সমন্বয়কদের চাঁদাবাজির খবর দেখে বেদনায় নীল হয়ে গিয়েছি : মির্জা ফখরুল


সম্প্রতি রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার খবর দেখে ‘বেদনায় নীল’ হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পাঁচ সমন্বয়ক গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, পত্রিকার পাতা খুলেই মনে হলো- বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখি, পুলিশ পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে। তারা একটি বাড়িতে ঢুকে এক সাবেক সংসদ সদস্যের কাছ থেকে ৫০ লাখ টাকা আদায় করেছে।
তিনি বলেন, এই কি পরিণতি, এটিই কি আমরা চেয়েছিলাম? দেশের মানুষ কি কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, এক বছরও হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কী?
মির্জা ফখরুল বলেন, আজ টেলিভিশনে, পত্রপত্রিকায় বারবার করে ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের নেতা-কর্মীরা যাদের তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে-পিটিয়ে মারা হয়েছিল, এমনকি আমাদের জুনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয়নি। কই, আমাদের সাংবাদিক ভাইয়েরা তো তাদের ছবি ছাপেন না। আমি অনুরোধ করব, প্লিজ, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। এবং যার যে অবদান আছে, সেটাকে স্বীকার করবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে একটি পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে এখন কেউ কথা বলে না। অথচ দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়া তার জীবন ও সবকিছু ত্যাগ করেছেন। খালেদা জিয়াকে নিয়ে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিএনপিকে বেকায়দায় ফেলতে যারা নানা রকম চাপ সৃষ্টি করছে, তাদের সে চেষ্টা কখনোই সফল হবে না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন, কিন্তু পাশাপাশি ইঙ্গিত করছেন যেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না- এ ধরনের বক্তব্য সঠিক নয়। বরং আমরা সবসময় তাদের সংস্কার কর্মসূচিতে সহযোগিতা করছি এবং সবাইকে নিয়ে কাজ করতে আগ্রহী।
গত ১৫ বছরে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তবুও কেউ একবারের জন্যও আত্মসমর্পণ করেননি। আমি জোর দিয়েই বলছি- আমাদের কোনো নেতা সেই সময় মুচলেকা দেননি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনবিস্তারিত পড়ুন

পাইলট তৌকিরের দা/ফ/ন সম্পন্ন
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফনবিস্তারিত পড়ুন

বাড়িতে পৌঁছেছে পাইলট সাগরের লা/শ
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের লাশবিস্তারিত পড়ুন