শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কুমিরা ইউনিয়ন আ.লীগ ও প্রয়াত আ’লীগ নেতাদের খোঁজ খবর নিলেন এমপি সেঁজুতি

নিজস্ব প্রতিনিধি: সরকার প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। বিদ্যুৎ এখন আর যায় না। সাধারণ জনগণ যেভাবে বিদ্যুৎতের ব্যবহার বাড়িয়েছে। তাতে বিদ্যুৎ নিয়মিত পাওয়ার কথা নয়। কিন্তু বর্তমান সরকার জনগণের কথা বিবেচনা করেইতো বিদ্যুৎতের উৎপাদন বাড়িছে।

এখন আর খাম্বা নয়, পারমাণবিক বিদুৎ উৎপাদন হবে। বিদ্যুৎতের কোন ঘাটতি নাই।সাধারণ জনগনের কথা মাথায় রেখে বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন প্রকার সরকারি ভাতা প্রদান করছে সরকার।মানুষের আয় বাড়ছে, গড়ে আয়ু বাড়ছে।এখন আর কেউ আগের মতো অন্যের বাড়ির ভাতের মাড় বা ফ্যান আমানী খেয়ে জীবন ধারণ করে না।

বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকে না।সেজন্য স্বল্প মূল্যে টিসিবির মাধ্যমে চাল, ডাল, আটা, চিনি, তেল, আলু দিচ্ছে। তাছাড়া ১০ টাকা ধরে দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে ফ্যামিলী কার্ডের মাধ্যমে চাল দিচ্ছে।

আওয়ামী লীগ সরকার কর্মীবান্ধব সরকার। আমার পিতা যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নিতেন, তাদের সুখেদুঃখের সঙ্গী হতেন, তেমনি আমিও আপনাদের পাশে থাকবো একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে। বর্তমান শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ জনগণের মা্ঝে প্রচার করার আহবান জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বৃহস্পতিবার (৩০ মে) বিকাল থেকে রাত পর্যন্ত সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি যেয়ে খোঁজ খবর নেন এবং তাদের উদ্দেশ্য এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

এমপি সেঁজুতি বিকালে কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতা মো. মফিজুল ইসলাম সরদারের একমাত্র ছেলে সিয়াম হোসেন স্বাধীন মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় তার বাড়িতে যান।এসময় তিনি নিহতের স্বজনের খোঁজ খবর নেন।

পরে একে একে প্রয়াত সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিত্যানন্দ মুখার্জী নিতাই, কুমিরা ইউপির সাবেক আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম মোড়ল, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত শেখ নিজামউদ্দিন, কুমিরা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শিক্ষক প্রয়াত সন্তোষ কুমার বিটের বাড়িতে যান।

তাদের স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন।

এছাড়া এমপি সেঁজুতি কুমিরা ইউপির মির্জাপুর বাজারে সাধারণ জনগণের সাথে সরকারের উন্নয়নের কথা বলে এক সংক্ষিপ্ত পথ সমাবেশ করেন।পরে তিনি পাটকেল ঘাটা বাজারে অবস্থিত আওয়ামী লীগের অফিস পরিদর্শন করেন এবং সেখানে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় এমপি সেঁজুতির উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মোড়ল, ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম, মহাদেব হোড়, জেলা যুবলীগের কাজী হিল্লোল, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমানসহ স্থায়ী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের খোঁজ খবর নেন।

{“capture_mode”:”AutoModule”,”faces”:[]}

একই রকম সংবাদ সমূহ

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসবিস্তারিত পড়ুন

সংসদ ভবন ঘিরে সতর্ক অবস্থান নিরাপত্তা বাহিনীর

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদেরবিস্তারিত পড়ুন

জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি

শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করেনি।বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংগীতের মাধ্যমে শুরু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান
  • যশোরের শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩
  • নেত্রকোনার মদনে বন্ধুর প্রতিশ্রুতি রক্ষায় নিজে বাসর ঘরে’ বন্ধুকে দিয়ে বাসর
  • চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
  • স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞ
  • দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজের কেউ পাশ করেনি
  • পিআর-টিআর বাদ দেন, নির্বাচনে আসেন: মির্জা ফখরুল
  • হ্যান্ডবল খেলায় কলারোয়ার মেয়েরা ৩ বার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন
  • ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদের, যানচলাচল বন্ধ
  • ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
  • আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
  • ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা