শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লকডাউনেও কমছে না করোনা সংক্রমন

একটানা চার সপ্তাহের বিধি নিষেধের পরও সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতির উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ঐ দিন সনাক্তের গড়ও ছিল ৫০ শতাংশের কাছাকাছি।আজ শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ।

দেশের ৬২তম জেলা হিসেবে গত বছর ২৬ এপ্রিল সাতক্ষীরাতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে মাঝে মধ্যে দু’একজনের করোনা ভাইরাস শনাক্ত হতে থাকে। একপর্যায়ে করোনাভাইরাসের কথাও জেলার মানুষ ভুলতে বসে। ঠিক এমন সময়ে গত এপ্রিলে সারাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমন শুরু হলে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভারত থেকে ফিরে আসা তিন শতাধিক বাংলাদেশী নাগরিককে বেনাপোল স্থল বন্দর থেকে কোয়ারেন্টাইনের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তাদের মধ্যে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর গত ২৭ মে থেকে জেলায় করোনার ব্যাপক সংক্রমন শুরু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ৩ হাজার ৪২৩ জন। শনাক্তের হার ২৬ দশমিক ২৮ শতাংশ। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭৪ জন এবং উপসর্গে মারা গেছেন ৩৫০ জন। ১ জুলাই চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৮০৯ জন। এরমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৯জন চিকিৎসাধীন ছিলেন। অন্যারা বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন করোনা আক্রান্ত ছাড়াও আরও ২৫০ জন উপসর্গের রোগী ভর্তি ছিলেন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫৪০ জন।

এদিকে জেলায় এ পর্যন্ত শনাক্ত ৩ হাজার ৪২৩ জন করোনা রোগীর মধ্যে ১ হাজার ৮০৫ জন শনাক্ত হয়েছে গত জুন মাসের ৩০ দিনে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৪০৫ জনের। জুন মাসে শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ।

এরপূর্বে গত মে মাসের ৩১ দিনে জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৫৫ জনের। এ সময় শনাক্ত হয় ৩০৫জনের। মে মাসে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।

তারপূর্বে গত ২৬ এপ্রিল ২০২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয় ৭ হাজার ২৬৬ জনের। ৩৭০ দিনের ঐ নমুনা পরীক্ষায় জেলা শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১৩ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ০৭ শতাংশ।

এদিকে জুন মাসে সাতক্ষীরা জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখনো সংক্রমনের উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। জেলার গড় শনাক্তের হার এখনো ২৬ শতাংশের উপরে। জুন মাসের ১১ দিন জেলায় গড় শনাক্ত ছিল ৫০ শতাংশের উপরে। এরমধ্যে ১২ জুন ৬৪ দশমিক ২ এবং ১৮ জুন ৬০ দশমিক ৮৭ শতাংশ ছিল। জুন মাসের শেষ দিনে শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ০৬ শতাংশ।

এদিকে সংক্রমনের এই উর্দ্ধগতিতে জেলায় চলছে চতুর্থ সপ্তাহের লকডাউন। আজ লকডাউন শেষ হওয়ার কথা। এরপর আর বাড়বে কিনা সেটি জেলা করোনা প্রতিরোধ কমিটি সিদ্ধান্ত নিবে। এদিকে বৃহস্পতিবার সারাদেশব্যাপি শুরু হওয়া লকডাউনে কাঁচা বাজারসহ বেশকিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা বেশি থাকলেও সাতক্ষীরার জন্য সেটি থাকছে না। পূর্বের নিয়মে আজ সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কাঁচাবাজারসহ জরুরি পণ্যের দোকানপাট খোলা থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা দেয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলায় কমিউনিটি পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তরের উইকেয়ার প্রকল্পের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সড়ক ও জনপদ অধিদপ্তরের পশ্চিম অর্থনৈতিক করিডোর এবং আঞ্চালক বিকাশবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দোকান ঘর ভাংচুর ও মালামাল লুট করে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • কলারোয়ায় আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় ভেজাল আইসক্রীমে সয়লাব, শিশুরা মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে
  • কলারোয়া শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে সম্পাদকসহ ৩পদে বিজয়ী যারা
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে ওসির মতবিনিময় সভা
  • কলারোয়ায় বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো এক শিশুর
  • কলারোয়ায় আম বাগানে বৃদ্ধের ঝুল*ন্ত লা*শ
  • কলারোয়ায় শিশুদের শিক্ষামূলক প্রতিযোগিতা
  • কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা!
  • কলারোয়ায় চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
  • সাতক্ষীরায় সেঁজুতি এমপির নগরঘাটার কাপাসডাঙ্গা ও কালীবাড়ির বাসন্তী পূজা প্ররিদর্শন
  • কলারোয়ায় তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি