সাতক্ষীরায় এসডিজির মধ্যবতী পর্যালোচনায় আঞ্চলিক জনসম্মিলন
সাতক্ষীরায় এসডিজির মধ্যবতী পর্যালোচনায় আঞ্চলিক জনসম্মিলনে বক্তারা বলেছেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রান্তিক মানুষকে টেকসই উন্নয়নের আওতায় আনতে হবে।
এসডিজির লক্ষ্যমাতা অর্জন করতে এবং ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে সরকারকে নানামুখী টেকসই উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে এবং একই সাথে সার্বজনীন উন্নয়নমূলক কমসূচি বাস্তবায়ন করতে হবে। এছাড়া প্রান্তিক মানুষকে টেকসই উন্নয়নের আওতায় এনে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় উন্নয়নন সংস্থা স্বদেশ আয়োজিত এসডিজির মধ্যবতী পর্যালোচনায় আঞ্চলিক জনসম্মিলনে মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় জনসম্মিলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এএসএম আবদুল ওয়াহেদ।
এসডিজি এ্যাকশন এলায়েন্স, বাংলাদেশের সহযোগিতায় জনসম্মিলন আয়োাজনে সহআয়োজক সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, দি পিপলস ভ্যাকসিন, গ্লোবালল কল টু এ্যাকশন এগেইনস্ট প্রোভাটি ও এনআরডিএস।
জনজম্মিলনে আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশকে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বঞ্চিত জনগোষ্ঠীর সামগ্রিক জীবনমান করতে হবে। সাবজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ ও কর সুবিচার নিশ্চিত করতে হবে। এছাড়া প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির মানুষকে শুধুমাত্র সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনলে হবে না। তাদেরকে টেকসই উন্নয়নের আওতায় এনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়ন করতে হবে। টেকসই উন্নয়ন বাস্তবায়নে যথেষ্ট চ্যালেঞ্জ আছে সেগুলিকে বিবেচনায় নিতে হবে। আমরা বিগত দুই-তিন একাধারে করোনা মহামারীর সাথে বিশ^বাসীর সাথে লড়াই করেছি। সে কারণে আগামীর উন্নয়ন পরিকল্পনায় ভ্যাকসিন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেদিকেও আমাদের নজর দিতে হবে।
প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ আবদুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল, দৈনিক পত্রূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উন্নয়ন গবেষণক আসিফ ইকবাল, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক আবুল হোসেন, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উদীচির জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, বিপ্লবী ওয়ার্কার্স পাটির নেতা মুনসুর রহমান, তরুণ রাজনৈতিক কর্মী রুবেল হোসেন, উন্নয়নকর্মী মহুয়া মঞ্জুরী, শরিফুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী, শিক্ষক, গবেষক ও প্রান্তিক নারী-পুরষ অংশগ্রহণ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)