মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ মার্চ) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইসু মিয়া স্মৃতি সংসদের আয়োজনে সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম খলিলুল্লাহ ঝড়–’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন মীর ইশরাক আলী ইসু মিয়ার জ্যৈষ্ঠ পুত্র গণমানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, দেশের ক্রীড়াঙ্গণে সাতক্ষীরার সন্তানেরা শীর্ষে অবস্থান করছে। যেসব দেশ ক্রিকেটের জনক সেই সব দেশকে আজ ক্রিকেটে বাংলাদেশের ছেলেরা সেই সব দেশকে পরাজিত করছে। আমাদের ছেলে মেয়েরা পতাকা হাতে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকা যখন পতপত করে উড়িয়ে উল্লাস করে তখন আমি মনে করি ৩০ লক্ষ শহীদের রক্ত সার্থক হয়েছে বলে গর্বিত হই।

তিনি আরো বলেন, গোটা জাতি করোনাকালীন সময়ে হতাশাগ্রস্থ হয়ে ভয়াবহ জীবন অতিবাহিত করছিল। পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের দেশ করোনাকালীন সময়ে অনেক ভাল ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে বলিষ্ঠ পদক্ষেপে আমরা করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

মহান আল্লাহ তায়ালার রহমতে অনেক স্বাভাবিক হয়ে গেছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার , জেলা ক্রীড়া সংস্থাসহ খেলোয়াড়দের সকলের প্রচেষ্টায় এ টুর্নামেন্ট সার্থক হয়েছে।” ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল লতিফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, মীর এশরাক আলী ইসু মিয়ার পুত্র জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দৈনিক যুগরবার্তা সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতীরীগের সভাপতি কাজী মারুফ, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তানজীম কালাম তমাল, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইকবাল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, মো. রুহুল আমিন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, শেখ হেদায়েতুল ইসলাম, হাফিজুর রহমান খান বিটু, কাঁকন, এ্যাড. গনি, মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পিতার স্মরনে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় অংশ নেয় মুনজিতপুর ক্রিকেট একাডেমি বনাম সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। খেলায় টসে জিতে মুনজিতপুর ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে ফিল্ডিং এ আমন্ত্রণ জানায়।

মুনজিতপুর ক্রিকেট একাডেমি ১৭.৪ ওভারে সব’কটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ১০ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন দিদারুল আলম জনি ও সঞ্জীব ব্যানার্জী। ম্যাচ রেফারী ছিলেন ফিরোজ রহমান, স্কোরার ছিলেন বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু। ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর খেলায় ৮টি দল অংশ নিয়েছে।

সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ জাতীয় দলের সাবেক খেলোয়াড় রবিউল ইসলাম শিবলু এই ফাইনাল খেলার মধ্য দিয়ে খেলা থেকে অবসর গ্রহণ করে। এসময় খেলা উপভোগ করতে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাজান হোসেন শাহিন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুর রহিম : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : “এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে সেমিফাইনালে  ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়লাভ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
  • খুলনাকে প্রথম হারের স্বাদ দিল রাজশাহী
  • কলারোয়ায় টিটিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
  • মাশরাফি-সাকিবের পরিণতি দেখে রাজনীতি করার ইচ্ছে নেই আফ্রিদির!
  • জাতীয় দলে আর খেলছি না, আফ্রিদিকে জানালেন তামিম
  • ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’
  • আল-আকসায় ধর্মীয় পোশাকে রোনালদো’র সাথে তাঁর স্ত্রী
  • চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
  • ‘বাংলাদেশকে বৈষম্যমুক্ত দেখতে চাই’ : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ ও পুরস্কার বিতরণ
  • ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
  • যুব এশিয়া কাপ ক্রিকেট : ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ