শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, জুলাই ২, ২০২১

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দেশে আসলো মডার্নার ১৩ লাখ ডোজ করোনার টিকা

কোভ্যাক্স থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালানে ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। এছাড়া চীনের সিনোফার্মের ২০ লাখ টাকাও অল্প সময়ে পৌঁছে যাবে। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার এই চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে এক আনুষ্ঠানিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৯৩ এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

সাতক্ষীরা-৯৩ এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসএসসি ৯৩ ব্যাচ ও অতিরিক্ত জেলা প্রশাসক এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন এনডিসি আজহার আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আমিন। সাতক্ষীরা-৯৩ ফ্রন্ট লাইনার বন্ধুদের মধ্য থেকে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু। এসময় আরো উপস্থিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় লকডাউনে প্রশাসনের কঠোর নজরদারি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

কলারোয়ায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সফল করতে মাঠে নেমেছেন প্রশাসন। ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিলো পুলিশ। শুক্রবার (২ জুন) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সবজি বাজার, মাছ বাজার ও মুদি দোকান খোলা থাকলেও অনান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ। পৌর সদরসহ উপজেলার দেয়াড়া, খোর্দ্দ, সরসকাটি, বামনখালি, সোনাবাড়িয়া, গয়ড়া, বালিয়াডাঙ্গা হাট-বাজার ও গুরুত্বপূর্ন স্থানে কড়া নজরদারিতে পুলিশ মোতায়েন রাখা হয়। এলাকা ভিত্তিক জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় চলাচলসহ বাজারে প্রবেশ করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চলছে কঠোর লকডাউন, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, আক্রান্ত আরো ৫৭

সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে এবং সাতক্ষীরা জেলা ভিত্তিক চারদফা লকডাউনের শেষ দিনে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা শহরে মহড়া দিতে দেখা গেছে সেনাবাহিনীসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যদের। সাতক্ষীরা জেলায় স্থানীয় জেলা প্রশাসন ঘোষিত লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। যে কারণ কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজিনীয় জিনিষপত্রের বেচাকেনা বেলা ১১ টার মধ্যে শেষ করতে হয়েছে।বিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে গৃহবধধুর আত্মহত্যা

রাজগঞ্জে কোহিনুর খাতুন (২৬) নামের এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। কোহিনুর ওই গ্রামের কৃষক এনামুল সরদারের মেয়ে। এই ঘটনায় নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিটন মিয়া ঘটনাস্থলে যান এবং শুক্রবার বিকালে তিনি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এসআই লিটন বলেন, রাতের খাবারবিস্তারিত পড়ুন

ফায়ার সার্ভিস কর্মীদের মাস্ক দিলেন মানবিক কলারোয়া ফাউন্ডেশন

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকতাদের ৫ শতাধিক মাস্ক ও হ্যান্ড স্যানীটাইজার উপহার দিয়েছে মানবিক কলারোয়া ফাউন্ডেশন। শুক্রবার (০২ জুলাই) বিকাল ৪ টায় কলারোয়া ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের অফিসার ইনর্চাজের কাছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন (রিয়াজ) এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শেখ অন্তিক ইসলাম এবং যুগ্ন সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান তানভীর প্রমুখ। এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে কলারোয়া বাজারে জনসাধারণের মাঝে মাস্কবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই। শুক্রবার (২ রা জুন) সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭পু, ৬কন‍্যা, ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকালে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আছর বাদ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন

কলারোয়ার লাঙলঝাড়ায় দুই ফুটবল টিমকে জার্সি ও ফুটবল দিলেন ছাত্রনেতা রেজওয়ান

কলারোয়ার লোহাকুড়ায় দুটি ফুটবল টিমকে দুই সেট জার্সি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের কেএল আদর্শ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের আগে ওই জার্সি প্রদান করেন ছাত্রলীগ নেতা এস এম রেজওয়ান জামিল। একই সাথে দুটি ফুটবল উপহার দেন তিনি। এসময় নতুন প্রজন্মের যুবকরা উপস্থিত ছিলেন।  

করোনায় দেশে আরো মৃত্যু ১৩২ জনের, শনাক্ত ৮৪৮৩

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৭৮ জনে। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৮ হাজার ৪৮৩ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। এর আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লকডাউনেও কমছে না করোনা সংক্রমন

একটানা চার সপ্তাহের বিধি নিষেধের পরও সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতির উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ঐ দিন সনাক্তের গড়ও ছিল ৫০ শতাংশের কাছাকাছি।আজ শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ। দেশের ৬২তম জেলা হিসেবেবিস্তারিত পড়ুন