রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌরসভার ২টি দল নিয়ে জোন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মীনি বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং আজকের শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান, স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিত করণের জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালে থেকে এ টুর্নামেন্ট দুইটি আয়োজন করে চলেছে।’ বঙ্গবন্ধু একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর সফলতা ও প্রেরণার উৎস যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।”

জোন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর ফাইনাল খেলায় জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ২-১ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় উপস্থিত ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির রানা, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুল ইসলাম, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা খাতুন, জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যাম সুন্দর দাস, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবিরুল ইসলাম, রামচন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুস সালাম প্রমুখ। জোন পর্যায়ের ফাইনালে অংশ নেয় ব্রহ্মরাজপুর ইউনিয়ন, ধুলিহর ইউনিয়ন ও ফিংড়ি ইউনিয়ন এবং পৌরসভার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষের মা’য়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক’র মা’য়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজারে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

হাবিবুল্লাহ বাহার, ধানদিয়া (কলারোয়া): কলারোয়া ধানদিয়া চৌরাস্তা বাজারে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আইন ও সালিশ কেন্দ্র’র পথ নাটক

পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিশুর প্রতি যৌণশোষণ ও বাল্য বিবাহ বিষয়ে সচেতনতামূলকবিস্তারিত পড়ুন

  • এক যুগ পর কলারোয়ায় হতে যাচ্ছে তিন দিনব্যাপী তাফসির মাহফিল, কমিটি গঠন
  • সাতক্ষীরা পুলিশ সুপারকে পুনর্বহাল ও বদলি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরা পৌরসভায় ড্রেনসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
  • কলারোয়ায় দীর্ঘ কারাভোগের পর বিএনপি নেতাদের মুক্তিলাভ
  • এসডিএফের চেয়ারম্যান হলেন সাতক্ষীরার ড. মোহাম্মদ আবদুল মজিদ
  • শ্যামনগরে সিসিডিবি এর প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল
  • দেবহাটার ৪টি গ্রামকে শত ভাগ উন্নত স্যানিটেশন গ্রাম ঘোষণা
  • দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
  • ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় দ্বিতীয় দিনের মতো অডিটরদের কর্মবিরতী ও অবস্থান
  • ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখায় সুধীদের নিয়ে মতবিনিময় সভা