মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’

শেষ পর্যন্ত সাতক্ষীরা-১ আসনে চমক দেখালেন নৌকার স্বপন

‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’- এই কথাটি আবারো প্রমানিত হলো সাতক্ষীরা-১ আসনে প্রার্থীতায়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম চমক দেখা গেলো তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে।

এই আসনে শেষ হাসি হাসলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। সম্প্রতি ১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন দিয়েও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শেষ পর্যন্ত ফের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে মনোনয়ন তালিকায় স্থান দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে সারা দেশে ২৯৮টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালিকায় সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পান কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এর কিছু দিন পর ১৪ দলীয় জোটের ৭টি আসন ছেড়ে দেয়ার ঘোষনা আসে। সেখানে জাসদের (ইনু) ৩টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৩টি ও জাতীয় পার্টির (জেপি) ১টি আসন ছেড়ে দেয় আওয়ামীলীগ। ওয়ার্কার্স পার্টির জন্য ছেড়ে দেয়া ৩টির মধ্যে সাতক্ষীরা-১ আসনে দলটির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহকে আ.লীগ নেতৃত্বাধীন ১৪দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষনা আসে। ওই ঘোষনায় কলারোয়ায় মুস্তফা লুৎফুল্লাহ সমর্থকরা আনন্দ উল্লাসও করেন। পরদিন মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করে ফিরোজ আহম্মেদ স্বপন সমর্থকরা নেতাকর্মীরা।
এরই মাঝে জাতীয় পার্টির সাথে আসন সমঝোতার প্রেক্ষিতে বারবার আলোচনায় আসে সাতক্ষীরা-১ আসনটি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখতের নাম উঠে আসে নতুন সম্ভাব্য তালিকায়। কয়েকটি জাতীয় পত্রিকাতেও ওয়ার্কার্স পার্টিকে বাদ দিয়ে জাতীয় পার্টির সৈয়দ দীদার বখতকে আসন ছেড়ে দেয়া হবে বলে খবর প্রকাশিত হয়।

এমনই নানান গুঞ্জন আর আশা-নিরাশার খবরে ১৭ ডিসেম্বর বিকেলে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। আবারো প্রমানিত হলো- ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’। শেষ পর্যন্ত চমক দেখালেন ফিরোজ আহম্মেদ স্বপনই।
ওয়ার্কার্সপার্টির ৩টি আসন কমিয়ে ২টি রাখা হয়েছে বলে জানা গেছে। সেখানে সাতক্ষীরা-১ আসনে ফের আওয়ামীলীগ মনোনীত ফিরোজ আহম্মেদ স্বপনকে প্রার্থী তালিকায় রাখা হয়।

শেষপর্যন্ত ফিরোজ আহম্মেদ স্বপনের মনোনয়ন পাওয়ার খবরে রবিবার বিকেলে কলারোয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। কলারোয়া ফুটবল মাঠ থেকে বের হওয়া আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের কলারোয়া ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আতশবাঁজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন নেতাকর্মী ও সমর্থকরা।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও জাসদের প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু।
ফলে চূড়ান্ত প্রার্থী থাকলেন যারা- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম মুজিবুর রহমান (সরদার মুজিব), জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত, তৃণমূল বিএনপির সুমি ইসলাম, মুক্তিজোটের শেখ মো. আলমগীর, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে ক্রীড়ামুখী হতে হবে : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও তারুণ্যের উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি: (২৪ শে ফেব্রুয়ারি)সোমবার বেলা সাড়ে ১১ টায় কলারোয়া আলিয়া সিনিয়রবিস্তারিত পড়ুন

কলারোয়ার গাছে গাছে ফুটেছে বসন্তের শিমুল-পলাশ-কাঞ্চন আর বাসন্তী

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়ায় ঋতুরাজ বসন্তের প্রকৃতি সেজে ওঠেছে তারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবৈধভাবে পাখি শিকারের অপরাধে যুবককে জরিমানা, এয়ারগান ও গুলি জব্দ
  • কলারোয়ায় যুবক-যুবতীদের কারিগরী প্রশিক্ষণ শেষে সিসিডিবি’র সনদ প্রদান
  • জেলা বিএনপি’র সমাবেশ সফল করার লক্ষ্যে কলারোয়ায় বিএনপি’র প্রস্তুতি সভা
  • কলারোয়ার আটুলিয়ায় ফুটবল টুর্নামেন্টে কাঠুরিয়া চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় স্কাউটসের প্রতিষ্ঠাতা (বিপি) দিবস পালিত
  • কলারোয়ায় স্কাউটসের বিপি দিবস উদযাপিত
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত
  • কলারোয়ায় চেকের মামলায় যুবদল নেতা টুটুল গ্রেফতার
  • কলারোয়ায় যুব জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • কলারোয়ায় ৪জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলো মানবতা গ্রুপ
  • ‘বাংলা ভাষার জন্য আগে চাই ভালোবাসা’
  • বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করলো কলারোয়া