শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, ডিসেম্বর ৭, ২০২০

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়া থানার ৫ পুলিশ অফিসারের বিদায় সংবর্ধনা

কলারোয়া থানায় ৫ পুলিশ অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে থানার গোল চত্বরে ৫ অফিসারের বদলী উপলক্ষে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এসআই সূবীর কুমার ঘোষ, এএসআই মফিজুর রহমান এবং এএসআই নূর আলী অন্যত্র বদলী হওয়ায় কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুলবিস্তারিত পড়ুন

কলারোয়া‌‌‍‍র বুঝতলা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু জাফর হোসাইনের ইন্তেকাল

কলারোয়া‌‌‍‍র বুঝতলা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্জ্ব মাওলানা আবু জাফর মোহাম্মাদ হোসাইন ইন্তেকাল করেছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার জালালাবাদ গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৪ সালে থেকে বুঝতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন শেষে ২০১০ সালে অবসর গ্রহণ করেন। মাদ্রাসা সূত্রেবিস্তারিত পড়ুন

পঞ্চগড়ের জলপাই যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে

দেশে জনগোষ্ঠী বৃদ্ধির সাথে সাথে বাড়ছে নানা চাহিদা। বেড়ে যাচ্ছে সব ধরনের কাঁচা পন্যেরও। পঞ্চগড়ে এক সময় জলপাই সাধারনত যতুটুক দরকার সেটুকু পূরন করে পাড়া প্রতিবেশী বা স্বজনেরা গাছের জলপাই পেড়ে নিয়ে নিজের প্রয়োজনে আচার তৈরী করতো। কেউ জলপাই নষ্ট করবে বা কাউকে বিনা প্রয়োজনে দিয়ে দিবে তেমনটি এখন আর নেই। এখন জলপাই গাছে জলপাই হলেই তা যত্ন সহকারে দেখেভাল রাখা হয়। কারণ দূরদুরান্তের ব্যবাসায়ীরা বাজারে এসে জলপাই কিনছে। অপরদিকে ফরিয়াবিস্তারিত পড়ুন

ভাসানচরের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সুযোগ চায় জাতিসংঘ

ভাসানচর রোহিঙ্গাদের পুনর্বাসনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সির (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। তিনি বলেছেন, ওইসব রোহিঙ্গার সঙ্গে কথা বলার সুযোগ চায় ইউএনএইচসিআর এবং জাতিসংঘের অংশীদাররা। তারা বুঝতে চায় ওইসব রোহিঙ্গার আকাঙ্খা সম্পর্কে এবং ওই দ্বীপে তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে চায়। রোববার তিনি এ নিয়ে একটি টুইট করেছেন। তাতে ফিলিপ্পো বলেছেন, যেকোন স্থানান্তর অবশ্যই স্বেচ্ছায় এবং জ্ঞাত সিদ্ধান্তের ভিত্তিতে হতে হবে। এ খবর দিয়েছে অনলাইন ইউএন নিউজ। এতে বলাবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে

কলারোয়ায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আ.লীগের বিক্ষোভ

কলারোয়ায় স্বাধীনতার পরাজিত শক্তি উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল তিনটার দিকে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌরাস্তা মোড়ের গোলচত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কলারোয়া আ.লীগ সভাপতির নেতৃত্বে বিক্ষোভ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কলারোয়া আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পশুহাট মোড় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌ-রাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে চেয়ারম্যান প্রার্থী ভূট্টোলাল গাইনের কর্মীসভা

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ‌‌‌ভূট্টোলাল গাইনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আইচপাড়া‌ গ্রামে অনুষ্ঠিত ওই কর্মীসভায় অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু নিরঞ্জন সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূট্টোলাল গাইন, মাস্টার আজিবর রহমান, মাস্টার আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান, মাস্টার আব্দুল জব্বার, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আবু তালেব, নাছির উদ্দিন, শওকাত আলী, সহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্তিক চন্দ্র পাল। এসময় স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

কলারোয়ায় সাবেক এজিএস মোস্ত’র পিতার মৃত্যু

কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্ত’র পিতা মাওলা বাক্স (৮৯) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র, ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন আছর নামাজের পর ঝিকরা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেনবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলারোয়ায় ‘মানববন্ধন’ করেছে বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়ে অনুষ্ঠিত প্রতিবাদে সহমত পোষন করে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন