাপ, নানান কর্মযজ্ঞতায় ব্যস্ত থাকার কথা তখন অনেকটা চুপিসারে প্রচারণা চালাতে বাধ্য হচ্ছেন তারা। কর্মী-সমর্থকদের মাঝেও নির্বাচনী আমেজের উত্তাপ নেই বললেই চলে। থমকে গেছে উৎসবমুখর প্রচার প্রচারণাও। নেই উঠান বৈঠক, পাড়ায় পাড়ায় কর্মীসভা, মিছিল, শোডাউন কিম্বা ব্যাপক গণসংযোগ। ভোটের দিন সন্নিকটে সেটা যেনো বোঝাই যাচ্ছে না।
পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের এই সময়ে পথচলায় নানান সমস্যা আর বাঁধার সম্মুখীন হতে হচ্ছে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের। বিশেষ করে মোটরসাইকেল চালানো বন্ধ থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। আর ভোটাররাও পড়ছেন বহুমুখী বিড়ম্বনায়।
যদিও থেমে নেই কোন কিছুই। প্রার্থীরা ২/১টি মোটরসাইকেল যোগেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রচার প্রচারণায় খরচ কমে যাওয়ায় খুশি অনেক প্রার্থী।
সবমিলিয়ে করোনাকালের সাতক্ষীরা জেলায় লকডাউনের এই সময়ে আসন্ন ইউপি নির্বাচন অনেকটা নিষ্প্রাণ ও উৎসবহীন হয়ে পড়েছে। যদিও লকডাউন আগামি শুক্রবার পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এরপর হয়তো উৎসব আমেজে দেখা যেতে পারে ইউপি নির্বাচনে প্রার্থী, কর্মী-সমর্থকদের।
ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে ভোটারদের কাছে পৌঁছাতে চেষ্টা করছেন চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা। তবে মোটরসাইকেল চালানো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। কর্মীরাও ঠিক মতো নির্বাচনী কাজে চলাচল করতে পারছেন না। -এমনটাই জানালেন অনেক প্রার্থী।
স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত সাপেক্ষে বিধিনিষেধ শিথিল করে নির্বাচনী কাজ সম্পাদন ও মোটরসাইকেল চালানোর অনুমতি দেয়ার দাবি করেছেন বেশিরভাগ প্রার্থী।
তারা বলছেন, আর কোন অজুহাতে ভোট যেনো বন্ধ না হয়, ভোট হয়ে যাক।’
উপজেলার লাঙলঝাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক এম এ কালাম বলেন, ‘করোনা, লকডাউন ও নির্বাচন তিনটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত। বাস্তবতার নিরিখেই সমন্বয় করা উচিত। নির্বাচন ২১ জুন, হাতে সময়ও কম, সেকারণে অনিচ্ছা সত্বেও বাধ্য হয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল করা উচিত। আমরা সকলেই আজ অসহায়। ইনশাল্লাহ নিশ্চয় আল্লাহ্ সহায় হবেন।’
চন্দনপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ডালিম হোসেন বলেন, ‘করোনার প্রাদুর্ভাব ও লকডাউনের বিধিনিষেধে নির্বাচনী প্রচার প্রচারণায় কিছুটা দ্বিধান্বিত প্রায় সকল প্রার্থী। ভোটাররা যাতে কোন স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন সেদিকে লক্ষ্য রেখেই সীমিত পরিসরে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি। সুনির্দিষ্ট সময় বেঁধে সীমিত সংখ্যক মোটরসাইকেল চালানো ও কিছু নিষেধাজ্ঞা শিথিল করলে ভালো হতো।’
দেয়াড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুল মান্নান বলেন, ‘মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। মোটরসাইকেল শোডাউন নেই। তবে প্রার্থীদের ৪/৫টি মোটরসাইকেল চালানোর অনুমতি ও অন্য শর্ত কিছুটা শিথিল করা উচিত। কারণ নির্বাচনে বাধ্য হয়েই প্রার্থীরা ২/১টি মোটরসাইকেল চালাবেই।’
তবে প্রায় সকল প্রার্থীরাই বলছেন, ‘বিধিনিষেধ শিথিল হোক বা না হোক, নির্দিষ্ট দিনেই ভোট হয়ে যাক। প্রার্থী ও ভোটার সকলেই স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করুক।’
কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২৪ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে গত ১১ এপ্রিল ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেটা স্থগিত করে নির্বাচন কমিশন। সম্প্রতি ঘোষিত নির্দেশনা সেই ভোট গ্রহণ অনুযায়ী আগামি ২১ জুন অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস আরো জানান, ‘১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১নং জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত শামছুদ্দীন আল মাসুদ, স্বতন্ত্র প্রার্থী ছিদ্দিকুর রহমান, জয়দেব কুমার সাহা, বিশাখা সাহা ও আব্দুল আজিজ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১৫জন, সাধারণ সদস্য পদে ৪০জন, ২নং জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন তারা হলেন- আ.লীগের অধ্যাপক আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাহাফুজুর রহমান ও আবুল কালাম আজাদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১৪জন, সাধারণ সদস্য পদে ৪০জন, ৩নং কয়লা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন তারা হলেন- আওয়ামীলীগের আসাদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো.রফিক ও শেখ সোহেল রানা, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১০জন, সাধারণ সদস্য পদে ৩১জন, ৪নং লাঙ্গলাঝাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, তারা হলেন- আওয়ামীলীগের আবুল কালাম ও স্বতন্ত্র নুরুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন, সাধারণ সদস্য পদে ২৭জন, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, তারা হলেন- আওয়ামীলীগের ভূট্টোলাল গাইন, স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন ও এসএম আফজাল হোসেন হাবিল, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১০জন, সাধারণ সদস্য পদে ৩৫জন, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, তারা হলেন- আওয়ামীলীগের বেনজির হোসেন, স্বতন্ত্র প্রার্থী এসএম শহিদুল ও মো.আকবর ও আলমগীর আজাদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন, সাধারণ সদস্য পদে ৪৭জন, ৭নং চন্দনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন তারা হলেন- আওয়ামীলীগের মনিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ ও ডালিম হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ৯জন, সাধারণ সদস্য পদে ৪৭জন, ৯নং হেলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, তারা হলেন- আওয়ামীলীগের আনছার আলী সরদার, স্বতন্ত্র প্রার্থী আবু তালেব সরদার, মাজেদ বিশ্বাস, ইকবাল হোসেন ও মোয়াজ্জেম হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১৮জন, সাধারণ সদস্য পদে ৩৮জন, ১১নং দেয়াড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, তারা হলেন- আওয়ামীলীগের মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম হোসেন, মিনাজ উদ্দিন, আবু বককার সিদ্দীক, নাজমা পারভীন ও আব্দুল মান্নান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন, সাধারণ সদস্য পদে ৪৫জন, ১২নং যুগিখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, তারা হলেন- আওয়ামীলীগের রবিউল হাসান, স্বতন্ত্র প্রার্থী এরশাদ আলী, আবুল বাশার ও ওজিয়ার রহমান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন, সাধারণ সদস্য পদে ৩৬জন।’
আসন্ন ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫জন সরকারি কর্মকর্তাকে ২টি করে ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন- ১নং জয়নগর ও ২নং জালালাবাদ ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার মো.নুরে আলম, ৩নং কয়লা ও ৯নং হেলাতলা ইউনিয়নে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, ৪নং লাঙ্গলঝাড়া ও ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, ৬নং সোনাবাড়িয়া ও ৭নং চন্দনপুর ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ এবং ১১নং দেয়াড়া ও ১২নং যুগিখালী ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার রয়েছে ১নং জয়নগর ইউনিয়নে ১২৭৫৫জন, এর মধ্যে পুরুষ ৬৩৪৯ ও মহিলা ৬৪০৬, ২নং জালালাবাদ ইউনিয়নে ১৫৬১২জন, এর মধ্যে পুরুষ ৭৮৮০ ও মহিলা ৭৭৩২, ৩নং কয়লা ইউনিয়নে ৭৫৭৪জন, এর মধ্যে পুরুষ ৩৭৬১ ও মহিলা ৩৮১৩, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে ৯৬২৭জন, এর মধ্যে পুরুষ ৪৭৪১ ও মহিলা ৪৮৮৬, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে ১৯২২৪জন, এর মধ্যে পুরুষ ৯৬৬২ ও মহিলা ৯৫৬২, ৭নং চন্দনপুর ইউনিয়নে ২২২০৫জন, এর মধ্যে পুরুষ ১১১৬৭ ও মহিলা ১১০৩৮, ৯নং হেলাতলা ইউনিয়নে ১৮১৫১জন, এর মধ্যে পুরুষ ৯০৯৮ ও মহিলা ৯০৫৩, ১১নং দেয়াড়া ইউনিয়নে ১৭৯৮৭জন, এর মধ্যে পুরুষ ৯০৪৮ ও মহিলা ৮৯৩৯ এবং ১২নং যুগিখালী ইউনিয়নে ১৩৪৪৬জন, এর মধ্যে পুরুষ ৬৭৬৯ ও মহিলা ৬৬৭৭জন।’
‘নিজের ভোট নিজে দিতে পারবেন’- এমন প্রত্যাশার কথা জানিয়ে সাধারণ ভোটাররা বলছেন, ‘যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিতে চান। নির্বাচন মূলত সকল ধর্ম-বর্ণ-গোষ্ঠির তথা সার্বজনীন আনন্দ উৎসব। সেই উৎসব যেনো অটুট থাকে। হার-জিত যেটাই হোক, সংশ্লিষ্ট প্রশাসন, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকাটা জরুরী। আমরা সবাই কলারোয়ার সন্তান, দিন শেষে আমরা আমরা-ই।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)