মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংগঠনিক রদবদল সোনিয়া গান্ধীর, পরামর্শ দিতে ছয় সদস্যের কমিটি গঠন

সংগঠনকে ঢেলে সাজালেন কংগ্রেসের অন্তবর্তকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বদল করা হয়েছে দলের নীতি নির্ধারক কমিটি অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে। তেমনি বদল ঘটানো হয়েছে ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি’ (এআইসিসি)’এর কয়েকটি সাধারণ সম্পাদক পদেও। এর পাশাপাশি পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা বদল করা হয়েছে।

গত মাসেই নেতৃত্ব বদল চেয়ে সোনিয়াকে চিঠি লেখেন ২৩ জন বিক্ষুব্ধ নেতা। এরপরই সংগঠনে এই রদবদল সোনিয়ার। এই বিক্ষুব্ধদের অনেকে যেমন বাদ পড়েছেন তেমনি কেউ কেউ নতুন সংগঠনে বড় দায়িত্বও পেয়েছেন। শুক্রবার রাতে হঠাৎ করেই দলে আমূল পরিবর্তন আনে দলনেত্রী সোনিয়া।

দলের সংগঠনে সবচেয়ে বড় পরিবর্তন হল সাধারণ সম্পাদকের পদ থেকে সিনিয়র নেতা ও রাজ্যসভায় কংগ্রেসের নেতা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ গুলাম নবি আজাদ-কে সরিয়ে দেওয়া। হরিয়ানায় দলের পর্যবেক্ষকের দায়িত্ব থেকেও আজাদকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিবেক বনসালকে।
গুলাম নবি আজাদের মতোই দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোতিলাল ভোরা, অম্বিকা সোনি ও মল্লিকার্জন খাড়গে, লুইজিনো ফালেরিও’এর মতো সিনিয়র নেতাদের।

পরিবর্তে সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে মুকুল ওয়াসনিক, হরিশ রাওয়াত, ওমান চন্ডী, তারিক আনোয়ার, প্রিয়াঙ্কা গান্ধী, রণদীপ সিং সুরজেওয়ালা, জিতেন্দ্র সিং, কে.সি.বেণুগোপাল এবং অজয় মাকেন-কে।

ওয়ার্কিং কমিটিতেও বদল আনা হয়েছে। সেখানে ২২ জন স্থান পেয়েছেন। সোনিয়া গান্ধী ছাড়াও সেখানে আছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুল গান্ধী, এ.কে.অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, হরিশ রাওয়াত, কে.সি.বেণুগোপাল, মল্লিাকার্জুন খাড়গে, মুকুল ওয়াসনিক, ওমান চন্ডী, অজয় মাকেন, প্রিয়াঙ্কা গান্ধী, পি চিদাম্বরম, জিতেন্দ্র সিং, তারিক আনোয়ার, রণদীপ সিং সুরজেওয়ালা, গৈখাঙ্গাম, রঘুবীর সিং মীনা এবং তরুণ গগৈ।

এদিন ছয় সদস্যের এক বিশেষ কমিটিও তৈরী করেন সোনিয়া। যাদের কাজ হবে সোনিয়াকে সংগঠনের কাজে সহায়তা করা। সেখানে স্থান পেয়েছে বিদ্রোহীদের অন্যতম নেতা মুকুল ওয়াসনিক। এছাড়াও ওই কমিটিতে স্থান পেয়েছেন গান্ধী পরিবারের পাঁচ অনুগত- এ.কে.অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি, কে.সি.বেণুগোপাল ও রণদীপ সিং সুরজেওয়ালা।

নেতৃত্ব বদল চেয়ে সোনিয়াকে চিঠি লিখেও দলে পদোন্নতি হয়েছে অন্যতম বিদ্রোহী নেতা জিতিন প্রসাদ’এর। তাকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর আইল্যান্ডের পর্যবেক্ষকের দায়িত্ব।

তেলেঙ্গানার দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলের অনুগত মনিক্কাম টেগোরকে। ঠিক তেমনি পাঞ্জাবে দায়িত্ব দেওয়া হয়েছে হরিশ রাওয়াত, কেরালা ও লাক্ষাদ্বীপের দায়িত্ব দেওয়া হয়েছে তারিক আনোয়ার, আসামের দায়িত্ব দেওয়া হয়েছে জিতেন্দ্র সিং’কে এবং অন্ধ্রপ্রদেশের দায়িত্ব পেয়েছেন ওমান চন্ডী। গোটা উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে।

সোনিয়া সংগঠনে যে পরিবর্তন করলেন তাতে একটা বিষয় স্পষ্ট যে যাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই হয় রাহুল অথবা গান্ধী পরিবারের অনুগত। সেক্ষেত্রে অনেকেরই অভিমত দলের আসন্ন অধিবেশনে দলের দলের পূর্ণ সভাপতির পদে রাহুলের পথ পরিষ্কার করতেই সংগঠনে এই রদবদল।

একই রকম সংবাদ সমূহ

বিমানে ঘুমন্ত নাবালিকাকে ধ*র্ষণ ভারতীয় ব্যবসায়ীর!

মুম্বাই থেকে সুইজারল্যান্ডগামী বিমানের একটি ফ্লাইটে ঘুমন্ত এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একবিস্তারিত পড়ুন

১৩ বছরে প্রথমবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ওবিস্তারিত পড়ুন

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম শুরু হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • প্রথমবারের মতো গাজা সিটিতে দুর্ভিক্ষের কথা নিশ্চিত করলো আইপিসি
  • ভারতে ‘সস্তা’ রুশ তেলের শীর্ষ উপকারভোগী আম্বানি
  • শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রে*ফতার
  • ভারতের জন্য তেলের দামে ৫ শতাংশ ছাড় ঘোষণা রাশিয়ার
  • গাজাযু*দ্ধে ১৯ হাজার শিশু হ*ত্যা করেছে ই*সরায়েল
  • কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • নাইজেরিয়ায় নামাজের সময় বন্দু*কধারীদের হাম*লা, নিহ*ত ২৭
  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রে*প্তার
  • যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি
  • প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
  • নোবেল পুরস্কার চাই ট্রাম্পের, বললেন নরওয়ের মন্ত্রীকে