রবিবার, মে ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচনের প্রচারণা তুঙ্গে

৫ নভেম্বর শুক্রবার সাতক্ষীরা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সম্মিলিতভাবে বা ব্যক্তিগতভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। আবার কেউ কেউ ভোটারদের আকৃষ্ট করতে ডিজিটাল প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছে।

নির্বাচনে ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভবনে অবস্থিত নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন।
একদিকে আছে সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের পরীক্ষীত আম্পায়ার নবীন-তারুণ সমন্বয়ে গঠিত সম্মিলিত আম্পায়ার ঐক্য পরিষদ।
অপরদিকে সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের অভিজ্ঞ আম্পায়ারদের সমন্বয়ে গঠিত শফি-মুকুল-হিরন পরিষদ।

দুটি প্যানেল থেকে সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফি মনোনয়নপত্র সংগ্রহ করায় সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
সেক্ষেত্রে দুটি প্যানেলে ১১টি পদে নির্বাচন হবে।

সম্মিলিত আম্পায়ার ঐক্য পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি (বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী), সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সহকারী সাধারণ সম্পাদক, টাউন স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার, ক্রিকেট মাঠের নিয়মিত মুখ, সাজেক্রীস সদস্য মো. ইদ্রিস আলী বাবু, সহকারী সাধারণ সম্পাদক পদে সুলতান পুর ক্লাবের সাবেক ক্রিকেটার খন্দকার কবির হাসান দিপু, কোষাধ্যক্ষ পদে সাবেক কৃতক্রিকেটার টাউন স্পোর্টিং ক্লাবের উইকেটরক্ষক সাজেক্রীস যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক পদে সুলতান পুর ক্লাবের শেখ আখেরুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য পদে একসময়ে জেলাসহ দেশের বিভিন্ন ক্রিকেট ক্লাবের হয়ে খেলা আল আমিন কবির চৌধুরী ডেভিড, সাইফ উদ্দীন আহমেদ মুকুল, মো. লুৎফর রহমান সৈকত, মো. আশরাফুল হুদা, মো. অহিদুজ্জামান শামীম, শেখ দারুজ্জামান রুবেল ও মনজুরুল হাসান আকাশ ত্রি-বার্ষিক নির্বাচনে জোর প্রতিদ্ব›দ্বীতা করছেন।

অপরদিকে, শফি-মুকুল-হিরন পরিষদের সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী), সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সা. সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় সভাপতি, পিকে ইউনিয়ন ক্লাবের সাবেক ক্রিকেটার, সাজেক্রীস সদস্য আ ম আক্তারুজ্জামান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক পদে শেখ আসিফ কবির হিরন, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক পদে কাজী মো. ফরহাদ ও কার্যনির্বাহী সদস্য পদে শেখ রফিকুর রহমান লাল্টু, মো. সাইফুল হুদা খান তুহিন, মো. জেহাদ হোসেন, মো. মহসীন আলী, মো. ফরহাদ হোসেন, শেখ মোস্তফা আজাদ নয়ন ও মো. আসাদুজ্জামান প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এর আগে ঘোষিত তফশীল অনুযায়ী ১৯ অক্টোবর থেকে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। সেদিন ১২টি পদের বিপরীতে ২৫ মনোনয়ন পত্র সংগ্রহ করে প্রার্থীরা এবং মনোনয়ন পত্র জমাদেন ২৩ অক্টোবর। এছাড়া নির্বাচনে প্রতিদ্ব›দ্বীকারী বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৫ অক্টোবর এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮ অক্টোবর। নির্বাচনে ২টি প্যানেলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২৯ অক্টোবর।

আগামী ৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভবনে অবস্থিত নির্বাচন কমিশনারের কার্যালয়ে।
একই দিন ভোট গ্রহণ শেষে গননা ও ফলাফল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মো.আশরাফুজ্জামান আশু।

নির্বাচনে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবে।

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে।
সৌজন্যে: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে পুশইন হওয়া বাংলাদেশি ফেরত পাঠানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবিএম কাইয়ুম রাজ: ভারত থেকে পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিকবিস্তারিত পড়ুন

সুন্দরবনে ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজী হাবিব, সাতক্ষীরা: সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ওবিস্তারিত পড়ুন

পুশইন ঠেকাতে জনগণের সহযোগিতা চাইলেন বিজিবি ডিজি

ভারতের পুশইন প্রতিরোধে জনগণের সহযোগিতা চেয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদ
  • সাতক্ষীরায় সন্ত্রাসী হাসান ও তার স্ত্রীর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
  • সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন: আবুল কাসেম সভাপতি, আসাদুজ্জামান সম্পাদক
  • সাতক্ষীরায় বিডিএফ প্রেসক্লাবের চড়ুইভাতির আয়োজনে কাব্যিক আড্ডা
  • শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাহিত্যপাতায় লেখা আহবান
  • স্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • সাতক্ষীরার জেয়ালা যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
  • নলতায় শিশুতোষ গ্রন্থ ও লিটল ম্যাগাজিন ‘মিতালী’র বর্ণাঢ্য প্রকাশনা উৎসব
  • সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভা
  • সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদকের পদত্যাগ