বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮ অক্টোবর বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার চিন্তাও করা হচ্ছে না, পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর বিএনপিসহ সমমনা দলগুলোর মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ বেশ উত্তপ্ত।

এমন পরিস্থিতিতে রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় ২৮ অক্টোবরের মহাসমাবেশসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পিটার হাস জানতে চেয়েছেন ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ওই ধরনের কোনো কর্মসূচি আমাদের নেই। তাঁরা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবেন। কর্মসূচি যদি তাঁরা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী পিটার হাসকে বলেন, ‘ঢাকায় আসা-যাওয়া বন্ধ করা হবে না। ঢাকায় আসা-যাওয়া সবারই প্রয়োজন। একটা রোগীর ঢাকায় আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন। সবকিছুই ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। বিএনপির নেতা-কর্মী আসবে তাঁদের কোনো বাধা দেওয়া হবে না কিংবা সে বিষয়ে কোনো চিন্তাও করা হচ্ছে না।’

আসাদুজ্জামান খান বলেন, ‘তাঁদের অনুরোধ করব, ঢাকা শহর একটি যানজটপূর্ণ শহর। এখানে দুই কোটির বেশি মানুষ বাস করে। ঢাকার রাস্তাঘাট মানুষে পরিপূর্ণ থাকে। সেখানে যদি ১০ লাখ বা এর চেয়ে বেশি লোক ঢুকে তাহলে তো একটা সমস্যা তৈরি হবে। সেগুলো যাতে তাঁরা না করে সে বিষয়ে অনুরোধ করা হবে। তাঁরা যাতে কোনো সহিংসতায় লিপ্ত না হয়, চলাচলের জায়গাটি তাঁরা যেন সচল রাখে। এটুকুই অনুরোধ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তারা সচেষ্ট থাকবে, যেন ঢাকা অচল না হয়। রাস্তাঘাট সচল রাখতে পুলিশ কাজ করবে। ২৮ তারিখ ঢাকা অচল করতে দেওয়া হবে না।’

একটি দেশের রাষ্ট্রদূত রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে এসেছেন। এটি কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্রশ্নটি আমি আপনার কাছে করতে চাই। আমার কথা হলো, তিনি আসছেন তিনি একটি দেশের রাষ্ট্রদূত তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমরা উত্তর দিয়েছি। এটা করতে পারে কি পারে না—সেটা দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আছে।’

একই রকম সংবাদ সমূহ

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধানবিস্তারিত পড়ুন

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকবিস্তারিত পড়ুন

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেলবিস্তারিত পড়ুন

  • জুলাই সনদের যে ৩ দফায় আপত্তি বিএনপির
  • ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: বিএফআইইউ প্রধানকে বাধ্যতামূলক ছুটি
  • হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা
  • শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব রেহানা পারভীন
  • ৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা
  • যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক: রিজভী
  • ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • জাতীয় পার্টি জিন্দা লা/শ: শেখ হাসিনা
  • চলতি সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ: ইসি সচিব
  • যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে : জিয়াউর রহমান প্রসঙ্গে মাহফুজ