জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের বিকাশে দৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য আড্ডা
জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতির বিকাশে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার উদ্যোগে শুক্রবার (৭ জুন) বিকেলে বসেছিল সাহিত্য আড্ডা।
জেলার বরেণ্য সাহিত্য ও সংস্কৃতিজন এ আড্ডায় অংশ নেন।
সাতড়্গীরার নাট্যজগতের অন্যতম গুণী ব্যক্তিত্ব মনিরম্নজ্জামান খানের পুত্র দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে এ কাব্যিক আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
বরেণ্য অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কবি শহীদুর রহমান, পল্টু বাসার, কিশোরী মোহন সরকার, সৌহার্দ সিরাজ, শুভ্র আহমেদ ও গুলশান আরা।
ছন্দময় আবেশে আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু।
শুভেচ্ছা জানান জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।
উপস্থিত ছিলেন তসনীমুর রহমান ববি, আমিরুজ্জামান বাবু ও আলতাফ হোসেন বাবু।
অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭জুনের গৌরবময় ইতিহাস ও সাতড়্গীরার প্রেড়্গপট উলেস্নখ করে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ জুন টাউনশ্রীপুর যুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে শহিদ হন নাজমুল আবেদিন খোকন, শামসুদ্দোহা খান কাজল, নারায়ণ, মুজিবর রহমান ও আবুল কালাম আজাদসহ ৮জন বীর মুক্তিযোদ্ধা। বক্তারা মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে সাতড়্গীরার রয়েছে গৌরবময় ইতিহাস। এ জেলায় জন্মগ্রহণ করেছেন সিকান্দার আবু জাফর, মোহাম্মদ ওয়াজেদ আলী, খান বাহাদুর আহসান উলস্না (রহঃ), মনোরঞ্জন ঘোষাল, খায়রুল বাসার, জয়ন্ত চট্টপাধ্যায়ের মতো অনেক গুণী ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের বিকাশে জেলার সাংবাদিক, কবি, সাহিত্যিকদের রয়েছে অসামান্য অবদান। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সূচনালগ্ন থেকেই এখানকার মানুষ মিশে আছে আত্মার আত্মীয় হয়ে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প কখনও মানুষকে স্পর্শ করতে পারেনি। অন্যায় অসত্যের বিরম্নদ্ধে কবি সাহিত্যিকরা জাগরণ সৃষ্টি করেছেন। যেখানে বাঁধা সেখানেই প্রতিবাদ করেছেন কবি-সাহিত্যিকরা। তাদের লেখনিতে ফুটে উঠেছে এ অঞ্চলের গৌরবগাঁথা ইতিহাস। দৈনিক সাতড়্গীরার সকাল সেই ইতিহাসের চর্চা করছে। দৈনিক সাতড়্গীরার সকাল প্রচারবিমুখ কবি, সাহিত্যিক ও লেখকদের পরিচিতি তুলে ধরতে প্রতিশ্রম্নতিবদ্ধ। সাহিত্য চর্চার মাধ্যমে দৈনিক সাতড়্গীরার সকাল অতীতের সাথে নতুনের সম্মিলন ঘটাতে চায়। সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে বাঁধতে চায় মানবহৃদয়।
বক্তারা নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে দৈনিক সাতক্ষীরার সকালের পক্ষ থেকে ‘শুভেচ্ছা স্মারক’ ক্রেস্ট উপহার দেয়া হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)